রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য জেলার মধ্যে বৃহত্তম একটি জেলা। এই জেলাটি দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম একটি জেলা, যেখানে সারাবছর কমবেশি দর্শনার্থীদের ঘোরাফেরার আনাগোনা থাকেই। রাঙামাটি জেলার যেসব জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সাজেক ভ্যালি, শুভলং ঝর্ণা, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র, বনশ্রী পর্যটন কমপ্লেক্স, রাজবন বিহার, হাজাছড়া ঝর্ণা ইত্যাদি।
রাঙ্গামাটির দর্শনীয় স্থান
রাঙ্গামাটি যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে, সে সকল দর্শনীয় স্থানগুলোর কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষিপ্ত তথ্যের মাধ্যমে তুলে ধরা হলো। তাহলে দেরি না করে চলুন দেখে নেই রাঙ্গামাটির বিশেষ কিছু দর্শনীয় স্থানগুলোর সংক্ষিপ্ত কিছু তথ্য।
ঝুলন্ত ব্রিজ
এই সেতুটি রাঙ্গামাটি জেলার শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপরে অবস্থিত। রাঙ্গামাটি জেলার একটি অনন্য আকর্ষণীয় এই সেতুটি ৩৩৫ ফুট লম্বা। সেতুটি দাঁড়িয়ে আছে দুটি পাহাড়ের মাঝখানে ঝুলন্ত অবস্থায়। সেতুটির নিচ দিয়ে বয়ে যাওয়া কাপ্তাই লেকের যে অমায়িক দৃশ্য সে দৃশ্য যেন আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।
শুভলং ঝর্ণা
রাঙ্গামাটি জেলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বরকল উপজেলা চিলারডাক ইউনিয়নের এই শুভলং ঝর্ণাটি অবস্থিত। ৩০০ ফুট উঁচু এই শুভলং ঝর্ণাটি যেন এক অপরূপ সৌন্দর্য নিয়ে বসে আছে। এই জায়গাটিতে প্রতিবছর হাজার হাজার মানুষের আগমন ঘটে। এই ঝর্ণায় প্রবেশ করতে হলে দর্শনার্থীদের টিকিটের সাহায্যে ঢুকতে হয়।
হাজাছড়া ঝর্ণা
এই ঝর্ণাটি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়ন এর এক কিলোমিটার দূরে বাঘাইহাট এলাকায় অবস্থিত। এই ঝরনার চারদিকের সবুজ প্রকৃতি ও হিম শীতল পানির যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয়। এই হাজাছড়া ঝর্ণাটি শুকনাছড়া ঝর্ণা নামেও বেশ পরিচিত। বর্ষার মৌসুমে এর সৌন্দর্য যেন সবচেয়ে বেশি ফুটে ওঠে।
সাজেক ভ্যালি
সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়ন অবস্থিত। এদেশের সবচেয়ে জনপ্রিয় একটি দর্শনীয় স্থান এবংএই সাজেক ভ্যালির উত্তরেই ভারতের ত্রিপুরা এ যেন এক অন্য রাজ্যের দেশ। প্রকৃতির যে রঙ বদলানো সেটা শুধু এখান থেকেই দেখা যায়। চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো পাহাড় গুলো যেন এক অপরূপ রূপে সাজানঅ।
কাপ্তাই লেক
এই লেকটি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় প্রায় ১১,০০০ বর্গ কিলোমিটার জুড়ে এর অবস্থান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ ও কৃত্রিম হ্রদ হল এই কাপ্তাই লেক । ছোট ছোট পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, চারদিকে সবুজ প্রকৃতির দৃশ্যের সাথে পাখির কিচিরমিচির এক অপরূপ দৃশ্য যেন পৃথিবীর কোথাও নেই।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র
দেশের বৃহত্তম জলসম্পদ উন্নয়ন প্রকল্প এই পানি বিদ্যুৎ কেন্দ্রটি চট্টগ্রাম বিভাগ এর ৫০ কিলোমিটার দূরে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা অবস্থিত। দেশের একমাত্র জলীয় শক্তি দ্বারা পরিচালিত বিদ্যুৎ স্থাপনা বিদ্যুৎ এর চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাড়াও ভাটি অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা স্থাপনা হিসেবে মূল্যবান অবদান রেখে আসছে এই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রটি।
লেক ভিউ আইল্যান্ড
রাঙামাটি জেলার কাপ্তাই ইউনিয়নের প্রায় চারটি এলাকা নিয়ে এই লেক ভিউ আইল্যান্ড টি অবস্থিত। এই পর্যটক কেন্দ্র টি সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২০১৭ সালে গড়ে তোলা হয়। এই আইল্যান্ডটিতে রয়েছে দৃষ্টিনন্দন কটেজ, হিলটপ সুইমিং পুল, এডভেঞ্চার পার্ক, বরশি দিয়ে মাছ ধরার ব্যবস্থা আরো অনেক কিছু। এই লেক ভিউ আইল্যান্ডটির সৌন্দর্য এক অনন্য প্রকৃতির সাথে যেন সম্পর্কিত।
রাজবন বিহার
এই রাজবন বিহার টি রাঙামাটি জেলা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার বন প্রান্ত এলাকায় অবস্থিত। চাকমা রাজা দেবাশীষ রায়ের তত্ত্বাবধায়নে রাজবন বিহার টি স্থাপিত হয় হাজার ১৯৭৭ সালে। তাদের বিহারটি যেন আজও সেই আগের মতোই দাঁড়িয়ে আছে।
সর্বশেষ কথাঃ
রাঙামাটির যে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো আছে অবশ্যই আপনারা এই পোস্টের মাধ্যমে দেখেছেন তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন। এবং আরো বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর আমাদের এই সাইটে ভিজিট করুন অবশ্যই দর্শনীয় স্থানের তথ্য পেয়ে যাবেন।