রাজশাহী জেলার দর্শনীয় স্থানসমূহ ও একদিনে রাজশাহী ভ্রমণ

রাজশাহী বিভাগ হলো বাংলাদেশের মধ্যে অন্যতম ও প্রাচীন একটি শহর। এই শহরটি রেশমি বস্ত্রের জন্য বিখ্যাত একটি শহর। এ বিভাগের দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র গবেষণা জাদুঘর, পুঠিয়া রাজবাড়ি, বাঘা মসজিদ, রাজশাহী চিড়িয়াখানা, শিশু পার্ক, পদ্মা গার্ডেন, আরো বিভিন্ন কিছু উল্লেখযোগ্য রয়েছে।

রাজশাহী জেলার দর্শনীয় স্থান 

যারা রাজশাহী জেলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর ভ্রমণ করতে ইচ্ছুক তারা এই পোস্ট থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। রাজশাহী জেলার দর্শনীয় স্থানগুলোর সংক্ষিপ্ত রূপে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হলো। 

বাঘা মসজিদ

রাজশাহীর জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত এই মসজিদটি। এই মসজিদটি স্থাপিত হয় সুলতান নাসির উদ্দিন শাহ এর আমলে ১৫২৩ সালে। মসজিদটির কাজ খুব নিখুত ভাবে করা হয়েছিল। 

পুঠিয়া রাজবাড়ি

রাজশাহী শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই পুঠিয়া রাজবাড়ি। প্রাচীন এই স্থাপনাটি নজরকাড়া একটি দর্শনীয় স্থান, যা এক অন্যরকম অন্যতম স্থাপনার মধ্যে সেরা একটি স্থাপনা। পুঠিয়া রাজবাড়ি বেশ পুরনো এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি অপরূপ দৃশ্য নিয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়িটি। 

বরেন্দ্র গবেষণা জাদুঘর 

বাংলাদেশের প্রথম জাদুঘর রাজশাহী জেলার হেতেম খাঁ উপজেলায় অবস্থিত, এই জাদুঘরটি ১৯১০ সালে স্থাপিত হয়। এই জাদুঘরটি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালনা করা হয়। বাংলাদেশের মধ্যে অন্যতম একটি যাদুঘর হচ্ছে এই বরেন্দ্র গবেষণা জাদুঘর। 

রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা

রাজশাহী শহর থেকে মাত্র ৪.৫ দূরত্বের এ এইস এম কামরুজ্জামান সড়কের সাথেই এই চিড়িয়াখানাটি অবস্থিত। চিড়িয়াখানাটিতে উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উদবিড়াল, অজগর সাপ, কুমির, হরিণ, বাজরিকা, বালি হাঁস, কাঠবিড়ালি, ঘোড়া ইত্যাদি। 

সাফিনা পার্ক

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় একটি দ্বি-গ্রাম খেজুরতলা নামক একটি জায়গায় এই সাফিনা পার্ক অবস্থিত। পার্কটিতে রয়েছে চিত্র বিনোদন স্পট, পিকনিক স্পট ও বিভিন্ন বিনোদন কেন্দ্র এদের মধ্যে উল্লেখযোগ্য হল নানান রকমের ফুল, ফল, ঔষুধি গাছ, নাগরদোলা, শিশুদের ট্রেন, কিডস স্পোর্টস জোন, থ্রিডি সিনেমা ইত্যাদি। দর্শনীয় স্থানের মধ্যে জনপ্রিয় একটি জায়গা এই সাফিনা পার্ক। 

পদ্মার পাড়

বাংলাদেশের প্রধান নদী বলা হয় এই পদ্মা নদীকে। রাজশাহীর জিরো পয়েন্ট থেকে মাত্র তিন কিলোমিটার দূরে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে এই পদ্মার পাড়। নদীটি কয়টি জেলা নিয়ে গঠিত হয়েছে তারমধ্যে দর্শনীয় স্থানের মধ্যে সেরা হলো এই সিরাজগঞ্জের পদ্মার পাড়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির পরিবেশ একদম স্বয়ংসম্পূর্ণ ও ডিজিটাল ক্যাম্পাস দ্বারা পরিচালিত হচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ একদম প্রাকৃতিক ও সৌন্দর্যের ঘেরা একটি অপরূপ দৃশ্যের একটি বিশ্ববিদ্যালয়।  

পদ্মা গার্ডেন

রাজশাহী শহর থেকে কিছুদূর যেতেই পদ্মা নদীর পাড়েই অবস্থিত এই পদ্মা গার্ডেন। এই গার্ডেনটি একটি উন্মুক্ত জায়গায় অবস্থিত যেখানে সব ধরনের মানুষ যাতায়াত করতে পারে এবং প্রাকৃতিক দৃশ্য গুলো ও প্রাচীন স্থাপনা গুলো উপভোগ করে থাকে। দর্শনীয় স্থানের মধ্যে মোটামুটি একটি ভালো জায়গা বলা চলে।  

হাওয়াখানা ভবন ও দিঘি

রাজশাহী শহর থেকে একটু দূরে পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের অবস্থিত হাওয়াখানা  এই ভবন। ভবনটির সাইটে রয়েছে একটি দীঘি যা চোখ বুলানো একটি জায়গা প্রায় ১০ একর জায়গা নিয়ে নির্মিত হয়েছে ওই দিঘী। এই হাওয়াখানা ভবনটি বাঘা মসজিদ থেকে ১৮ কিলোমিটারের দূরত্ব। 

সর্বশেষঃ

আশা করি রাজশাহী জেলার যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে এই পোস্টের মাধ্যমে সকল দর্শনীয় স্থানের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়েছেন। পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন। এবং আরো বিভিন্ন জেলার বা বিভাগের দর্শনীয় স্থানের তথ্য পেতে এই  সাইটে ভিজিট করুন  আশা করি সঠিক তথ্যগুলো পেয়ে যাবে।