ব্যস্ততা নিয়ে স্ট্যাটাস উক্তি গল্প বাণী হাদিস ও কবিতা

ব্যস্ততা নিয়ে স্ট্যাটাস উক্তি গল্প বাণী হাদিস ও কবিতা

সঠিক সময়ে যে ব্যস্ততা সময় পার করে সেই জীবনে তার সাফল্যের দরজায় গিয়ে পৌঁছাতে পারে। ব্যস্ততা মানুষকে বাজে মন্তব্য, বাজে স্বভাব বা কুচিন্তা থেকে বিরত রাখে। ব্যস্ততা মানুষকে পরিশ্রমের সঠিক মূল্য দিতে জানে, তবে সে যদি সঠিক সময়ে সঠিক ভাবে ব্যস্ততাকে কাজে লাগাতে পারে। ব্যস্ততা আমাদের জীবনের সাথে অতি পরিচিত, আমরা আমাদের জীবনের তাগিদে বিভিন্ন জায়গায় একেক জন একেক রকমের কর্মসংস্থানে ব্যস্ত ব্যস্ত থাকি। আমরা যে যাই করি না কেন সবাই কোন না কোন কাজের ব্যস্ততায় নিজেকে ব্যস্ত রাখি। তো যাই হোক নিচ থেকে দেখে নিন বিভিন্ন ধরনের কিছু নতুন নতুন ব্যস্ততা নিয়ে স্ট্যাটাস উক্তি গল্প বানিয়ে হাদিস ও কবিতা গুলো।

ব্যস্ততা নিয়ে স্ট্যাটাস

ব্যস্ততা নিয়ে স্ট্যাটাস

১. নিজের জীবনের বিবিধ পরিকল্পনা গুলো বাস্তবায়িত করার জন্য নিজেকে ব্যস্ততা রাখা জরুরী।

২. কিছু মানুষ জীবিকা অর্জনের তাগিদে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে নিজের জীবনকেই সে ভুলে যায়।

৩. মানুষ মনে করে নিজেকে সুখী রাখার সব থেকে সহজতম গ্রন্থা হলো নিজেকে ব্যস্ত রাখা আসলে কি তাই।

৪. আমি নিজের কাজের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রেখে কিন্তু অবসর টাইমে শুধু তোমার কথাই ভাবি।

৫. ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিবাহিত করা ভালো তবে সেটা উচিত এর চেয়ে বেশি নয়।

৬. কথায় আছে অতিরিক্ত কোন কিছুই ভালো নয়, যেমন নিজেকে বেশি ব্যস্ত রাখা বা দেখানো উচিত নয়।

ব্যস্ততা নিয়ে উক্তি

ব্যস্ততা নিয়ে উক্তি

♦ যার জন্য ব্যস্ত থাকি সে আজ পাশেই নেই তাহলে ব্যস্ত থেকে লাভ কি আমার।

♦ মানুষের জীবনের ব্যস্ততা হল একটি নেশা, যে নেশায় এ পৃথিবীর প্রায় মানুষই আসক্ত।

♦ যে ব্যস্ততার মাঝে মানুষের অগ্রগতি জড়িয়ে আছে, সেখানে ব্যস্ত থাকা ভালো তাতে কিছু অর্জন করা সম্ভব।

♦ ব্যস্ততা মানুষকে মানসিক অশান্তি থেকে দূরে রাখতে সাহায্য করে।

♦ সফলতা তো তাদের কাছেই আসে যারা সঠিক সময়ে নিজেকে ব্যস্ত রাখতে পারে।

♦ যখন দেখবেন কারো সাথে কথা বলতে গেলে সে বেশি ব্যস্ততা দেখায়, সেখানে কথা বলাটাই হবে অর্থহীন কারণ সে শুধুমাত্র তার ব্যস্ততাকে বেশি গুরুত্ব দেয়।

♦ ব্যস্ত থাকাটা অত বেশি বড় বিষয় নয় তবে আলোচ্য বিষয় হিসেবে ব্যস্ততাই বড় বিষয়।

ব্যস্ততা নিয়ে বাণী

ব্যস্ততা নিয়ে বাণী

১. আসলে কোন মানুষই কখনোই ব্যস্ত হবে না যদি সে সময়ের সঠিক ব্যবহার করতে জানে।

২. ব্যস্ততার কারণেই কিন্তু মানুষ নিজের আপনজনদের সম্পর্ক নষ্ট করে ফেলে।

৩. ব্যস্ততম জীবনকে কখনোই জীবন বলা যায় না, কারণ সেটা ব্যস্ততায় ঘেরা একটা পরিকল্পিত হিসাবে নিজেকে ব্যস্ত রাখতে রাখতে জীবনের মানেটাই ভুলে যাই আমরা।

