স্বপ্ন নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা

এই পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে স্বপ্ন দেখেনা, স্বপ্ন সবাই দেখে স্বপ্ন থেকেই মানুষ একদিন সফলতা অর্জন করে। আমরা সবাই স্বপ্ন দেখি, অনেকে আছি  স্বপ্ন নিয়ে উক্তি ও স্ট্যাটাস দিয়ে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই পোস্টের মাধ্যমে দারুন কিছু স্বপ্ন নিয়ে উক্তি ও স্ট্যাটাস লেখা হবে আশা করি সবার ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে স্বপ্ন নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন দেখে নেই। 

স্বপ্ন নিয়ে উক্তি 

স্বপ্ন নিয়ে কিছু সফল মানুষ ও কিছু জ্ঞানী লোকের উক্তি তুলে ধরা হলো এই পোস্টের মাধ্যমে। অনেকে অনেক উক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন আশা করি কিছু ভালো স্ট্যাটাস গুলো পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেই স্বপ্ন নিয়ে কিছু সেরা উক্তি গুলো।   

১. যদি তুমি কিছু অর্জন করতে চাও, তাহলে আজ থেকে স্বপ্ন দেখা শুরু করো। – জোহান গথে

২. অন্যের স্বপ্ন দুর্বল হলেও, নিজে কখনো ছোট করে স্বপ্ন দেখো না। – মায়ে জেমিসন

৩. স্বপ্ন কখনো বয়স দেখে কারো পিছে ছুটে না, সেটা যে কারো মাঝে অবস্থান করতে পারে। – সংগৃহীত

৪. আসলে ভবিষ্যৎ তাদের হাতেই, যারা স্বপ্ন দেখা কখনো ছাড়ে না। – সংগৃহীত

৫. স্বপ্ন দেখে ব্যর্থ হওয়া অবশ্যই ভালো কিছু নয়, কিন্তু যে কখনো স্বপ্ন দেখেনা সে কখনো ব্যর্থ ও হতে পারবেনা। – সংগৃহীত

৬. স্বপ্ন কখনো ছোট করে দেখা উচিত নয়, স্বপ্ন সব সময় বড় করে দেখা উচিত। – সংগৃহীত

৭. ব্যর্থতার ভয় পেয়ে স্বপ্ন দেখা ছেড়ে দিও না, পারলে স্বপ্ন আরো বড় করে দেখো। – সংগৃহীত

৮. যদি নিজের দায়িত্ব নিজের কাঁধে পরে, তবে নিজের চেষ্টায় নিজের স্বপ্নপূরণ সহজ করে নেওয়া যায়। – সংগৃহীত

৯. বেশিরভাগ ক্ষেত্রে তারাই সফল হতে পারে, যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে। – সংগৃহীত

স্বপ্ন নিয়ে ইসলামিক উক্তি

 

* স্বপ্ন কখনো মিথ্যা হয় না, কিছু স্বপ্নের মানুষগুলো মিথ্যা হয়। 

* ইচ্ছেগুলো যদি হয় পবিত্র, তাহলে অবশ্যই একদিন স্বপ্ন পূরণ হবে।

* মহান রাব্বুল আলামিন এর উপর বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ স্বপ্ন একদিন পূরণ হবে। 

* স্বপ্ন দেখা ভালো, তবে দুনিয়াবী কিছু স্বপ্ন নিজেকে ধ্বংস করে দেয়। 

* নিজের উপর ভরসা রাখার আগে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন এবং নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে সঠিক উদ্দেশ্য নিয়ে পরিশ্রম করুন স্বপ্ন একদিন আপনা আপনি পূরণ হবে। 

স্বপ্ন নিয়ে ক্যাপশন

অনেকে আছেন স্বপ্ন নিয়ে ক্যাপশন দিয়ে থাকেন কিন্তু ক্যাপশন দেওয়ার মত কিছু খুঁজে পান না, পরবর্তীতে আর ক্যাপশন গুলো দেওয়া হয় না। আশা করি এই পোষ্টের মাধ্যমে কিছু নতুন ক্যাপশন খুঁজে পাবেন ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য। 

১. একটি মানুষের জীবনের যাত্রা স্বপ্ন দিয়েই শুরু হয়। 

২. স্বপ্নকে স্বপ্নের মতো করে দেখনা, স্বপ্নকে নিজের জীবনের পরিকল্পনা হিসেবে দেখো তাহলে সফলতা আসবেই। 

৩. যদি তুমি স্বপ্ন দেখতে জানো, তাহলে তুমি অবশ্যই স্বপ্নপূরণ করতেও পারবে। 

৪. অসম্ভব কিছু নিয়ে স্বপ্ন বানাও, স্বপ্ন একদিন পূরণ হবেই।

৫. মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে সেটা স্বপ্ন নয়, ঘুম কে কেড়ে নিয়ে যে স্বপ্ন দেখায় সেটাই হলো স্বপ্ন। 

