আপন মানুষ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও কবিতা

0
199
আপন মানুষ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও কবিতা

আপন মানুষ নিয়ে অনেকে অনেক কথাই খুঁজে থাকেন। কেউ সুখের কথা কেউ আবার দুঃখের কথা, আবার কেউবা সফলতার কথা, আবার কেউ খুঁজে থাকেন অবহেলার কথা। আশা করি এই পোষ্টের মাধ্যমে আপন মানুষ নিয়ে নতুন কিছু উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন খুঁজে পাবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই আপন মানুষ নিয়ে উক্তি।

আপন মানুষ নিয়ে উক্তি

> আপন মানুষগুলো যখন নিজের স্বার্থ পেয়ে ভুলে যায় তখন তাদেরকে সম্পূর্ণরূপে ত্যাগ করা ছাড়া আর কোন পথ থাকে না।

> আপন মানুষগুলোর কাছ থেকে একজন কাছের মানুষ সবচেয়ে বেশি কিছু পাওয়ার অধিকার রাখে।

> আপনি যাকে সারা জীবন আপন ভেবেছেন, হয়তো একদিন দেখবেন সেই আপনার পথের কাটা হয়ে দাঁড়াবে।

> এমন কিছু সময় আছে যে কাছের মানুষগুলো যদি একটু উৎসাহ দেয় তাহলে হয়তো দুনিয়ার আর কোন পরাজয় এসে আপনাকে হারাতে পারবে না।

> আপনি হয়তো আপন মানুষ ছেড়ে অন্যকে সময় দিচ্ছেন, তাদের সাথে সময় কাটাচ্ছেন, তাদেরকে সাহায্য করছেন, এর থেকে আপনি একদিন কিছু পাবেন না অবহেলা ছাড়া।

> আপন মানুষকে সময় দিন, তার সাথে সময় কাটান, সবসময় তার পাশেই থাকেন, কিছু কিছু ছোট ছোট কাজে সাহায্য করেন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে।

> সবাই কিন্তু আপন মানুষ হতে পারে না, আপন মানুষগুলোর মন অনেক বড় হয় তারা শুধু সেক্রিফাইস করেই সারা জীবন কাটিয়ে দেয়।

> এই পৃথিবীতে হয়তো সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে, যখন আপন মানুষগুলোই ধোঁকা দিয়ে দেয়।

> পৃথিবীটা বড়ই অদ্ভুত কারণ এই দুনিয়াতে কিছু সময় আছে যে আপন মানুষগুলো ছেড়ে অনেক দূরে থাকতে হয়। হয়তো একই দুনিয়য় বসবাস কিন্তু দূরত্বটা অনেক বেড়ে যায়।

> কিছু কিছু সময় আছে যে আপন মানুষ বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু বিশ্বাস হবে না যে এটা কি তাকে ধারা সম্ভব।

 আপন মানুষ নিয়ে স্ট্যাটাস

১. আপন মানুষ আছে বলেই হয়তো বা জীবনটা এত সুখের হয়।

২. রাগ, অভিমান, ভালোবাসা শুধু আপন মানুষদের সাথে করা সম্ভব।

৩. আপন মানুষগুলোই সত্যি কারের ভালোবাসাতে জানে।

৪. আপন মানুষগুলো তাদের কষ্ট বুকে চেপে রেখেও আপনাকে সুখের হাসি দেখাতে পারে।

৫. আপন মানুষদের সাথে অভিমান করাটাও একটা ভালবাসার ধরন যা অন্য সাধারন মানুষের সাথে সম্ভব না।

৬. আপন মানুষ অভিমান করে একটা কিছু বললে তাকে হৃদয়ে গাথা যাবে না। মুচকি হাসি দিয়ে সব উড়িয়ে দিতে হবে।

৭. খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না, সেটা হারানোর পর তার যন্ত্রণা বুঝতে পারে।

