সরিষা ফুল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা

সরিষা ফুল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা

শীতের সকালে শিশির ভেজা সরিষা ক্ষেতের যে চমৎকার দৃশ্য, সেই দৃশ্য গুলো শুধু গ্রাম বাংলার মানুষই বেশি উপভোগ করে থাকেন। শীতের সকালে সরিষা খেতে যে পরিবেশটা তৈরি হয় সেটা আর কোথাও পাওয়া যাবে না। এই শীতে অনেকে আছেন যারা ফেসবুক বা বিভিন্ন পেজের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে থাকেন। শীতের সকালের সরিষা ক্ষেতের ছবি দেওয়ার পর আপনারা স্ট্যাটাস গুলো খুঁজে পান না। যে কি লিখে দেওয়া যেতে পারে, এই পোস্টের মাধ্যমে নতুন কিছু আকর্ষণীয় সরিষা ফুলের উক্তি, স্ট্যাটাস বা ক্যাপশন খুঁজে পাবেন। 

অনেকে আছেন যারা সরিষা ফুল দেখতে খুব ভালোবাসেন তারা অবশ্যই ফেসবুকে সরিষা ফুল নিয়ে বিভিন্ন উক্তি, স্ট্যাটাস দিতে চান। বিশেষ করে তাদের জন্য এই পোস্টের মাধ্যমে নতুন কিছু তুলে ধরা হবে। তাহলে চলুন দেখে নেই শীতের সকালে সরিষার ফুলের যে স্ট্যাটাস, উক্তি বা কবিতা গুলো আছে তা নিয়ে নতুন কিছু আলোচনা। 

সরিষা ফুল নিয়ে উক্তি 

যদি বিভিন্ন জায়গায় সরিষা ফুল নিয়ে কোনো ভালো উক্তি খুঁজে না পান তাহলে এই পোস্টের মাধ্যমে আশা করি নতুন এবং আকর্ষণীয় উক্তি গুলো পেয়ে যাবেন।  তাহলে নিচ থেকে অবশ্যই নতুন নতুন সরিষা ফুল নিয়ে উক্তি গুলো পেয়ে যাবেন 

সরিষা ফুল নিয়ে উক্তি 

১. সরিষা ফুল হলো শীতকালের প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। 

২. মানুষ যেমন যৌবনকালে তার রূপ আকর্ষিত করে মানুষের কাছে তার সৌন্দর্য তুলে ধরে, তেমনি টাটকা ফুল ও যৌবন কালে তার সুগন্ধ আশে পাশে ছড়িয়ে দেয়। – সংগৃহীত

৩.  ফুল যেমন যত্ন ছাড়া বেশি দিন টিকতে পারেনা পচে যায়, ঠিক তেমনি মানুষ কেউ কষ্ট দিলে সে তিলে  তিলে শেষ হয়ে যায়। – সংগৃহীত

৪. সরিষা ফুল হলো ভালোবাসার মতো তাকে যত্ন করলে কিছু দিবে, অবহেলা করলে তার থেকে কিছু  আশা করা যাবে না। – সংগৃহীত

৫. জীবন হলো সেই ফুল, সে শুধু ভালোবাসার মধু। – ভিক্টর হুগো

৬. মানুষ যেমন ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না, ফুল রোদ ছাড়া ফুটতে পারে না।- ভিক্টর হুগো – ম্যাক্স

সরিষা ফুল নিয়ে স্ট্যাটাস 

অনেকে আছেন যারা ফেসবুকে এই শীতে সরিষা ফুল নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকেন। কিন্তু প্রতি বছর একই রকম স্ট্যাটাস দিয়ে ভালো লাগেনা নতুন কিছু স্ট্যাটাস দেওয়ার জন্য অনেকে খুঁজে থাকেন। আশা করি এই পোস্টের মাধ্যমে আপনি সব নতুন নতুন সরিষা ফুল নিয়ে স্ট্যাটাস খুঁজে পাবেন। 

সরিষা ফুল নিয়ে স্ট্যাটাস 

* সরিষা ফুল প্রাকৃতির এমন একটা সৌন্দর্য, যে যাবে দেখতে সেই আর চাবে না ফিরে আসতে। – সংগৃহীত

* সরিষা ফুলকে ভালবাসতে যেওনা, তাহলে তুমি সে ফুলের প্রেমে পড়ে যাবে। – সংগৃহীত

* সরিষা ফুল থেকে যেমন মৌমাছি মধু সংগ্রহ করে, মানুষ ও তেমন সরিষা ফুল সংগ্রহ করে রাখতে চায়। – সংগৃহীত

* সরিষা ফুলের জীবন বড়ই করুণ, সে আসবে প্রকৃতির সাথে লুকোচুরি খেলে আবার বিদায় নিবে। – হুমায়ুন আজাদ

* সৃষ্টিকর্তার এমন একটি সৃষ্টি সরিষা ফুল। যা প্রকৃতিকেই শুধু সৌন্দর্য বাড়ায় না, মানুষের মনের আনন্দ         ও বাড়িয়ে দেয়। – অজানা

সরিষা ফুল নিয়ে ক্যাপশন

যারা সরিষা ফুল কে অনেক ভালোবাসেন তারা সরিষা ফুল নিয়ে অনেকে অনেক ক্যাপশন দিয়ে থাকেন। কিন্তু ভালো কোন ক্যাপশন খুঁজে পান না, লেখা হয় না। আশা করি এই পোস্টের মাধ্যমে যে ক্যাপশন লেখা হবে আপনাদের ভালো লাগবে। 