৬. মানুষ যখন সফলতার স্বপ্ন দেখে, তখন কিছু লোক তাকে বাধা দেওয়ার জন্য তার পিছু লেগে থাকে। 

৭. স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে থাকতে হবে সাহস ও অক্লান্ত পরিশ্রম। 

স্বপ্ন নিয়ে স্ট্যাটাস

অনেকেই আছেন যারা ফেসবুকে যে কোন কিছু নিয়ে স্ট্যাটাস দিতে ভালোবাসেন। যারা স্বপ্ন নিয়ে ফেসবুক স্ট্যাটাস খুঁজছেন ফেসবুকে দেওয়ার জন্য আশা করি এই পোস্টের মাধ্যমে স্বপ্ন নিয়ে কিছু নতুন স্ট্যাটাস পেয়ে যাবেন । স্বপ্ন নিয়ে কিছু নতুন স্ট্যাটাস সংগ্রহ করা হয়েছে আশা করি ভালো লাগবে।

* জীবনের লক্ষ্য ঠিক রাখলে, স্বপ্ন একদিন পূরণ হবেই।

* স্বপ্ন কিছুটা পাতার মতো, যেমন কিছু স্বপ্ন অকালে ঝরে পড়ে যায়। 

* মৃত্যু শুধু মানুষের নয়, কিছু মৃত্যু স্বপ্নের ও হয়। 

* কিছু স্বপ্ন ভেঙে যায়, কিছু আপন লোককে  খুশি করাতে গিয়ে।

* স্বপ্ন দেখা খুবই সহজ, কিন্তু তা পূরণ করা সবার পক্ষে সম্ভব হয় না।

* নিজের লক্ষ্য ঠিক রাখলে, স্বপ্ন কখনো বেইমানি করবে না বরংচ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।  

* স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণ করা সবার পক্ষে সম্ভব হয় না। 

* এমন কিছু নিয়ে স্বপ্ন দেখা উচিত নয়, যেটা কখনো নিজের দ্বারা সম্ভব না। 

স্বপ্ন নিয়ে গল্প

অনেক দূরে কোথায় যেন দেখেছিলাম কি যেন স্বপ্ন ঠিক মনে পড়ছে না। এমন হয়ে গেছে স্বপ্ন দেখতে দেখতে এখন আর জীবন চলছে না আর কতকাল দেখব স্বপ্ন, দেখতে দেখতেই জীবন শেষ হয়ে গেল। অনেক দূর থেকে হঠাৎ কান্নার ডাক শুনতে পেলাম, কে যেন ডাকছে। এদিকে হারিয়ে ফেলেছি ব্যস্ত হয়ে পড়েছি কে কার ডাকে কে বা সাড়া দেয়।

এই কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না নিজেকে কে যেন বারবার ডাকছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ঠিক যেন স্বপ্নের গল্পের মত, স্বপ্নে যেন কে ডেকে যাচ্ছে আমায়, শুধু শুনে যাচ্ছি কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না। স্বপ্ন বার বার দেখি কিন্তু আজকের মত এমন আজব অন্য কোন দিন লাগেনি আমার । কেমন জানি মনে হচ্ছে সব স্মৃতির স্বপ্নগুলো আজ বদলে যাবে স্মৃতির পাতায়।

স্বপ্ন নিয়ে কিছু কথা

এই দুনিয়ার সব মানুষ মনে হয় স্বপ্ন নিয়েই বেঁচে আছে। স্বপ্ন দেখে মানুষ তার জীবনের সফল কিছু গল্পগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য আবার কেউ স্বপ্ন দেখে নিজের ব্যর্থ জীবন নিয়ে, আবার কেউ স্বপ্ন দেখে ভবিষ্যতের কল্পনা করার জন্য। কিন্তু স্বপ্ন সবাই দেখে স্বপ্নহীন মানুষ এই পৃথিবীতে হয়তো বা কোথাও নেই। হ্যাঁ স্বপ্ন আমিও দেখি কিন্তু স্বপ্ন পূরণ হওয়া অব্দি বেঁচে থাকব কিনা তাই তো জানা নেই। 

যদি স্বপ্নগুলো এখনই সত্যি হতো তাহলে জীবনে আর কিছু পাওয়ার থাকতো না। অনেকে তার স্বপ্ন পূরণ করতে অন্যদের অধীনে কাজের পিছনে ছুটে স্বপ্নগুলো একদিন ঠিকই সত্যি করে নেবে। কিন্তু যে ব্যক্তির স্বপ্ন দেখে কিন্তু ভবিষ্যতের জন্য কোন কিছু করে না তার স্বপ্ন দেখাটাই বৃথা। 

সর্বশেষ কথাঃ

স্বপ্ন নিয়ে যে কথাগুলো লেখা হয়েছে, যদি পরে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন পেতে এই সাইটে ভিজিট করুন আশা করি আরো ভালো কিছু অজানা তথ্য পেয়ে যাবেন।