প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, গল্প, উক্তি, এসএমএস ও ছন্দ

0
14
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, গল্প, উক্তি, এসএমএস ও ছন্দ

অনেকেই আছেন যারা প্রবাসীদের নিয়ে অনেক কষ্টের স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, ছন্দ, গল্প, এসএমএস অনেক কিছুই খুঁজে থাকেন। আজকে এই পোষ্টের মাধ্যমে প্রবাসী ভাইদের নিয়ে কিছু কষ্টের স্ট্যাটাস, কষ্টের উক্তি, কষ্টের ছন্দ, কষ্টের ক্যাপশন ও কষ্টের গল্প তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে প্রবাসী জীবন যে কতটা কষ্টের সেটা হয়তো বা শুধু তারাই জানে। তারা তাদের সুখ শান্তি, আনন্দময় মুহূর্তগুলো, আপনজনদের সাথে কাটানো সময় গুলো মাটি করে প্রবাস জীবনে যায় শুধু টাকা ইনকাম করার জন্য।

তারা ইচ্ছা করলেই তাদের আপনজনদের সাথে দেখা করতে পারে না, তারা তাদের কষ্টের মুহূর্তেও আপনজনদের সাথে চাইলেই সময় কাটাতে পারে না, তাদের দুঃখটা শুধু তারাই বোঝে। প্রবাসী ভাইয়েরা আপনারা অনেক সময় অনেক কষ্টের স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, ছন্দ, গল্প, এসএমএস এগুলো খুঁজে দেখেন ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করার জন্য। আপনারা চাইলে এই পোস্ট থেকে আপনাদের পছন্দ অনুযায়ী উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ গল্প এসএমএসগুলো সংগ্রহ করতে পারবেন।

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস 

১. প্রবাস জীবনে আসলে যত টাকাই ইনকাম করা যাক না কেন, যত সুখ শান্তি থাকুক না কেন কিন্তু চোখের কোনে এক বিন্দু জল থেকেই যায়।

২. প্রবাস জীবনে একাকীত্বটা খুবই খারাপ একটা জিনিস, যে কষ্টটা সবাই সহ্য করতে পারে না।

৩. প্রবাসী মানুষগুলো হয়তোবা একটি মোমবাতির মত কারণ তারা নিজে জ্বলে পুড়ে পরিবারকে আলোকিত করে।

৪. প্রবাস মানে হাসি, ঠাট্টা, উল্লাস নয়, প্রবাসী জীবন মনে চোখে ভরা জল আর বুক ভরা জীবন গড়ার কল।

৫. রাতে আসি সকালে যাই, দুপুর বেলায় খাবার খাই, এরই নাম প্রবাসীদের কষ্টের জীবনের বিদেশ।

৬. রক্তের মত প্রবাসী ভাইদের ঘামের মূল্য আমরা কজনি বা দিতে পারি, আমরা শুধু তাদের কাছে চেয়েই যাই, কখনো বলি না যে তারা কেমন আছে।

৭. টাকা পয়সা থাকলে সবাই তার খবর নেয়, সবাই তাকে ভালোবাসে, প্রিয়জন হতে চায় কিন্তু টাকা-পয়সা না থাকলে কেউ খবর নেয় না, এটাই হচ্ছে প্রবাসীদের জীবন।

প্রবাসীদের কষ্টের উক্তি 

> তোমার জীবনটা হয়তো একটি কাঠের পুতুলের মত মনে পড়ে সবাই কারণ প্রবাসীদের কাছ থেকে সবাই শুধু কিছু পাওয়ার আশা করে, সে কেমন আছে, কি করছে, কি খাচ্ছে কেমন ভাবে দিন কাটাচ্ছে এর খবর কেউ নেয় না।

> হাজারো মাইলের লম্বা একটি সফর কেটে যখন বাড়িতে আসা হয় তখনই বা একটি প্রবাসী ভাইয়ের সবচেয়ে আনন্দের মুহূর্তটা চলে আসে।

> প্রবাসী জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তটা মনে হয় তখনি যখন সে তার পরিবারের মানুষের জন্য তারা আপন মানুষকে ছেড়ে প্রবাসে পাড়ি জমায়।

> প্রবাস জীবন হয়তোবা তখনই খুব কষ্টের হয় যখন সে খুব কষ্টের সাথে যুদ্ধ করে তার প্রবাস জীবনে শান্তির মুহূর্তকে ফিরিয়ে আনে, তখন যদি কেউ তার অবস্থার দিকে তাকিয়ে তার সাথে ভালো মিল দিতে চায়।

> যখন প্রবাস জীবন অতিবাহিত করে সেই দেশেও বিদেশের মতন লাগে এবং নিজের দেশও বিদেশে পরিণত হয়।

