বড় ভাইকে নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

0
210

এই দুনিয়াতে যার বড় ভাই আছে সে হয়তো অনেক কিছুর অভাব বোঝেনি। কারণ হলো মা-বাবার পরেই একজন বড় ভাই তিনি আমাদের ছোট ছোট অনেক চাওয়া-পাওয়া গুলো আড়াল থেকেই পুরন করে থাকেন। একজন বড় ভাই থাকা মানে একটি বট গাছ থাকা, হয়তো একদিন সে পৃথক হবে কিন্তু মন থেকে কখনো পৃথক হবে না। এই পৃথিবীতে যার বড় ভাই নেই আসলে সেই বোঝে বড় ভাইয়ের অভাবটা। 

ভাইয়ের জায়গায় শুধু ভাই নিতে পারে, পৃথিবীর অন্য কেউ ভাইয়ের জায়গা নিতে পারেনা। আপনারা অনেকেই আছেন যারা বড় ভাইদের নিয়ে ফেসবুকে অনেক উক্তি, স্ট্যাটাস অনেক কিছু লিখে থাকেন। এই পোস্টের মাধ্যমে আজকে বড় ভাইকে নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কিছু কথা নিয়ে আলোচনা করা হবে। 

বড় ভাই নিয়ে উক্তি

১. কথায় আছে ভাই বড় ধন রক্তের বাঁধন, ভাইয়ের সাথে অন্য কারো সাথে তুলনা করা যায় না।

২.  একজন বড় ভাই থাকা মানে বাবার পরের স্থানকেই বলা চলে।

৩. একজন বড় ভাই হতে পারে আপনার সবচেয়ে কাছের বন্ধু।

৪. যার একজন বড় ভাই আছে সে চাইলে তার জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারবে।

৫. এই পৃথিবীতে বড় ভাই পাওয়া মানে পৃথিবীর অর্ধেকটা পাওয়া। 

৬. একজন বড় ভাই থাকা মানে একটি ব্যাংক পাওয়া। 

৭. একজন ছোট ভাই পাওয়া একজন বড় ভাইয়ের শ্রেষ্ঠ উপহার। 

৮. একজন ছোট ভাই থাকা মানে খাবার ভাগা-ভাগি করে খাওয়া। 

৯. ভাই হচ্ছে একটি বটগাছ যেমন একটি বটগাছ যেমন অনেক জায়গা জুড়ে তার ছায়া দিয়ে থাকে ঠিক তেমনি একজন বড় ভাই তাদের ছোট ভাই-বোনদের কে অনেক জায়গা জুড়ে মন প্রাণ বিলিয়ে দিয়ে থাকে।

বড় ভাই নিয়ে স্ট্যাটাস

১. আমি আজ এ পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি শুধু একমাত্র একজনের কারণেই, সেটি হলো আমার বড় ভাই।

২. ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসার চেয়ে মূল্যবান জিনিস এই পৃথিবীতে আর কোন কিছু হতে পারে না। 

৩. বড় ভাই হলো আমার কাছে স্বপ্নের মত কারণ, আমার স্বপ্নগুলো পূরণ করার একমাত্র আপনজন হলেন তিনি। 

৪. ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি পৃথক না হয় নারীর কারনে। 

৫. আপনাকে হয়তো অনেকেই ভালবাসতে পারে, আদর স্নেহ করতে পারে, কিন্তু একজন বড় ভাইয়ের মত আদর স্নেহ ভালোবাসা কেউ করতে পারবে না।

৬. এই পৃথিবীতে সবচেয়ে মধুর ও ভালোবাসার সম্পর্ক হচ্ছে ভাই বোনদের মধ্যে। 

বড় ভাইকে নিয়ে কষ্টের স্ট্যাটাস 

একজন বড় ভাই এর জায়গা অন্য নিতে পারে না বা তার জায়গায় অন্য কেউ নিতে পারে না। একজন দায়িত্ববান বড় ভাই থাকা মানে আপনার জিবনের পাওয়া সবচেয়ে বড় উপহার। তো আর দেরি না করে চলুন দেখে নেই ভাইকে নিয়ে কিছু স্ট্যাটাস।

 

> আমার জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে আমার বড় ভাই। 

> আমার সবচেয়ে বড় অভিভাবক হল আমার বড় ভাই।

> বড় ভাই এমন একটা জিনিস যে পরিবারকে সবসময় তার নিজের কাধে নিয়ে সবাইকে খুশি রাখে। 

> বড় ভাই থাকা মানেই হাজারটা আবদার। 

> একজন বড় ভাই যদি তার বোনকে যতই ভূত-পেত্নী বলে ডাকুক না কেন তার কাছে বেলা শেষে সেই সবচেয়ে আদরের জিনিস।  

> একজন বড় ভাই ছোট ভাইয়ের উপর যতই বিরক্ত হোক, কিন্তু বেলা শেষে সেই বিরক্ত টায় তার কাছে ভালো লাগে। 

> বড় ভাই হল পরিবারের একটা লাঠি, যে লাঠি মটকাবে কিন্তু ভাঙবে না। 

বড় ভাই নিয়ে ক্যাপশন

১. একজন বড় ভাই থাকা মানে, সুপারহিরো হওয়ার চেয়েও বেশি কিছু। 

২. একজন বড় ভাই থাকা মানে বাবার পরের স্থান বলা চলে। 

৩. “ভাই বড় ধন রক্তের বাঁধন” যদি সেখানে না থাকে নারীর পৃথক হওয়ার কারণ।

৪. বড় ভাই থাকা মানে ভালোবাসার আরেকটি নতুন জায়গা।

৫. একটি বড় ভাই থাকা মানে কিছু আশা করে, সে আশা পূরণ করা। 

৬. ভাইয়ের সাথে যত শত্রুতা থাক না কেন, বিপদের সময় ভাই যেন সবকিছু ভুলে বিপদের সম্মুখীন হয়।  

বড় ভাই নিয়ে কিছু কথা

একজন বড় ভাই থাকা মানে বিশাল একটি গার্ডিয়ান, যিনি আমাদেরকে সব সময় যে কোন বিপদ থেকে আড়ালে রাখে। ভাই শুধু ভাই হয় তার জায়গায় দুনিয়ায় আর কেউ আসতে পারে না। বড় ভাইয়ের প্রতি  ভালোবাসার মতো আর ভালোবাসা জায়গা পৃথিবীতে আর কোথাও নেই, কারণ সে ভালোবাসা পাওয়ার প্রাপ্য আমাদের কাছে। এ পৃথিবীতে যার একটি বড় ভাই আছে সে যে কত বড় একটি সম্পদ পেয়েছেন সেটা হয়তো সে কখনো চিন্তা করেন না।

বড় ভাইয়ের কাছে আবদার করলে সে তার জীবনের মূল্য হলেও সেটা পূরণ করার চেষ্টা করে থাকে। বড় ভাই এমনই একটা মানুষ যে কিনা নিজের চাওয়া-পাওয়া রেখে ছোট ভাই অথবা বোন দের চাওয়া পাওয়া গুলো পূরণ করার চেষ্টা করে। ভাই তো ভাই হয় তাই না, ভাইয়ের মত আপন জন হয়তো দুনিয়াতে একজনই  হয়।

সর্বশেষ কথাঃ 

বড় ভাইকে নিয়ে যা কিছুই লেখা হয়েছে যদি পড়ে থাকেন তাহলে আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবারের সাথে, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মাঝে। এবং যদি এরকম আরো বিভিন্ন ধরনের পোস্ট পেতে চান তাহলে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট হয়ে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here