শেষ বিকেল নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা

বিকেল বেলাকে উপভোগ করার মত সময় হয়তোবা অন্য কোন সময় পাওয়া যায় না। বিকেল বেলাকে সবাই গভীরভাবে নীরব হয়ে উপভোগ করে থাকে। তাই অনেকে আছেন যারা বিকেল  নিয়ে উক্তি, বিকেল নিয়ে স্ট্যাটাস, বিকেল নিয়ে ক্যাপশন, বিকেল নিয়ে কবিতা খুঁজে থাকেন। তাদের জন্য এই পোস্টের মাধ্যমে বিকেল নিয়ে কিছু উক্তি স্ট্যাটাস ক্যাপশন তুলে ধরব আশা করি ভালো লাগবে। তাহলে আর দেরি না করে দেখে নিন বিকেল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা গুলো। 

শেষ বিকেল নিয়ে উক্তি

১. আমি তোমার শেষ বিকেলের আলো হতে চাই, লাল সূর্যের মত। 

২. মেঘলা পাহাড়ে নামছে শেষ বিকেলের মিষ্টি রোদ, কখন সন্ধ্যা হলো বুঝতেই পারলাম না। 

৩. শেষ বিকেলের সময়টুকু তোমাকে দিলাম, যত্ন করে রেখে দিও। 

৪. সারাদিন ফুরিয়ে যখন শেষ বিকেল চলে আসে তখন বারবার শুধু তোমার কথাই মনে পড়ে। 

৫. শেষ বিকেলের আলোতে এসো না আর ফিরে, আমি না হয় খুজে নিব রাতের অন্ধকারে। 

৬. শেষ বিকেলের পাখির কিচিরমিচির এ আমি খুঁজে পাই তোমার হারিয়ে যাওয়া সেই স্মৃতিগুলো। 

৭. সারাদিন পরিশ্রম করে শেষ বিকেলে বাসায় যখন দেখি তোমার মুখখানা, সারাদিনের পরিশ্রম যেন এক মিনিষেই শান্ত হয়ে যায়। 

শেষ বিকেল নিয়ে স্ট্যাটাস

* শেষ বিকেলের আলোয় তোমার জন্য এনেছি কিছু স্মৃতি রেখে দিতে পারো।  

* বিকেলের এই শেষ সময়টা যেন প্রতিদিন তোমার সাথেই কাটিয়ে দিতে পারি। 

* এই বিকেলের শেষ আলোতে গোধূলি ছায়ায় তোমার সাথে হারিয়ে যেতে চাই বহুদূর। 

* এই শেষ বিকেলের আলোয় কিছু স্বপ্ন কুড়িয়ে আনতে চাই তোমার জন্য তুমি কি তা গ্রহণ করবে। 

* এই শেষ বিকেলের  ক্লান্ত মুহূর্ত যেন ডেকে বলে, ওরে আমি আর পারছি না আমার এখন যেতে দে। 

* এই শেষ বিকেলের মেঘলা আকাশে আসছে ধেয়ে কালবৈশাখী ঝড়, বন্ধু আমার আসছে কতদিন পর। 

* শেষ বিকেল শেষে নেমে এসেছে সন্ধ্যা, সেই সন্ধ্যায় নীলু মামার চায়ের দোকানের দুধ চা খাওয়ার সময় চলে এলো, ওরে চল তোরা। 

শেষ বিকেলের ক্যাপশন 

> চলোনা একটু শেষ বিকেলে ঘুরে আসি ওই দূরে, যেখানে শুধু তুমি আর আমি। 

> শেষ বিকেলের শান্ত আলো এসে পড়ে যখন তোমার চোখে, আমি যেন হারিয়ে যাই এক অন্য জগতে। 

