পবিত্র শবে বরাতের শুভেচ্ছা, স্ট্যাটাস, ফজিলত ও আমল

বর্তমান যুগে প্রায় সবকিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুঁজে থাকে তাই আপনাদের মাঝে শবে বরাতের কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো এই পোষ্টের মাধ্যমে আশা করি আপনাদের ভালো লাগবে। পবিত্র শবে বরাতের শুভেচ্ছা স্ট্যাটাস ক্যাপশন উক্তি আমল ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হবে হবে। তাহলে দেখে নিন পবিত্র শবে বরাতের শুভেচ্ছা, স্ট্যাটাস, ক্যাপশন, ফজিলত ও আমল গুলো।

শবে বরাতের উক্তি

 

১. পবিত্র শবে বরাতের রাত এমন একটি ফজিলত পূর্ণ রাত যে যত পাপী করা হোক না কেন আল্লাহ তাআলার কাছে সেই ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তিনি সব গুনা গুলো ক্ষমা করে দেন।

২. শবে বরাতের রাত হচ্ছে নিজের ভুল স্বীকার করে সৃষ্টিকর্তার মাঝে নিজেকে আত্মসমর্পণ করার একটি রাত।

৩. শবে বরাতের রাত এমন একটি রাত যে সারা বছরের আমল এই দিনটিতে উপস্থাপন করা হয় এবং প্রতিদান দেওয়া হয়। তাহলে সৃষ্টিকর্তা এই রাতটিতে কতই না ফজিলত করেছেন।

৪. শবে বরাত হচ্ছে একটি বরকত ময় রাত যে রাতে আপনি যদি মনোযোগ সহকারে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেন বা নিজের জন্য কিছু চাওয়ার প্রার্থনা করেন সেটি অবশ্যই পূরণ হবে।

৫. শবে বরাতের রাত হল আল্লাহ তাআলার এমন বরকত একটি দিন যে রাতে তাআলার কাছে হাজার হাজার বান্দা তাদের পাপের প্রায়শ্চিত্ত স্বীকার করে রবের দিনে পথে ফিরে যায়।

৬. এই শবে বরাতের রাত্রিতে নিজের হৃদয়কে এমন সুষ্ঠ রাখুন যে আপনার সবচেয়ে শত্রু লোকও যেন আপনার বন্ধু। সৃষ্টিকর্তার অশেষ রহমত যেন আপনার ওপর নাযিল হয়।

শবে বরাতের স্ট্যাটাস

১. আজকে হল পবিত্র শবে বরাত, সকলকে দাও নামাজের দাওয়াত। আল্লাহকে ডাক সারা রাত তাহলে পাবে জান্নাত।

২. শবে বরাতের এই রাত্রিতে শুধু নিজের জন্য নয়, সবার জন্য করো মাথা নত সৃষ্টিকর্তার কাছে।

৩. শবে বরাতের এই রাতে গভীর মনোযোগ সহকারে ডাকো সৃষ্টিকর্তাকে, আর দূরে ফেলো তোমার পাপ।

৪. হে আল্লাহ, তুমি আমাকে দ্বীনের পথে চলার তৌফিক দান করো এবং আমার সুন্দর ভবিষ্যৎ জীবন দান কর।

৫. হে আল্লাহ, এই দুনিয়ার যত বান্দা-বান্দী আছেন সবাইকে আপনার পথে চলার তৌফিক দান করুন এবং আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনি আমাদের ক্ষমা করুন।

৬. শবে বরাতের এই বিশেষ দিনটিতে আপনার ভুলগুলি যদি সাহস করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করুন তাহলে তিনি অবশ্যই ক্ষমা করবেন।

৭. হে আমার সৃষ্টিকর্তা আমি ভুল করেই হোক অথবা ইচ্ছাকৃতভাবে যে পাপ গুলো করেছি তার জন্য আমি আজকের এই শবে বরাতের রাত্রে ক্ষমা চেয়ে নিচ্ছি যাতে আমি পাপ কাজ থেকে বিরত থাকতে পারি  আমাকে ধৈর্য শক্তি দিন।

