অহংকার মানুষকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যায়, কিন্তু তারা কখনও খেয়াল করে না যে এ ধ্বংসের মূল কারণ হচ্ছে অহংকার। তো বন্ধুরা আজকের প্রশ্নের মাধ্যমে অহংকার নিয়ে কিছু কথা তুলে ধরা হবে আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে অহংকার নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কিছু কথা সম্পর্কে আলোচনা দেখে নেই।
অহংকার নিয়ে উক্তি
অনেকে অহংকার নিয়ে উক্তি খুঁজে থাকেন সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য। আশা করি এই পোস্টের মাধ্যমে অহংকার নিয়ে কিছু যুক্তি তুলে ধরা হয়েছে সে উক্তিগুলো ভালো লাগবে। এখান থেকে কিছু উক্তি সংগ্রহ করতে পারেন।
১. অহংকার হচ্ছে ধ্বংসের একটি মূল কারণ, যা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে।
২. যেখানে জীবনের এক সেকেন্ডের জন্য ভরসা নেই, সেখানে কেন এত অহংকার হবে এই জীবনে।
৩. মানুষ অহংকার করে তার বিপদকে কাছে টেনে আনে, পরে দোষী হয় অন্য কেউ।
৪. কারনে অকারনে যে অন্যকে ঘৃনা করে, সেই প্রকৃতপক্ষে অহংকারী।
৫. কখনো কখনো অহংকার বিপর্যয়ের দিকে পরিচালিত করে, তখন সেই অহংকারের মালিক না হওয়াই ভাল।
৬. লোভী ও অহংকারী মানুষকে আল্লাহতালা কোনদিন ক্ষমা করবেন না।
৭. অহংকার করে অজান্তেই মানুষ অনেক ভুল করছে, তার হিসেব কিন্তু দিতেই হবে।
৮. অহংকার এমন একটি জঘন্য আজ যে, নিজেদের সাফল্য হতে বাধা দেয়।
অহংকার নিয়ে স্ট্যাটাস
অনেকে আছেন কিছু মানুষের অহংকার দেখে ফেসবুকে অনেক সময় স্ট্যাটাস দিতে চান কিন্তু খুঁজে পান না। এই পোস্টের মাধ্যমে আমরা অহংকার নিয়ে কিছু স্ট্যাটাস তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এই স্ট্যাটাস গুলো সংগ্রহ করে স্ট্যাটাস দিতে পারবেন।
১. অহংকার হল পতনের মূল। – আল হাদিস
২. একজন সংসারী মহিলা যদি অহংকারী হয়, তাহলে সেই সংসারকে পুরো বিনষ্ট করে দেয়।- সংগৃহীত
৩. জ্ঞানী লোক কখনো অহংকার করে না, তারা অহংকার করতে ভয় পায়। – সংগৃহীত
৪. চরিত্রের অহংকার সবচেয়ে বড় অহংকার। – জেফারসন
৫. নিজেকে সবসময় উপরে রাখার জন্য মানুষ সব সময় হিংসা বা অহংকার করে। – সংগৃহীত
৬. অহংকার এমন একটি খারাপ জিনিস যে, একজন মানুষকে অকেজো করে তোলে। – সংগৃহীত
৭. অহংকারই কিন্তু নিজের সবচেয়ে বড় শত্রু। – চাণক্য
৮. যেখানে জীবনের মূল্যের কোন নিশ্চয়তা নেই, সেখানে কেন এত অহংকার। – আর্থার গুইটারম্যান
অহংকার নিয়ে কিছু কথা
এক পাতিল দুধের মধ্যে যদি এক ফোঁটা টক দেওয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণ দুধ টুকু নষ্ট হয়ে যাবে। তেমনি একজন মানুষ যদি অহংকার করে তার পুরো শরীরটাই দূষিত হয়ে যায়। এই দুনিয়াতে কোন কিছু নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ এই দুনিয়াটাই হলো কিছুক্ষণের জন্য ক্ষণস্থায়ী একটা দুনিয়া।মানুষ শুধু শুধু অহংকার করে নিজের ব্যক্তিত্ব নষ্ট করে, পরে কোন উদ্দেশ্য খুঁজে পায়না সে তখন অসহায় হয়ে পড়ে।
দুটি জিনিস নিয়ে কখনো অংকার করা উচিত নয় যেমন একটি হল ধন আরেকটি হলো নিজের রুপ। নিজের বুদ্ধিকে অহংকার ভেবে ভুল করা যাবেনা, এতে নিজেরই ক্ষতি হবে। অহংকার এমন একটি জিনিস যে, আপনি যে ভুল করছেন তা কখনোই মেনে নেবেন না। কিছু মানুষ অহংকার করতে করতে তার আপনজনদের হারিয়ে ফেলে।অহংকার কখনো একটি মানুষের ভিতরটাকে আত্মতৃপ্তিতে ভরিয়ে দিতে পারবে না।
সর্বশেষ কথাঃ
অহংকার নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কিছু কথা নিয়ে এই পোস্টে যা কিছু লেখা হয়েছে যদি পড়ে থাকেন তাহলে আশা করি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে কিছু অহংকারী লোক গুলো এগুলো পড়ে একটু অহংকারহীন হয় । এরকম আরো পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি আরও ভাল ভাল পোস্ট পেয়ে যাবেন।