শুভ জন্মদিন স্ট্যাটাস, মেসেজ, শুভেচ্ছা, উক্তি ও কবিতা

0
7

শুভ জন্মদিন উপলক্ষে আমরা অনেকেই বন্ধু-বান্ধব, ভাই বোন, বাবা মা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক স্ট্যাটাস, মেসেজ, উক্তি, কবিতা খুঁজে থাকি। বর্তমান সময়ে আমরা সবাই ফেসবুক বা ইনস্টাগ্রামে সবাইকে শুভেচ্ছা জানিয়ে থাকি। আশা করি এই পোষ্টের মাধ্যমে  শুভ জন্মদিন উপলক্ষে কিছু নতুন স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, শুভেচ্ছা ও মেসেজ পেয়ে যাবেন। 

শুভ জন্মদিন স্ট্যাটাস

১. জন্মদিন হল জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটি, এই দিনটাতে আনন্দ সবার সাথে ভাগাভাগি করা। 

২. আজকের এই শুভ জন্মদিনে ভুলে যাও সব অতীতের দুঃখগুলি আর সুখকে নাও জীবনের সঙ্গী করে। 

৩. নতুন সকাল, নতুন দিন, কেটে যাক এভাবে সারা জীবন, এই বলে তোমায় জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা।

৪. ওই দূর আকাশের চাঁদটাও যেন আজ তোমার কাছে ঋণী হয়ে আছে, তুমি সারা জীবন এমন ভাবে ঝলমল করে যাও। শুভ জন্মদিন প্রিয়… 

৫. শুভ জন্মদিন প্রিয়,,,,, আমার অনেক ভালোবাসা রইলো তোমার এই বিশেষ দিনটিতে, আমার অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা নেই,,,,, শুভ জন্মদিন আমার ভালোবাসা। 

৬. তোমার সেই প্রিয় রেস্টুরেন্টে বসে আছি তোমার জন্য কেক নিয়ে, শুভ জন্মদিন প্রিয়। 

৭. সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই যে তোমার আমার এই বিশেষ দিনটিকে ফিরিয়ে দেওয়ার জন্য,,,, শুভ জন্মদিন আমার জান পাখি। 

৮ বন্ধুত্বের মধ্যে রয়েছে হয়তো জন্মদিনের কিছু স্মৃতি এক ফ্রেমে বন্দি করা, বন্ধু তুমি সারা জীবন এমন হাসি খুশি থাকো এই কামনাই করি,,,,, শুভ জন্মদিন প্রিয় বন্ধু। 

শুভ জন্মদিন প্রিয়

> শুভ জন্মদিনের শুভেচ্ছা আশা করি ভালো আছো, প্রীতি ও ভালোবাসা পৌঁছাবে তোমার কাছে। 

> শুভ জন্মদিন প্রিয়, তোমার প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে কাটুক। 

> আনন্দ উল্লাসে কাটে যেন তোমার জীবন সর্বদা, শুভ জন্মদিন। 

> আজকের এই বিশেষ দিনে ভালবেসে জানাই তোমায় শুভ জন্মদিন। 

> আজ তোমার শুভ জন্মদিন, সর্বদা থাকে যেন তোমার মন এমন রঙিন। 

> তুমি আমার জীবনে আরেকটি বছর শুরু করতে যাচ্ছ, সব ব্যথা ভুলে আনন্দের জীবন শুরু করো শুভ জন্মদিন প্রিয়। 

> তোমার এই বিশেষ দিনে এই কামনাই করি, আনন্দে ভরে উঠুক তোমার জীবন এবং সুখে থাকো সারা জীবন। 

শুভ জন্মদিন মেসেজ

১. তোমার প্রতিটি দিন যেন শুরু হয় আজকের এই দিনটার মত, এই বলে তোমায় পাঠালাম শুভ জন্মদিনের এসএমএস। 

২. তোমায় ভাবতে ভাবতে হয় না যেন এই দিন শেষ চিরদিন থাকুক এই দিনের মতো, শুভ জন্মদিন তোমায় পাঠালাম এই মেসেজ। 

৩. ফিরে আসুক এই দিনটি, যেদিনে তোমার মুখের হাসি বড্ড ভালোবাসি। শুভ জন্মদিন তোমায় পাঠালাম মেসেজ।

৪. আরেকটি বছর ফুরিয়ে চলে এলো বন্ধু তোমার জন্মদিন, শুভ হোক তোমার প্রতিটি দিন। শুভ জন্মদিনের মেসেজ। 

৫. সবাই তো ফুল দিয়ে উইশ করে আবার কেউবা কিছু উপহার দিয়ে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানায়। আমি না হয় এসএমএস দিয়েই তোমাকে বললাম শুভ জন্মদিন। 