প্রবাসীদের কষ্টের এসএমএস

* প্রবাস জীবনের একাকীত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল কারণ অনুভূতি স্বাধীনতার হয় না, কিছু ইচ্ছে করলেই সেটা করা যায় না।

* প্রবাস জীবনের গল্প তোমরা কি বুঝবে, এবার এসে দেখো তারপর না হয় বুঝতে পারবে প্রবাস জীবনের কষ্টের প্রতিটি দিন নয়, প্রতিটি সেকেন্ডের মূল্য।

* শুধুমাত্র প্রবাসীরা জানে তাদের জীবনটা কতটা কষ্টের হয়। হাজারো কষ্ট সহ্য করে পরিবারের মুখে হাসি ফোটানোই তাদের কাজ।

* প্রবাস জীবনের কষ্ট গুলো আসলে কারো কাছে শেয়ার করার মতো নয়, এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার।

* প্রবাসীরা যত কষ্টই থাকুক না কেন পরিবার বা আপনজনদের মাঝে সে কখনো গুমড়ো মুখে তাদের সাথে কথা বলতে জানে না তারা, তারা সবসময় হাসিমুখেই কথা বলে।

* প্রবাস জীবনে থাকে যারা কষ্টের মাঝে, ঝড়-বৃষ্টি, রোদে পুড়ে মরছে কেটে, তারা তাদের নিজের জীবনকে পুড়িয়ে আপনজনদের মাঝে দেয় আলো ছড়িয়ে।

প্রবাসীদের কষ্টের ছন্দ

স্বপ্ন ছিল বাধবো ঘর,

প্রবাস আমার করলো পর,

জন্ম নিলাম বাংলাদেশ,

ঘুমাই এখন প্রবাসে।

প্রবাস জীবন হাসির নয়,

এসেছে যারা প্রবাসে,

জানে তারা প্রবাসের জীবন, 

কেমন করে লড়তে হয় এই প্রবাসে। 

হাজারো কষ্টের মাঝে,

মুখ লুকিয়ে ভালো থাকার নাটকটা, 

হয়তোবা প্রবাসীদের মত আর কেউ পারেনা।

প্রবাসীদের জীবনের মানেই হলো,

প্রিয়জনদের থেকে দূরে থাকার একাকীত্ব এমন একটি ব্যথা,

যা কখনোই দূর হয় না।

প্রবাসী বলে কথা,

কষ্টের মাঝে সুখের স্বপ্নগুলো বিক্রি করে দিয়েছি,

ইচ্ছে হলেই তো আর দেশে যাওয়া যায় না,

সে হলেই তো আর আপন মানুষের কাছে যাওয়া যায় না। 

প্রবাসীদের কষ্টের গল্প

প্রবাসী ভাইরা সব দুঃখ কষ্ট মেনে নিতে পারে কিন্তু তখনই তারা সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তারা আপন মানুষ অন্য কারো সাথে পালিয়ে যায় তার ঘর ছেড়ে, তখন তারা আর সেই ব্যথা সহ্য করতে পারবে না। তখনই তো সে ব্যর্থ হয় যে যার জন্য এত কিছু সে আমায় আজ ছেড়ে চলে গেল। তাহলে প্রবাস জীবনের কষ্টের কি মূল্য রইল। প্রবাস জীবনের যে কষ্টের গল্প গুলো সে হয়তো জানে না, সে যদি জানতো তাহলে হয়তো বা তাকে ছেড়ে দূরে চলে যেত না। আসলে দোষটা প্রবাসীদের কারণ তারা তাদের সুখের সব সময় টুকু আপনজনের সাথে শেয়ার করে কিন্তু তাদের কষ্টের সময়টুকু আপন মানুষের মাঝে শেয়ার করে না।

একজন প্রবাসী মানুষ যে তাদের আপনজনদের ছেড়ে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে তাদের আপনজনদের মাঝে সে টাকাগুলো বিলিয়ে দেয়। কিন্তু সেই প্রবাসীর মাঝে যে কত কষ্ট জমে আছে কত দুঃখ জমে আছে, তাদের ভিতরে যে কত সুখ শান্তির মুহূর্তগুলো দাফন করে রেখেছে, শুধু তারাই ভালো জানেন। তোমার জীবনের গল্পটা খুবই কষ্টের হয়, তারা যতই বলুক যে আমরা অনেক সুখে আছি, অনেক ভালো আছি।

শেষ কথা

উপরে প্রবাসী ভাইদের নিয়ে যে কষ্টের কথাগুলো লেখা হয়েছে, আশা করি যে যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।