শবে বরাতের শুভেচ্ছা

হে আল্লাহ আপনি পরম দয়ালুময় ও ক্ষমাশীল, এই শবে বরাতের রাতে সবার গুনাহ মাফ করুন। এই বলে জানাই সবাইকে শবে বরাতের শুভেচ্ছা।

সৃষ্টিকর্তা আমাদের এই প্রিয় দিনটি দিয়েছেন শুধু অতীতের সব পাপ গুলো মুছে দেওয়ার জন্য এবং বর্তমানকে সুন্দর করার জন্য। সবাইকে শবে বরাতের শুভেচ্ছা

হে আল্লাহ অতীত এবং বর্তমানের গুনাহ থেকে মুক্ত রাখার তৌফিক দান করুন। ‘আমিন’ সবাইকে পবিত্র লাইলাতুল বরাতের শুভেচ্ছা

হে আল্লাহ এই শবে বরাতের ফজিলত পূর্ণ দিনটিতে আমি আপনার কাছে এই পৃথিবীর সকল মানুষের জন্য শান্তির কামনা করছি আপনি কবুল করে নিন। সবাইকে শবে বরাতের শুভেচ্ছা

এই পবিত্র শবে বরাতে আপনার কাছে আমার একটাই চাওয়ার যে আপনি আমাদের হারাম থেকে এবং জিনা থেকে হেফাজত করুন। শুভ শবে বরাত

হে আমার সৃষ্টিকর্তা হয়তো আমি এই ফজিলত পূর্ণ রাত আর নাও পেতে পারি তাই আজকের এই দিনটিতে আমি আপনার কাছে প্রার্থনা করছি যে সকল পাপ কাজ থেকে হেফাজত করুন ‘আমীন’। শবে বরাত মোবারক

পবিত্র এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারকে অনেক রহমত বর্ষিত করুক। পবিত্র শবে বরাতের শুভেচ্ছা

শবে বরাতের ফজিলত

অতীতের যত গুনাহ রয়েছে সকল গুনাহ খালি করার একটি বিশেষ দিন হচ্ছে এই পবিত্র শবে বরাতের দিন। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি সব রাগ অভিমান ভুলে বসে থাকেন যে আমার কোন বান্দা আছে যে আমার কাছে ক্ষমা চেয়ে তার বাপের পাশ্চিত্য করবে এবং আমি সেই বান্দাকে তার পাপ থেকে মুক্তি করে দেবো। শবে বরাতের ফজিলত পূর্ণ এই দিনটি যখন সমগ্র মানব বছরের আমল আল্লাহর নিকট উপস্থাপন করেন সঙ্গে সঙ্গে সেই প্রার্থনা কবুল করে নেয়।

শবে বরাতের আমল

শবে বরাতের এই রাত্রিবেলায় প্রতিটি মুহূর্ত হল ফজিলতপূর্ণ যা আমল করার একটি বিশেষ সময়। আল্লাহ তায়ালার কাছে নিজের সমস্ত কিছু তুলে ধরা, যাতে তিনি আমাদের উপর শান্তি, ক্ষমাশীল ও ধৈর্যশীলতা বাড়িয়ে দেন। তুমি সৃষ্টিকর্তা আপনি আমাদের এই রাত্রি শুধু আমলনামায় দিয়ে রেখেছেন শুধু আমাদের বিশেষ একটি আনন্দের দিন। আবার শবে বরাতের রাতের দিন ঘরে ঘরে পিঠার উদযাপন করেন অর্থাৎ রুটি পিঠা তো হালুয়া।

এই পবিত্র শবে বরাতের রাত্রিতে নিজেকে তুলে ধরার মত একটি রাত অর্থাৎ নিজেকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করার একটি রাত, যে রাতে শুধু আমল করা ছাড়া কোন সুযোগ নেই। আল্লাহ তাআলা পাপীদেরকে বিশেষ অফার দিয়ে থাকেন এই পবিত্র শবে বরাতের রাত্রিতে।

সর্বশেষ কথা

শবে বরাত নিয়ে যে কথাগুলো তুলে ধরা হয়েছে যদি পড়ে থাকেন তাহলে আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম আরো বিভিন্ন ধরনের পোস্ট পেতে সেই সাইটটিতে ভিজিট করুন, এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।