বর্তমান নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি ও কিছু বাণী

0
16
বর্তমান নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি ও কিছু বাণী

বর্তমান সময় নিয়ে এই পোস্টের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকে আছেন তারা বর্তমান সময় নিয়ে অনেক উক্তি স্ট্যাটাস ক্যাপশন গুলো খুঁজে থাকেন আশা করি এই পোষ্টের মাধ্যমে কিছু নতুন ক্যাপশন স্ট্যাটাস পেয়ে যাবেন। তাহলে আর সময় নষ্ট না করে চলুন দেখে নেই বর্তমান নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন গুলো।

বর্তমান নিয়ে উক্তি 

১. অতীতে যা হয়ে গেছে তা নিয়ে বর্তমানে না ভাবাটাই সবচেয়ে ভালো।

২. বর্তমানকে এমন ভাবে আঁকড়ে ধরো যাতে বর্তমান তোমার পিছু না ছাড়ে।

৩. কারও অতীত জানতে যেও না, কারণ অতীতে অনেকের অনেক ভুল ভ্রান্তিই হয়ে থাকে বর্তমান দেখো, বর্তমানে সে কোন অবস্থায় আছে কি করে তা দেখ।

৪. আপনি ভবিষ্যতে কি করবেন সেটা ভাবাটাই বোকামি, কারণ আপনি আজ আছেন কাল নাও থাকতে পারেন এই দুনিয়াতে। তাই যা করবেন বর্তমানেই করুন।

৫. ভবিষ্যতে কি করব, কি খাব তা নিয়ে নিজের আত্মাটাকে কষ্ট দিয়ে লাভ নেই, কারণ আজ আছি কাল নাও থাকতে পারি।

৬. আগামীকাল যা হয়েছে তা আগামীকাল হয়েছে, বর্তমানে কি হবে সেটা নিয়ে ভাবো তাতে লাভ হবে।

৭. বর্তমান সময়ের মূল্যটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তাইতো এই সময়কে অবহেলায় কাটিয়ে দেওয়া উচিত নয়।

বর্তমান নিয়ে স্ট্যাটাস

* তুমি অতীতে কি ছিলে সেটা বড় কথা নয়, বর্তমানকে আঁকড়ে ধরো এবং ভালো কিছু করার চেষ্টা করো।

* এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়, তাই বর্তমানকে সময়ের মূল্য দিতে শেখো। 

* অতীতে কি হয়েছে তা নিয়ে যদি বর্তমানে এসেও ভাবুন তাহলে ভবিষ্যতেও কিছু করা সম্ভব না

* বর্তমান সময়কে সবসময় কাজের উৎকৃষ্ট হিসেবে বিবেচনা করা উচিত তা না হলে বর্তমানের সময় কে ভবিষ্যতের কাজে লাগানো যাবে না।

* অতীতের অনেক কথাই বর্তমান সময়ের সাথে মিলে যেতে পারে, তাই বলে কি অতীতকে বর্তমানে আনা যাবে এটা কখনো সম্ভব না। বর্তমান সময়ে কি করবে সেটা নিয়ে এগিয়ে যাও।

* বর্তমান সময়কে যদি মূল্য না দেওয়া যায় তাহলে আর ভবিষ্যতে গিয়ে সময় আপনাকে মূল্য দেবে না।

* অতীতে ফেলে আসা কিছু কষ্ট বর্তমান সময়কে বিরক্ত করবে, কিন্তু তাতে বিরক্ত বোধ হওয়া যাবে না। তাহলে নিজেই অনেক পিছিয়ে যাব।

* অতীতে যেটা ছিলাম তা নিয়ে এখন আর ভাবি না, কারণ উচিত শুধু কষ্ট দিতেই জানে তাইতো বর্তমান নিয়েই বেঁচে আছি।

বর্তমান নিয়ে ক্যাপশন

> নিজেকে পরিবর্তন করা উচিত বর্তমান সময় থেকেই পরিস্থিতি যেমনই হোক না কেন।

> পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজেকে ঘুরে দাঁড়াতে হলে বর্তমান সময় থেকেই কিছু করা উচিত।

> বুঝে নিতে হবে যে অতীতের যা কিছুই হয়েছে না কেন, বর্তমান কিন্তু নিজের হাতে নিজে যা করতে যাব তা করা সম্ভব হবে।

> বর্তমান কখনো অস্থায়ী জীবনকে নিজের করে নেয় না।

> বর্তমানকে সবসময় নিজের হাতের মুঠোয় ভাবা উচিত কারণ বর্তমানে সময়টা চলে গেলে সে সময়টা অতীত হয়ে যায়।

> যে ব্যক্তি ভবিষ্যতের জন্য নিজের বর্তমানকে তুচ্ছ মনে করে, সে কখনো বর্তমান বা ভবিষ্যতে কোন সফলতা অর্জন করতে পারবে না।

> অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে বরণ করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই হল বুদ্ধিমানের কাজ।

> যখন অতীতকে বর্তমান করে ফেলো তখন ভবিষ্যতের তোমার তোমার জন্য বসে থাকে না। তাই অতীতকে অতীতের জায়গায়ই রেখে আসা উচিত, তা না হলে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না।

সর্বশেষ কথাঃ 

বর্তমান নিয়ে যে কথাগুলো তুলে ধরা হয়েছে যদি আপনারা পড়ে থাকেন তাহলে আশা করি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের সাথে। যদি এরকম আরো পোস্ট পেতে চান তাহলে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here