শ্রীমঙ্গলের দর্শনীয় স্থান ও ভ্রমণ বৃত্তান্ত

শ্রীমঙ্গলের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে এটা পুরো বিশ্বব্যাপী জুড়ে কয়েকটি দেশে এর নাম ও সুপরিচিত একটি জায়গা হিসেবে বলা চলে। যেমন চা হচ্ছে শ্রীমঙ্গলের জন্য বিখ্যাত বা চায়ের রাজধানী বলা হয় এই জায়গাটিকে । এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যেমন বনভূমি, হাওর-বিল, বিভিন্ন উপজাতিদের বসবাস, রাবার বাগান, আনারস আর অন্য কিছু। 

বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নিয়ে বিখ্যাত আমাদের এই দেশ, কিন্তু আমরা অনেকেই জানিনা কোন স্থানের কোন জিনিসগুলো কোথায় অবস্থিত। তো আজকে এই পোষ্টের মাধ্যমে শ্রীমঙ্গলের যে বিশেষ বিশেষ দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই  জায়গার  বিস্তারিত কিছু সংক্ষিপ্ত আলোচনা করা হলো। 

শ্রীমঙ্গলের দর্শনীয় স্থান সমূহ

শ্রীমঙ্গলের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সে সকল স্থানের মধ্যে রয়েছে যেমন চা রিসোর্ট ও জাদুঘর, রাবার বাগান, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, নীলকণ্ঠের সাত রঙের চা, হামহাম ঝর্ণা, বাইক্কার বিল, স্বর্ণালী ছড়া, লাউয়াছড়া উদ্যান, নয়নাভিরাম মাধবপুর লেক, সীতেশ বাবুর চিড়িয়াখানা, চা গবেষণা কেন্দ্র, পাহাড় টিলাঘেরা সবুজ চা বাগান আরো অনেক কিছু। তাহলে চলুন দেখে নেই স্থানগুলো কোথায় অবস্থিত তার সংক্ষিপ্ত আলোচনা। 

লাসুবন গিরিখাত

এই জায়গাটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ২৫ কিলোমিটার দূরে সিন্দুরখান ইউনিয়নের অবস্থিত। এই জায়গাটি ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী জায়গার কাছাকাছি এলাকা। লাসুবান গিরিখাত এই স্থানটির নাম হলেও সেখানকার স্থানীয় লোকেরা গিরিখাত চিনেন বা পরিচিত। এই জায়গাটিতে দেখতে পাবেন ছোট-বড় পাহাড়ের চূড়া বা ঝিরি।

চা জাদুঘর

শ্রীমঙ্গল কে বলা হয় চায়ের রাজধানী, এই জাদুঘরটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় কমলগঞ্জ ইউনিয়নে অবস্থিত। এই জাদুঘরের  ৪ টি কক্ষে ৪৪ টিরও বেশি স্মারক ও সংগ্রহের মাধ্যমে সাজানো হয়েছে এই চা জাদুঘর। বাংলাদেশের অনেক পুরনো একটি ঐতিহ্য এই চা, যা আজ থেকে প্রায় ১৫০ বছর আগে থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই চায়ের রপ্তানি হয়ে থাকে।

রাবার বাগান

শ্রীমঙ্গলের কয়েকটি জায়গায় রাবার বাগান রয়েছে যেমন শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নে, কুলাউরায়, হবিগঞ্জে। শ্রীমঙ্গলে রয়েছে বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের অধীনে কয়েকটি রাবার বাগান এবং বেসরকারি ভাবে এখন সবাই রাবার চাষ করে থাকে। শ্রীমঙ্গলে প্রায় অনেক জায়গায় রয়েছে রাবার বাগান, অন্যান্য দর্শনীয় স্থানে যাওয়ার সময় এই রাবার বাগান গুলো চোখে পড়ে। 

বাইক্কা বিল 

এই বিলটি শ্রীমঙ্গলের হাইল হাওরের পূর্বদিকে অবস্থিত। এই বিলটিতে রয়েছে অতিথি পাখির মেলা ও বিভিন্ন ধরনের পাখিদের আনাগোনা, পানিতে কয়েক প্রজাতির ফুল, এবং বিভিন্ন প্রজাতির মাছ। এই জায়গাটি বর্তমানে বাংলাদেশের একটি বিশেষ দর্শনীয় স্থান হিসেবে বেশ জনপ্রিয়। অনেক বছর ধরে এই বিলটিতে পাখির স্থানী অভয়াশ্রমে পরিণীতা হিসেবে রয়েছে। 

নীলকণ্ঠের সাত রঙের চা  

শ্রীমঙ্গলের বিখ্যাত একটি চা এর নাম হচ্ছে সাত রঙের চা। এই জায়গাটি শ্রীমঙ্গল শহর থেকে ৩  কিলোমিটার দূরে নীলকন্ঠ চার রাস্তার মোড় থেকে রাইফেল ব্যাটালিয়নের ক্যান্টিনে সাইটে অবস্থিত। শ্রীমঙ্গলের সাত রঙের চা শ্রীমঙ্গল যাওয়ার পর খাইনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চা বিক্রেতার নাম হচ্ছে রমেশ রাম গৌর, তিনি প্রায় ১২ বছর ধরে এই চা বিক্রি করছেন। 

লাউয়াছড়া উদ্যান

লাউয়াছড়া উদ্যান বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জাতীয় উদ্যান। এই উদ্যানটি মৌলভীবাজার জেলায় উপজেলায় বিশাল এক জায়গা নিয়ে অবস্থিত। এই উদ্যানটিতে রয়েছে বিভিন্ন ধরনের পুরনো গাছপালা, দুর্লভ প্রজাতির জীবজন্তু, কীটপতঙ্গ ও বিভিন্ন ধরনের উদ্ভিদ।  

হাম হাম জলপ্রপাত

এই জলপ্রপাতটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় রাজকান্দি ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চলে কুরমা বন বিট এলাকায় অবস্থিত। এই জলপ্রপাতটি হলো একটি ঝর্ণা, এই ঝর্ণাটির নিকটবর্তী স্থানে রয়েছে ভারতের ত্রিপুরা অঞ্চলের বর্ডার। এটি প্রাকৃতিক জলপ্রপাত এই ঝর্নাটিকে স্থানীয় বাসিন্দারা চিতা ঝর্ণা বলেও ডেকে থাকে।

সর্বশেষঃ 

এই পোষ্টের মাধ্যমে শ্রীমঙ্গলের যে বিশেষ দর্শনীয় স্থানগুলো হয়েছে আশা করি সব ধরনের দর্শনীয় স্থানগুলোর প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এরকম আরো বিভিন্ন জেলার দর্শনীয় স্থানের তথ্য জানার জন্য এই সাইটে ভিজিট করুন আশা করি সকল প্রয়োজনীয় তথ্য গুলো পেয়ে যাবেন।