আজকে এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে Realme Narzo 50i এই মোবাইলটির যাবতীয় সম্পর্কে কিছু তথ্য দেওয়া হবে। এই ফোনটি রিলিজ হয় ২০২১ সালে কিন্তু বাংলাদেশে তখন এই ফোনটি ছিল না। কিছুদিন পর অবশ্য আমাদের বাংলাদেশে রিলিজ দেওয়া হয় বা আমদানি করা হয়। তো আজকে আমরা জানবো Realme Narzo 50i কিছু অজানা তথ্য যা শুনলে হয়তো বা আপনারা ওই ফোনটি কিনতে চাইবেন। তাহলে চলুন দেখে নেই Realme Narzo 50i এর যাবতীয় তথ্য।
Realme Narzo 50i এর দাম কত
Realme Narzo 50i এই মোবাইলটির রেম ও রম ৪/৬৪। এই ফোনটির মধ্যে রয়েছে ডুয়েল 2G,3G,4G, Votle, Wi-Fi সাপোর্ট সিস্টেম। মোবাইলটির ওজন হচ্ছে ১৯৫ গ্রাম। এই ফোনটির বাংলাদেশের বর্তমান মূল্য হচ্ছে ১১,০৯০ টাকা।
Realme Narzo 50i এর ব্যাটারি সিস্টেম
Realme Narzo 50i এই ফোনটির ব্যাটারি সিস্টেম হল 5000 mah. এতে নন-রিমুভাল ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে রিজার্ভ চার্জিং এর সিস্টেম রয়েছে।
Realme Narzo 50i এর ডিসপ্লে
Realme Narzo 50i এর মোবাইলটির ডিসপ্লে সাইজ হলো ৬.৫। ফোনটি দেখতে খুবই ভালো লাগে।
Realme Narzo 50i ক্যামেরা কোয়ালিটি
Realme Narzo 50i এই ফোনটির মেইন ক্যামেরা হচ্ছে ৮ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হল ৫ মেগাপিক্সেল এবং এর রেসুলেশন সিস্টেম 720x 1600 । এই ফোনটির যে দুটি ক্যামেরা রয়েছে, সেই দুইটি ক্যামেরা দিয়েই 1080p ভিডিও রেকর্ড করা যায়।
Realme Narzo 50i এর প্রসেসর ও স্টোরেজ
Realme Narzo 50i এই ফোনটিতে প্রসেসর হচ্ছে অক্টাকর প্রসেসর এবং Gpu দেয়া হয়েছে img 8322i এবং এই ফোনটির অপারেটিং সিস্টেম Android 11 UI Go Edition রয়েছে।
এই ফোনটির স্টোরেজ হলো ৪/ ৬৪ এবং ফোনটিতে ডেডিকেটেড কার্ড সল্ট সিস্টেম রয়েছে।
Realme Narzo 50i এর যে ভাল দিকগুলো রয়েছে
- Li-Po 5000 mah ব্যাটারির খুবই শক্তিশালী।
- এর ক্যামেরা ধারণ ক্ষমতা খুবই ভালো।
- যারা গেম পছন্দ করেন তাদের জন্য ফোনটি খুবই ভালো হবে।
- এক কথায় অল্প দামে ফোনটি খুবই ভালো সার্ভিস দিচ্ছে।
- বেশি ভালো বিষয়টি হলো এই ফোনটিতে রিজার্ভ চার্জিং সিস্টেম আছে।
সর্বশেষ কথাঃ
যারা এই পোস্টটি করেছেন অবশ্যই Realme Narzo 50i এই ফোনটি সম্পর্কে জেনেছেন। পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং আরো বিভিন্ন ধরনের ফোনের যাবতীয় তথ্য সম্পর্কে জানতে এই সাইটটিতে ভিজিট করুন আরো অনেক ফোনের তথ্যগুলো পেয়ে যাবেন।