> বিকেল মানেই উড়ন্ত মন ডাকে নদীর পাড় ফুটবল আর ক্রিকেট খেলার মাঠ। 

> শেষ বিকেল মানেই আকাশের দিকে তাকিয়ে মনের কিছু আনন্দ কুড়ানো। 

> বন্ধু তোদের সাথে সোনালী রোদে কাটানো সেই মুহূর্ত গুলো মনে হলে আজও চোখে জল চলে আসে। 

> শেষ বিকেল আমায় ডেকে বলে “ওগো সুন্দরী বলোনা তুমি কার”, তুমি কি আমার হতে চাও।  

বিকেল নিয়ে ক্যাপশন 

১. তোমার ওই ব্যস্ত বিকেল বেলায় তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই একটু শান্ত শহরে । 

২. চলনা এই বিকেলটা দুজনে দূরে কোথাও গিয়ে একটু উপভোগ করে আসি। 

৩. বিকেলের সেই মায়াবী আলো মনে-প্রাণে এক অন্যরকম আমেজ, হারিয়ে যেতে মন চায় অনেক দূর। 

৪. বিকেল বেলার সেই মিষ্টি রোদে, তোমার সেই মিষ্টি হাসি মন-প্রাণ ছুঁয়ে যায় আমার। 

৫. বিকেল বেলার সেই শিশির ভেজা সরষে খেতে তোমার সাথে হাত ধরে যেতে চাই বহুদূর। 

৬. ওগো সোনা ঝরা সেই বিকেল বেলা, তোমাকে আর খুঁজে পাই না সেই বাল্যকালের মত। 

৭. আহা কত মধুর বিকেলবেলা কেটে যেত খেলতে খেলতে, সেই বিকেল বেলা যেন আর কোনদিন আসবে না ফিরে। 

শেষ বিকেল নিয়ে কবিতা

শেষ বিকেল

দেবাশীষ ঘোষ

শেষ বিকেলের হলুদ আলোয় আকাশে বাড়ে ধীরে ;

সরলরেখায় আলোক নামে মেঘের ফাটল ঘিরে।

সূর্য ভাসে সোনার বেলায় ;

অস্তাচলের দিকে পানের দায়। 

হারাতে চায় আলোয় মোরা,

রাতের অন্ধকারে ;

তোমার চোখে নীরব ব্যথার অশ্রুকণা ঘিরে। 

কৃষ্ণচূড়ার আগুন রঙে দিগন্তে সব লাল,

নীল আকাশের খোলা খামে। 

মেঘের সাথে চুক্তি করে,

কালচে সুদর গভীর চোখে ;

ঝাপসা চাঁদের ছুঁয়ে যাওয়া,

মনের আড়ালে তোমায় খুজে পাওয়া,

আমার সুরে তোমায় দিলাম অনন্ত সকাল।

ইচ্ছে

রাব্বি আহমেদ

এই বিকেল বেলায় আকাশ মেতেছে নীলিমার খেলায়,

মেঘেরা সব ভেসে বেড়ায় স্বপ্নের বেলায়। 

ইচ্ছেরা সব আকাশ ছুঁয়ে ডাকে ইশারায়,

বিকেলবেলায় তেপান্তরে মাঠে তাই মন ছুঁয়ে যায়। 

ইচ্ছে করে মিশে যাই সুদূর কল্পনাতে,

রঙিন পৃথিবী যেখানে হাত বাড়িয়ে ডাকে। 

ইচ্ছে আমার বিকেলটাকে একটু ছুয়ে থাকি, 

মেঘের গায়ে আলতো পায়ে রঙিন ছবি আঁকি। 

ইচ্ছে আমার বিকেল বেলায় পাখির সাথে একটু ডানা মেলি,

দূরের পথে হারিয়ে যেতে শুনবো না আর মানা।

বৃষ্টি হয়ে আকাশ থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়ি

ইচ্ছে করে স্বপ্নটাকে মনের মাঝে আঁকি। 

সর্বশেষ কথা

এই পোস্টটি যদি পড়ে থাকেন তাহলে আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার আপন মানুষদের মাঝে। এরকম আরো পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।