সরিষা ফুল নিয়ে ক্যাপশন

#  হলুদ রুপসী তুমি, দূর-দূরান্ত জুড়ে মুগ্ধকর সৌন্দর্য তোমার, দেখি দুচোখ ভরে।  শীতের রানী তুমি, কি অপরূপ শোভা। তোমার মাঝে প্রাণের উচ্ছ্বাস আর পাইবা কোথা। – অনামিকা রায়

মন হলো সরিষা ফুলের মত, সময় হলে ঠিকই ফুটে উঠে। – স্টিফেন  রিচার্ডস

# সরষে ফুলে ভর করে মধু পানে ব্যস্ত, আমার হৃদয় জানে কতটুকু প্রেম আছে তোমার জীবনে। – সংগৃহীত

#  ঘুম হতে জেগে দেখি শিশির-ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সরষে ফুলের পাঁপড়ি নাড়ি ডাকছে মোরে তাই। – পল্লীকবি জসীমউদ্দীন

# ভোর সকালের শীতল ছোঁয়া, শিশির ভেজা ঘাসে। সূর্যের হাসি যেন মুখে এসে পড়ে।- সংগৃহীত

সরিষা ফুল নিয়ে ছন্দ

সরিষা ফুল নিয়ে ছন্দ

» প্রিয় সরষে ফুল, হলুদ রূপসী তুমি, হে সরষে ফুল তুমিই যেন আমার মনের ধূল। 

» তোমার ওই রূপটি যেন সরষে ফুলে আরও বেশি মায়াবী লাগছে। 

» মৌমাছিরা যেমন সর্ষেফুলের মধ্যে তাদের যৌবন ফিরে পায়, ঠিক তেমনি আমিও তোমার মাঝে আমাকে খুঁজে পাই। 

» সর্ষে ফুলে যেমন ভোমর তার জীবনকে রঙিন করার সুযোগ পায়, আমিও তেমনি তোমার মাঝে রঙিন করে নিতে চাই নিজেকে। 

» আমি মিশবো না সরষে ফুলের ঘ্রাণে, যদি তুমি আমায় একটু ঠাই দাও তোমার প্রাণে। 

» বড় যত্নে রেখেছি তোমায় সরষে ফুলের মত করে, তাইতো সরষে ফুলের সাথে পাল্লা দিয়ে তুমি আজ হারিয়ে দিয়েছো সরষে ফুলকেই।

সরিষা ফুল নিয়ে কবিতা

নীল দিগন্তে

 রবীন্দ্রনাথ ঠাকুর  

 নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল,

বসন্তের সৌরভের শিখা জাগল। 

 আকাশের লাগে ধাদা রবির আলোয় কি বাধা,

বুঝি ধরার কাছে আপনাকে সে মাখল।

 সরষে খেতে ফুল হয়ে তাই জাগল,

নীল দিগন্তে মোর বেদনা খানি লাগলো। 

 অনেক কালের মনের কথা জাগল ;

এলো আমার হারিয়ে যাওয়া,

কোন ফাগুনের পাগল হওয়া। 

 বুঝি এই ফাগুনে আমাকে সে মাখল,

সরষে খেতে ঢেউ হয়ে তাই জাগল। 

সরিষা ফুল নিয়ে প্রেমের কবিতা

সরিষার ফুল

মোঃ বুলবুল হোসেন

জানিনা কোন মিছে মায়ার,

মন ছুটে যায় বারে বারে। 

আমার সরিষা ক্ষেতের ধারে,

প্রকৃতির সৌন্দর্য আছে ভরে। 

এই মনটা নিয়েছে কেড়ে,

সরিষা ফুলের সুগন্ধ প্রাণে।

মৌমাছি মধু সংগ্রহ করে ফুলে,

পাগল করেছে তাদের মিষ্টি গানএ। 

মন চায় থাকি আরো কিছুক্ষণ,

এই অপরূপ সৌন্দর্যের মাঝে।

মাঠের পর মাঠ সৌন্দর্য আছে ভরে, 

তাই আমার খুশিতে মন সাজে। 

এদের নেই কোন সার্থকতা,

বিলিয়ে দেয় আপন মনে।

তাদের অপরূপ সৌন্দর্য আমরা,

উপভোগ করছি আপন প্রাণে।

সরিষা ফুল নিয়ে রোমান্টিক কবিতা  

সরষে ও মৌমাছি 

আলাউদ্দিন হোসেন

প্রকৃতি জুড়ে হলদে ফুল ;

মৌমাছিদের মেলা নাচে গানে।

মুখরিত কাটে সারাবেলা,

হলুদ রঙের ছোঁয়া লাগা পল্লী সকল মাঠ। 

মনের সুখে উড়া-উড়ির মৌমাছিদের হাট ; 

হলদে ফুলে মাখামাখি মৌমাছিরা হাসে।

ফুলের ঘ্রানে আকাশ প্রাণে ভাসে,

সরষে ফুলের রং লেগেছে ;

হলদে মাখে হাসির মুখর গানে।

প্রজাপতির মিতালিতে মৌমাছিদের মেলা,

চোখজুড়ানো প্রান্তর হলদে সারাবেলা ;

রাশি হলদে রং লেগেছে বেশ দিবানিশি। 

সর্বশেষ কথা

আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনারা সরিষা ফুল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা লেখাগুলো অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করতে পারেন।