আজকে আমরা জানবো কি কি জিপি ইন্টারনেট অফার আছে। জিপি সিমের যে আকর্ষণীয় অফার গুলো আছে সে অফার গুলো আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। আমরা জানি বাংলাদেশের সর্বপ্রথম সিম অপারেটর হচ্ছে এই জিপি সিম গ্রামীণফোন সেটা অবশ্য অনেকেরই জানা নেই। জিপি সিম ব্যবহারকারীদের জন্য খুবই উপকারী একটি পোস্ট করা হচ্ছে। আপনি কি জিপি ইন্টারনেটের আকর্ষণীয় অফার গুলো খুঁজছেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন।
এখান থেকে আপনি আপনার সঠিক ইন্টার্নেট প্যাক গুলো বেছে নিতে পারবেন। জিপি সিম হচ্ছে বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা একটি সিম অপারেটর। ২০২৩ সালে জিপি অপারেটর অনেকগুলো নতুন অফার অ্যাড করেছেন। যারা খুব অল্প সময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করতে চান বা এক সপ্তাহের জন্য ইন্টারনেট ব্যবহার করতে চান বা এক মাসের জন্য ইন্টারনেট ব্যবহার করতে চান সবকিছুই এখানে পাবেন।
জিপি ইন্টারনেট অফার
আপনাদের মাঝে কিছু ইন্টারনেট অফার এর কোড সহ উপস্থাপন করছি। আমরা যারা মাসিক বা সাপ্তাহিক ইন্টারনেট প্যাক কেনার জন্য অনেক জায়গায় অনেক ভাবে খোঁজাখুঁজি করতে হয় তো আজকে আপনাদের এখানে সব ধরনের ইন্টারনেট অফার দেয়া হবে বিশেষ একটি ছকের মাধ্যমে যেখানে আপনারা সমস্ত ঘরগুলি পেয়ে যাবেন।যেখান থেকে আপনারা এক নজরে অনেকগুলো অফার জানতে পারবেন এবং ইচ্ছা করলেই এই নিয়মে আপনি ইন্টারনেট প্যাক গুলো কিনতে পারবেন।
ইন্টারনেট অফার রিচার্জ মেয়াদ কোড
- ২০০ GB ১৯৯৯ টাকা ৩০ দিন *121*3438#
- ১০০ GB ১৪৯৯ টাকা ৩০ দিন *121*3437#
- ৬০ GB ৯৯৯ টাকা ৩০ দিন *121*3436#
- ২০ GB ৪৯৯ টাকা ৩০ দিন *121*3435#
- ২৫ GB + ৬০০ মি. ৯৮৯ টাকা ৩০ দিন *121*3450#
- ৬ GB + ১২০০ মি. ৯৯৭ টাকা ৩০ দিন *121*3449
- ১০ GB + ৩০০মি. ৫৯৯ টাকা ৩০ দিন *121*3448#
- ২ GB + ৬০০ মি. ৪৯৪ টাকা ৩০ দিন *121*3447#
- ৬ GB ১২৪ টাকা ৭ দিন *121*3434#
- ১ GB ৭৭ টাকা ৭ দিন *121*3056#
- ৫ GB ১১৪ টাকা ৭ দিন *121*3344#
- ৪ GB ১৪৮ টাকা ৭ দিন *121*3262#
- ১২ GB ১৯৮ টাকা ৭ দিন *121*3133#
- ২ GB ৯৮ টাকা ৭ দিন *121*3322#
- ৮ GB ১২৮ টাকা ৭ দিন *121*3300#
- ৩ GB ২৮৯ টাকা ৩০ দিন *121*3391#
- ৫ GB ২৯৯ টাকা ৩০ দিন *121*3458#
- ১৫ GB ৪৯৮ টাকা ৩০ দিন *121*3459#
- ২৫ GB ৬৪৯ টাকা ৩০ দিন *121*3393#
জিপি ইন্টারনেট অফার দেখার নিয়ম
এই পোস্টটি যদি অবশ্যই পড়ে থাকেন তাহলে জিপি ইন্টারনেট অফার দেখার নিয়ম অবশ্যই দেখেছেন। যেভাবে ইন্টারনেট অফার কিনতে হয় এবং ইন্টারনেট অফার দেখতে হয় তার ডায়াল কোড হল *১২১*১*৪#। ডায়াল কোডটি ব্যবহার করে আপনি জিপি ইন্টারনেট অফারের যাবতীয় অফার গুলো উপভোগ করতে পারবেন এবং পছন্দ অনুযায়ী অফার গুলো বেছে নিতে পারবেন। এবং আপনি যদি জিপি অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে সেখান থেকেও এ অফারগুলো উপভোগ করতে পারবেন।
উপরের তালিকা অনুযায়ী আকর্ষণীয় অফার গুলো বেছে নিন এবং উপভোগ করুন। আশা করি, আপনি এই সাইটে এসে বা পড়ে উপকৃত হয়েছেন। এবং নিশ্চয়ই জিপি ইন্টার্নেট বাংলাদেশ সর্বোচ্চ ইন্টারনেট স্পিড দেয়। গ্রাম গঞ্জের অবশ্য একটু সমস্যা হয় কিছু সময়ের জন্য বেশিক্ষণ না।
সর্বশেষ কথা
যখন এই অফার গুলো ব্যবহার করবেন তখন সক্রিয় করতে আপনাকে সঠিক কোড ডায়াল করতে হবে তা না হলে আপনার ভুল অফারটি চলে আসতে পারে। অন্যথায় আপনার টাকা আপনার রিচার্জ একাউন্টে যেতে পারে। সর্বশেষ কথা হচ্ছে এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আরো বিভিন্ন ধরনের পোস্ট সাইটটিতে ভিজিট করুন।