৪. সাফল্য তারাই পায় যারা সাফল্য নিয়ে ব্যস্ত থাকে।

৫. জ্ঞানী মানুষ কখনো ব্যস্ত হয় না আর ব্যস্ত মানুষ কখনো জ্ঞানী হয় না।

৬. বেশিরভাগ মানুষই এখন ব্যস্ততায় আসক্ত হয়ে গেছে কারণ সবাই এখন ব্যস্ত থাকতে পছন্দ করে।

ব্যস্ততা নিয়ে হাদিস

♦ কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ যার যার নিজের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বেন।

♦ নিজেকে ব্যস্ত রাখুন তাহলে ভিতরের কুচিন্তা গুলো আর আসবেনা।

♦ তোমরা যতই ব্যস্ত হও না কেন সালাত আদায়ের জন্য কখনো ব্যস্ততা দেখাবে না।

♦ ব্যস্ত যদি হও তাহলে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সহিত আদায় ব্যস্ত হও।

♦ যে ব্যক্তি ইবাদত বন্দেগির জন্য সময় বের করতে পারেনা, তার জীবনের ব্যস্ততার কোন মূল্য নেই।

♦ একজন মুমিন যতই ব্যস্ত থাকুক না কেন তার ইবাদত বন্দেগির জন্য সে সময় ঠিকই বের করে নেয়।

♦মহান রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ব্যস্ত হও তবে এমন ব্যস্ততা নয় যে নিজের জীবনের কর্ম ব্যস্ততার জন্য আমার দেওয়া ইবাদত বন্দেগী করলো ভুলে যাও।

ব্যস্ততা নিয়ে গল্প 

♦ এখন হয়তো সময়ের মূল্য বুঝতে পারছে না তবে সময়ের সাথে সাথে সেও একদিন ব্যস্ত হয়ে পড়বে তার ব্যস্ত জীবনে।

♦ নিজের স্বপ্ন পূরণের জন্য যদি ব্যস্ততাকে নিজের সঙ্গী করে নিতে পারেন, তাহলে আপনার স্বপ্ন একদিন পূরণ হবেই।

♦ জীবনে যদি প্রচুর সাফল্য অর্জন করতে চাও তাহলে নিজেকে ব্যস্তও থাকতে হবে প্রচুর।

♦ নিজের সাফল্য অর্জনের ক্ষেত্রে ব্যস্ত সময়ের জন্য অনেকেই তোমাকে স্বার্থপর ভাববে, যদি সাফল্য অর্জন করো তখন আর তোমাকে কেউ স্বার্থপর ভাববে না।

♦ জীবনে যত ব্যস্তই হও না কেন তোমার কাছের বন্ধুদের সাথে কখনো ব্যস্ততা দেখাবে না।

♦ জীবনকে সঠিক পরিকল্পনার জন্য নিজেকে ব্যস্ত রাখা ভালো তবে সেটা জ্ঞানহীন মানুষের মত নয়।

ব্যস্ততা নিয়ে কবিতা

ব্যস্ততা

অপ্রেমিকা

আমার ব্যস্ততা শুধুই মুছছে বেদনা,

তুই তো বুঝেও বুঝিস না।

তোর ব্যস্ত দুপুর আমার ইচ্ছে বহুদূর,

কখনোই ছুঁয়ে তো দেখিস না।

আমার মত লেখা কবিতা শুধু,

তারই তো সূচনা।

আমার ভালো লাগার সুযোগ,

তুই কোনদিন ব্যস্ততার মাঝে সময় দিলে;

আমি করতে অক্ষম কোন অভিযোগ।

তোর ব্যস্ততার কারণ আমি আজ বুঝে গেছি,

তোর কাছে আমি তাই হেরেছি।

সময়ের কারবার সে তো হাতে নেই আমার,

তাই আজ ঠায় দীর্ঘ অপেক্ষায় নেমেছি।

একটু সময় করে আমাকে পাগলী বলে,

ডেকে নিস তোর কল্পনার আঙ্গিনায়।

আমি অন্য ভিড়ের সব ব্যস্ততা ছেড়ে,

শামিল হব তোর নতুন আস্কারায়।