গ্রাম অঞ্চলের সৌন্দর্য যে কতটা সুন্দর হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। গ্রামের সৌন্দর্য অনুভব করার মতো জায়গা যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের শোভা এবং ঐতিহ্যকে তুলে বিভিন্ন আয়োজনের সাথে গ্রামের পরিবেশ পরিচালিত হয়। সেই গ্রামের সৌন্দর্য নিয়ে এই পোস্টের মাধ্যমে কিছু উক্তি স্ট্যাটাস তুলে ধরা হবে আশা করি ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই গ্রামের সৌন্দর্য নিয়ে কিছু কথা, উক্তি ও স্ট্যাটাস গুলো ।
গ্রামের নিয়ে উক্তি
১. শহরের মানুষগুলো যেন গ্রামের একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাহাকার করে।
২. প্রতিটি গ্রামের নিজের ঠিকানা আছে নিজস্ব একটি ঐতিহ্য আছে।
৩. গ্রামের মানুষ সবার সাথে সবার এখনো অনেক মিল রয়েছে ।
৪. গ্রাম ছাড়া শহর যেন একেবারেই অচল, গ্রামের যে ঐতিহ্য গুলো রয়েছে সেখান থেকেই শহরের জন্ম।
৫. এই ইটপাথরের শহরটাও একদিন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বস্তির মানুষগুলোর মত পথ চেয়ে বসে থাকবে কিন্তু তখন তা সম্ভব হবে না।
৬. একটি শিশুকে প্রাকৃতিক ভাবে ঘরে ওঠানোর জন্য শহর নয়, একটি গ্রামের প্রয়োজন।
গ্রামের সৌন্দর্য নিয়ে স্ট্যাটাস
অনেকে আছেন যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য গ্রামের সৌন্দর্য নিয়ে অনেক স্ট্যাটাস খুঁজে থাকেন আশাকরি এখান থেকে কিছু নতুন স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য।
১. একটি গ্রাম যদি কখনো অদৃশ্য হয়ে যায় সে কখনো আর পূর্বে রোগ নিয়ে ফিরে আসতে পারবে না। – সংগৃহীত
২. একদিন এই শহর ও গ্রাম পরিণত হবে বস্তিতে। – হুমায়ূন আহমেদ
৩. ওই গ্রামের মেঠো পথে তোমার জন্য আজও দাঁড়িয়ে আছি তুমি ফিরবে বলে। – সংগৃহীত
৪. গ্রামের শান্ত পরিবেশ আর মিষ্টি হাওয়া মনটি যেন একেবারে ভিতর থেকে ভরে আসে। – সংগৃহীত
৫. গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখলে হয়তবা বোঝা যায়না যে কতটা সুন্দর মমতায় ঘেরা। – সংগৃহীত
৬. প্রতিটি গ্রাম এবং সেখানকার মানুষের একটি উদ্দেশ্য থাকে।- রেনে গির্দ
৭. একটি গ্রামের কোন কিছু গোপন থাকে না। – চার্লস সিওরজিওন
৮. গ্রামের মানুষের মন এতই বড় যে নিজের শত্রু যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে আর ঘরে বসে থাকতে পারে না এটাই হলো গ্রামের পরিবেশের একটি নিয়ম। – সংগৃহীত
গ্রামের নিয়ে ক্যাপশন
১. একটি পরিবারের যে প্রধান তার কাছে তার পরিবারই হলো একটি গ্রাম।
২. চোখ বুজেই একটি গ্রাম কে খুব সহজে ভালোবাসা যায়, যেটা শহরে সম্ভব না।
৩. এই পৃথিবীতে যদি কোন কিছু সুন্দর হয়ে থাকে তাহলে সেটি হবে একটি গ্রাম।
৪. গ্রামের যে প্রাকৃতিক হওয়া, প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সব খাবার গুলো পরিবেশন করা হয়, তা শুধু গ্রামেই সম্ভব।
৫. একটি শিশুকে প্রকৃতভাবে তোলার জন্য প্রয়োজন হলো একটি গ্রাম কারণ গ্রাম ছাড়া কখনও একটি সন্তানকে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা সম্ভব না।
৬. গ্রামের প্রাকৃতিক দৃশ্য, যে মায়াবী মায়া, তা কখনো সোশ্যাল মিডিয়া থেকে দেখে তা কখনো পরিপূর্ণভাবে অনুভব করা যায় না।
৭. মানুষের যেমন মৃত্যু হয়েও তার সবকিছু জীবিত থাকে ঠিক তেমনি একটি গ্রামের যত বছর যুগ যাক না কেন তার কখনো মৃত্যু হয় না।
গ্রাম নিয়ে ছন্দ
শহরের মলিনতা ছেড়ে গ্রামের স্নিগ্ধতার দিকে মানুষের টান চিরকালের। আমিও তার ব্যাতিক্রম নই, প্রতি ঋতুতে ছুটে যায় এ গ্রাম থেকে ওই গ্রামে আর মিশে যায় প্রতিটি গ্রাম্য প্রকৃতির নিবিড়তায়। আসলে প্রতিটি গ্রামেরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, সে তার নিজস্ব স্নিগ্ধতায় মানুষকে আচ্ছন করে রাখে। ব্যস্ত সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে যায়,পাখির ডাকে এখানে সকাল হয়, চাষিরা নিজের নিজের কাজে যায়, কামার-কুমোর-তাঁতিরা তাদের গল্প বোনে ওই শক্ত হাতের স্পর্শে। বিকেল হলেই ছেলে দল ক্রিকেট, ফুটবল নিয়ে জলায় ছোটে আর দিগন্তরেখা ভেসে যায় জ্যোৎস্নায় ও নীরব হয় পাড়া।
তোদের কি মনে আছে সেই গ্রামের কথা, যেখানে আমরা সবাই মিলে বৃষ্টি আসিলে বের হয়ে পড়তাম ভিজতে। বিকেল হলেই স্কুলের ব্যাগ বাড়িতে রেখেই চলে যেতাম মাঠে খেলা করতে, কতই না আনন্দ হত। বৃষ্টি আসলে চলে যেতাম পুকুর পাড়ে গোসল করতে, চলে যেতাম সেই গাছের তলায় যেখানে আমরা কুড়িয়ে আম, জাম, কাঁঠাল, লিচু আরও বিভিন্ন ধরনের ফল কুরিয়ে খেতাম। তখন সে ফলগুলো কি যে মজা লাগতো তোদের কি মনে পড়ে বন্ধু এগুলো।
সর্বশেষ কথাঃ
গ্রামের সৌন্দর্য নিয়ে উপরে যা কিছু লেখা হয়েছে যদি পড়ে থাকেন আশা করি অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। যারা গ্রামের পরিবেশকে খুবই ভালোবাসেন কিন্তু গ্রামে আসা সম্ভব হয় না তাদের এই উক্তি স্ট্যাটাস গুলো বেশি ভালো লাগবে এবং কিছুটা হলেও অনুভব করতে পারবে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলো। এরকম আরো পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।