৬. সবাই হয়তো কিছু না কিছু দিয়ে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়, কিন্তু আমি কিছু দিতে পারলাম না শুধু এটুকুই বলতে চাই এসএমএস এর মাধ্যমে শুভ জন্মদিন প্রিয় তোমার প্রতিটি মুহূর্ত কাটুক আনন্দে। 

শুভ জন্মদিন শুভেচ্ছা

* চিরদিন থাকো এই দিনটির মতো হাসি খুশি ও আনন্দময়, তোমাকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। 

* আজ আমার ছেলের শুভ জন্মদিন, তুই যেখানেই থাকিস না কেন বাবা আমার এই অন্তরে অন্তরস্থল থেকে

* একজন মা হয়তো একটি সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, সেই ভালোবাসা থেকে একটু কুড়িয়ে এনে * তোমাকে জানালাম শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। 

* আজ তোমার জন্মদিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন। এই বলে জানাই জন্মদিনের শুভেচ্ছা। 

* তুমি তারার মত সারা জীবন এমন ঝলমলে করে ওঠে, আমি এই কামনাই করি। তোমার জন্মদিনের শুভেচ্ছয়। 

* পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার কারনেই পাওয়া আজকের এই দিনটিতে তাই তোমাকে বিলিয়ে দিতে চাই। এই বলে তোমায় জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা। 

শুভ জন্মদিন কবিতা

শুভ জন্মদিনের রোমান্টিক কবিতা

আজ ১২ টায় তোমার নতুন বছর শুরু,

চোখটি মেলে চেয়ে দেখো আরো একটি বছর শেষ। 

আজকের এই দিনে হয়ে ওঠো আরও নবীন,

ভালোবেসে তোমায় জানাই শুভ জন্মদিন;

ভুলে যাও সব অতীতের দুঃখগুলো,

আজ তোমার জন্মদিন নতুন করে শুরু করো;

মুছে দিয়ে সব ক্লান্তির ঋণ। 

জন্মদিনের দিব তোমার উপহার,

বাংলায় নাও ভালোবাসা উর্দুতে নাও মহব্বত। 

আকাশে অনেক তারা চাঁদ দিচ্ছে আলো,

জন্মদিনে যেন তুমিও হয়েছ তেমনি আলোকিত। 

শুভেচ্ছা তোমায় ভালো থেকো আজকে তোমার জন্মদিন,

জন্মদিন করে অন্যকে খুশিতে মাতিয়ে রাখো; 

আজকে তোমার জন্মদিন মনের মতো হোক রঙিন,

সুখ যেন না কখনো শেষ হয়, সুখে থাকো চিরকাল।

 

জন্মদিনের কবিতা

তোমার জন্য ফুটেছে পৃথিবীর সব গোলাপ ফুল,

তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ। 

আলোকিত হয়ে তুমি আলোকিত করেছো পৃথিবী,

এই প্রিয় দিনটিতে তুমি এসেছ এই পৃথিবীতে। 

সুখের হোক আরো সুন্দর উজ্জ্বল দিন,

শুভ জন্মদিন আমার ভালোবাসা। 

তোমার জন্যই হয়তো এই রোদেলা স্বপ্ন সকাল,

শুধু তোমারই জন্য হয়তো বা আমার এই জীবন।

তোমার কারনেই আজ আমি বেঁচে আছি এই পৃথিবীতে, 

ভালোবাসা নিয়ে তুমি, ভালোবাসো সকল সৃষ্টিকে। 

তোমার জন্মদিনে আজ আমি হয়তো কিছু দিতে পারলাম না,

কিন্তু তুমি আমার জীবনের সমস্ত কিছুর আশা ভরসা। 

তোমার এই দিনটিতে হয়তো আজ আমি পাশে নেই,

তোমার জন্মদিনের শুভেচ্ছা হয়তো দূরে থেকেই দিতে হলো । 

তুমি এই পৃথিবীতে এই প্রিয় দিনটিতে এসেছিলে,

আজ কতটা বছর দিলে পার করে আমার সাথে;

শুভ হোক তোমার জীবন আমার সাথে, 

সারাটি জীবন একসাথে কাটানো দিনগুলি। 

সর্বশেষ কথা

 শুভ জন্মদিন উপলক্ষে যে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ও মেসেজগুলো তুলে ধরা হয়েছে যদি পড়ে থাকেন আশা করি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য কেউ এই পোস্টটি খুব সহজেই পেয়ে যায়। এরকম আরো অনেক পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি আরো অনেক প্রয়োজনীয় পোস্ট হয়ে যাবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here