আপনারা যারা রবি ইমু প্যাক ব্যবহার করে থাকেন অথবা একজন রবি অপারেটরের প্রিয় গ্রাহক, তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। এই পোষ্টের মাধ্যমে রবির সকল ধরনের ইন্টারনেট অফার পেয়ে যাবেন। এই পোস্টের মাধ্যমে কিভাবে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হয়, কিভাবে ইমু অফার চেক করতে হয় বা কিভাবে ডায়াল করে প্যাক গুলো কিনতে হয় যাবতীয় সব সম্পর্কে জানতে পারবেন।
যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি আশা করি রবির ইমু প্যাক এর সকল তথ্য খুব সহজেই বুঝতে পারবেন এবং নিজেই এগুলো কিনতে পারবেন। তাহলে চলুন দেখে নেই রবি ইমু প্যাক এর যে সকল অফারগুলো আছে সে সকল অফার গুলোর তথ্যগুলো।
রবির সকল ইমু অফার
রবি অপারেটরের যে সকল ইমু অফার গুলো আছে, একেক অফারের জন্য একেক মেয়াদ, এমবি এবং রিচার্জ ব্যালেন্স। যে যার সুবিধা অনুযায়ী প্যাক গুলো ব্যবহার করতে পারবেন। রবি অপারেটর তাদের গ্রাহকদের জন্য স্বল্প মূল্যে বেশি মেয়াদে খুব ভালো অফার দিয়ে থাকেন। বর্তমানে রবি অপারেটরের নেটওয়ার্ক স্কেল খুবই শক্তিশালী তা রবি গ্রাহকরা ভালো করেই জানেন। তাহলে চলুন দেখে নেই রবির সকল ইমু অফার এর প্যাকেজ গুলো।
১০ টাকায় ১০০ এমবি
- রিচার্জ ১০ টাকা।
- অফার ১০০ এমবি।
- অফারটির মেয়াদ ৩ দিন।
- অফারটি কেনার ডায়াল কোড *১২৩*০০১০#।
২০ টাকায় ৩৫০ এমবি
- রিচার্জ ২০ টাকা।
- অফার ৩৫০ এমবি।
- অফারটির মেয়াদ ৭ দিন।
- অফারটি কেনার ডায়াল কোড *১২৩*৫৬#।
৪০০ এমবি ২৫ টাকায়
- রিচার্জ ২৫ টাকা।
- অফার ৪০০ এমবি।
- অফারটির মেয়াদ ২৮ দিন।
- অফারটি কেনার ডায়াল কোড *১২৩*৫৬#।
১ জিবি ৫৫ টাকায়
- রিচার্জ ৫৫ টাকা।
- অফার ১ জিবি।
- অফারটির মেয়াদ ২৮ দিন।
- অফারটি কেনার ডায়াল কোড *১২৩*০৫৬#।
ইমু অফারের যে সকল অফার গুলো আছে সে সকল অফারের ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *১২৩*৩*৫#।
রবি অফার এর কিছু শর্তাবলী
> এই প্যাকগুলো ব্যবহার করার সময় মোবাইলে বেশি রিচার্জ রাখা যাবে না। > প্যাকটি ব্যবহার করার জন্য অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স রাখতে হবে। > অফারটি চলাকালীন যত খুশি ততবার অফার গুলো ব্যবহার করা যাবে। > অফার গুলো অ্যাক্টিভ হওয়ার পর এসএমএস আসার পর থেকে অফার গুলোর মেয়াদ চালু হবে। > এর অফার গুলো শুধু ইমু অ্যাপ ব্যবহার করার জন্য।
আশা করি পোস্টটি পড়ে অবশ্যই আপনারা অফার গুলো কিনতে পারবেন। এই পোস্টটি পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রবি ব্যবহারকারী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অন্যান্য আরো সিমের অফার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।