পুরান ঢাকার দর্শনীয় স্থান ও এক দিনেই দেখুন সেরা ১০ টি দর্শনীয় স্থান

অনেকে আছেন যারা পুরান ঢাকার কিছু ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলো দেখতে চান। তার জন্য আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু তথ্য নিয়ে থাকেন বা খোঁজ করে থাকেন তাদের জন্য এই পোস্টে আশা করি সকল সঠিক তথ্য পেয়ে যাবেন। পুরান ঢাকার যে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো হচ্ছে যেমন বাহাদুর শাহ পার্ক, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, রোজ গার্ডেন, রুপলাল হাউস, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, কার্জন হল, পরিবিবির মাজার ও আর্মেনীয় গির্জা। এ সকল দর্শনীয় স্থানগুলোর কিছু সংক্ষিপ্ত বর্ণনা নিচে উল্লেখ করা হলো আশা করি আপনাদের ভ্রমণ এর জন্য প্রয়োজন হবে। 

লালবাগ কেল্লা  

মুঘল সাম্রাজ্যের এই পুরাতন স্থাপনাটি পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই স্থাপনাটি ১৬৮০  সালে স্থাপিত হয়। এই সাম্রাজ্যটি স্থাপনা করেন মুঘল জুবাদার শায়েস্তা খান। পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই লালবাগ কেল্লা সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় একটি জায়গা। 

বাহাদুর শাহ পার্ক

এই জায়গাটি হচ্ছে পুরান ঢাকার সদরঘাটের লক্ষীবাজারে অবস্থিত। দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি জনপ্রিয় স্থান হলো এই বাহাদুর শাহ পার্ক। বর্তমানে এ জায়গাটি পার্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুরান ঢাকাতে গিয়ে থাকলে অবশ্যই এই জায়গাটিতে গিয়ে দর্শন করে আসবেন আশা করি ভালো লাগবে।  

আহসান মঞ্জিল

এই জায়গাটি পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শেষ হয় ১৮৭২ সালে। বর্তমানে এই জায়গাটিতে কোন জমিদার বা নবাবদের কোন বসবাস নেই, বর্তমানে এ জায়গাটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। 

তারা মসজিদ

পুরান ঢাকার বলতে গেলে ভুল হবে সারা বাংলাদেশের মধ্যে এই মসজিদটি বিখ্যাত একটি মসজিদ। এই মসজিদটি পুরান ঢাকার আরমানিটোলায় আব্দুল খয়রাত সড়কে পাশে অবস্থিত । এই মসজিদটি নির্মাণ হয় মির্জা গোলাম পীর এর আমলে তিনি মারা যাওয়ার পর এই মসজিদটি সম্পূর্ণ করেন আলী জান বেপারী। মসজিদটি এখনো ঠিক আগের মতই চকচক করে ওঠে। 

ঢাকেশ্বরী মন্দির

মন্দিরটি ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস এর দক্ষিণে ঢাকেশ্বরী সড়কের উত্তর পাশে অবস্থিত একটি প্রাচীর মন্দির যার নাম হচ্ছে ডাকেশ্বরী মন্দির। পুরান ঢাকার প্রাচীর একটি স্থাপনা বলা হয় এই ঢাকেশ্বরী মন্দির কে দর্শনীয় স্থানগুলোর মধ্যে সেরা একটি জায়গা। 

আর্মেনীয় গির্জা

খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটি পুরাতন স্থাপনা হলো এই আর্মেনিয়া গির্জা। জায়গাটি অবস্থিত পুরান ঢাকার আরমানিটোলায় যে জায়গাটি আর্মেনীয়দের একটি কবরস্থান ছিল বর্তমানে সেই  জায়গার উপর আর্মেনীয় গির্জাটি স্থাপন করা হয়েছে। এই গির্জা টি নির্মাণ করা হয় ১৭৮১ সালে। 

রোজ গার্ডেন

এই জায়গাটি বাংলাদেশের পুরাতন ঢাকার টিকাটুলি এলাকায় অবস্থিত, ঐতিহাসিক একটি স্থাপনা যা দেশে-বিদেশি সকল মানুষের জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীর ভবন। এই ভবনটিতে অনেক নাটক ও টেলিফিল্ম এর শুটিং হয়ে থাকে। জায়গাটি বেশ সুন্দর ও মনোরম পরিবেশে ঘেরা একটি জায়গা। 

রুপলাল হাউস

পুরান ঢাকার আরেকটি প্রাচীর ভবন হল এই রূপ লাল হাউস জায়গাটি অবস্থিত পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর উত্তর পাশে ফরাসগঞ্জ এলাকায়। এই ভবনটি নির্মাণ করেন বিশিষ্ট হিন্দু ব্যবসায়ী রূপলাল দাস ও রঘুনাথ দাস। বর্তমানে এই ভবনটি মালিকানাধীন নয়, বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে ভবনটি পরিচালনা হয়।। 

কার্জন হল

সৌন্দর্য ও একটি ঐতিহাসিক ভবন হিসেবে সবচেয়ে আকর্ষণীয় একটি ভবন হল এই কার্জন হল। জায়গাটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান গবেষকের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। এক কথায় বলা যায় যে দর্শনীয় স্থানগুলোর মধ্যে সেরা একটি জায়গা হলো এই কার্জন হল। 

সর্বশেষ কথাঃ 

পুরান ঢাকার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, যদি পড়ে থাকেন তাহলে আশা করি পুরান ঢাকার যে সেরা কয়টি দর্শনীয় স্থান রয়েছে সেগুলোই এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয় মানুষদের মাঝে যাতে তারা এ সকল দর্শনীয় স্থানগুলোতে যাওয়ার জন্য সহযোগিতা পায়। এরকম আরো বিভিন্ন ধরনের পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন। 

Leave a Comment