৮. আপন মানুষ যে কতটা কাছের হয় তা হয়তো বোঝা যায় হারানোর পর।

আপন মানুষ নিয়ে কষ্টের স্ট্যাটাস

* আপন মানুষ একবার হারিয়ে ফেললে তাকে আর আগের মত করে ফিরে পাওয়া যায় না।

* পর মানুষে দুঃখ দিলে মেনে নেওয়া যায়, কিন্তু আপন মানুষ দুঃখ দিলে সেটা মেনে নেওয়া যায় না।

* আপন মানুষ যখন ধোকা দিয়ে দেয়, তখন নিজেকে আর এ দুনিয়াতে রাখতে ইচ্ছা হয় না।

* আপন মানুষ যদি একবার কষ্ট দেয়, তাহলে পুরো পৃথিবীর সুখ এনে ঢেলে দিলেও হয়তো সেই কষ্টের সমান হবে না।

* হয়তোবা আপন মানুষ থাকতে তার পূর্ণতা বুঝতে পারি না, কিন্তু হারিয়ে ফেলার পর ঠিকই বোঝা যায় তার যে কি যন্ত্রনা।

* কখনো আপন মানুষকে হারিয়ে ফেলার পর বোঝা যায় যে সে কত আপন ছিল। তাই আপন মানুষকে কখনো হাতছাড়া করা উচিত নয়।

* পৃথিবী ভরা দুঃখ তখনই বুকে জমা পড়ে যখন কিনা আপন মানুষ বিশ্বাসঘাতকতা করে, ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে।

* আপন মানুষগুলোর দেওয়া একটু কষ্টই মেনে নেওয়ার মত নয়, কারণ তার ধারা কখনো কোন কষ্ট আশা করা যায় না।

* তখনই বেশি কষ্ট লাগে যখন আপন মানুষগুলো নিজের থেকে অন্য কাউকে বেশি বিশ্বাস করে।

* একজন আপন মানুষের কাছ থেকে কেউ কখনো বড় কিছু আশা করে না, এমন কিছু ছোট ছোট জিনিস আছে যা পেয়ে সে মহা খুশি।

* আপনি একজন মানুষকে যতই আপন ভাবেন, সে যদি আপনাকে কিছুই না ভাবে তাহলে তা থেকে শুধু যন্ত্রণাই পেতে হবে।

আপন মানুষ নিয়ে ক্যাপশন

১. আপন মানুষকে যে হারায়, সেই বুঝে আপন মানুষ হারানোর কি বেদনা।

২. শুধু একবার বিপদে পড়ে দেখো দেখবে কে আপন কে পর।

৩. আপন মানুষের কাছ থেকে কেউ কখনো কোন কিছু আশা করে না, তার পাশে থাকাটাই সবচেয়ে বেশি জরুরী মনে করে।

৪. একজন আপন মানুষের উপর যখন বিশ্বাস নামক জিনিসটা থাকে না, তখন তাকে আর আপন করে ভাবাই যায় না।

৫. আপন মানুষের মুখ যেন পূর্ণিমা রাতের চাঁদের মত, হাজারো ভিড়ের পরেও শুধু তাকেই কেন ভালো লাগে।

৬. হাজারো ভিড়ের মাঝে যখন দেখি আপন জনের মুখ তখন আর অন্য কারো আওয়াজ শোনা যায় না এই হৃদয়ে।

৭. আপন মানুষ কখনোই আপনার বিপদ দেখে পালিয়ে যাবে না, সুখে দুঃখে সব সময় পাশে থাকবে।

৮. ভালোবাসা নামক জিনিসটা হয়তো আপন মানুষ ছাড়া কোথাও পাওয়া যায় না।

৯. একবার আপন মানুষ গুলোর মাঝে হারিয়ে দেখো, নিজেকে আর খুঁজে পাবে না।

১০. আপন মানুষের জ্বালা সেই বুঝে, যে আপন মানুষকে একবার হারিয়েছে।

সর্বশেষ কথাঃ 

আপন মানুষ নিয়ে এই প্রশ্নের মাধ্যমে যা কিছু লেখা হয়েছে যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার আপন মানুষদের মাঝে। এরকম বিভিন্ন ধরনের পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here