বিশ্বের এমন কোন দেশ নেই যে সেখানকার লোকেরা চা পছন্দ করেন না এবং কি আমাদের বাংলাদেশের সকাল সন্ধ্যার আড্ডা দেওয়ার অন্যতম জনপ্রিয় একটি জিনিস হল এই চা। এক কথায় আমরা সবাই চা খেতে ভালোবাসি তাই অনেকে আছেন যারা চা নিয়ে অনেক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন খুঁজে থাকেন ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করার জন্য। তাদের জন্য এই পোষ্টের মাধ্যমে চা নিয়ে কিছু নতুন স্ট্যাটাস ও ক্যাপশন তুলে ধরা হবে। তাহলে সময় নষ্ট না করে দেখে নিন চা নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন সমূহ।
চা নিয়ে উক্তি
১. চা এমন একটি জিনিস যা খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় এবং মনকে সতেজ করতে সাহায্য করে।
২. বর্তমান সময়ের পাঁচ টাকার হয়তো কোন মূল্য নেই ,কিন্তু পাঁচ টাকার এক কাপ চাই দিতে পারে আপনাকে অন্যরকম একটু সুখ।
৩. সকাল বেলায় মিষ্টি রোদের সঙ্গে এক কাপ চা না হলে চলেই না।
৪. বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় এক কাপ চা ছাড়া আমার চলেই না।
৫. এক কাপ চা না হলে হয়তো সকালটা এত মিষ্টি হতো না এবং কি মেঘ এসে উড়ে যেত বৃষ্টি হতো না।
৬. যতই কঠিন পরিস্থিতিতে থাকুন না কেন গরম এক কাপ চা নিয়ে কয়েক চুমুক দেওয়ার পরে মনটা একটু হলেও হালকা হয়ে যায়।
৭. আড্ডা দেওয়ার সময় যখন সাথে থাকে এক কাপ গরম চা আর কিছু বিস্কিট তাতেই আড্ডা জমে যায়।
৮. শীতের সকালে এক কাপ চা যেন অনেক মূল্যবান একটা জিনিস।
চা নিয়ে স্ট্যাটাস
১. চা আসলে চাই কারণ শরীর ও মনের ক্লান্তি দূর করতে এক কাপ চাই যথেষ্ট।
২. কোন এক পড়ন্ত বিকেলে তুমি আর আমি চা খেয়ে বলেছিলাম এতেই মনে হয় প্রকৃত ভালোবাসা নিহিত আছে।
৩. এক কাপ চাই যথেষ্ট একটি অলস দেহ ও ক্লান্ত মনকে সতেজ করার জন্য।
৪. এই জীবনটা হলো এক কাপ চায়ের মত, এটা তেমনি স্বাদ হবে যেভাবে আপনি বানাবেন।
৫. চা হল একাকীত্ব জীবনকে সঙ্গী করে নিয়ে তার সাথে আড্ডা দেয়।
৬. চা খাওয়ার সময় টাই হলো অবসর টাইমে অর্থাৎ আরাম করার সময়।
৭. এক কাপ চা হলো হাজারো চিন্তা-ভাবনা ভাগাভাগি করার একটু অজুহাত।
৮. সকল কিংবা দুপুর, বিকাল বা রাত যে সময়ই হোক না কেন বাঙালির কাছে চা যেন এক প্রকার নিকোটি।
চা নিয়ে ক্যাপশন
* হ্যাঁ আমি চা খেতে ভালোবাসি, সেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি।
* মাঝে মাঝে চা এর চুমুক থেকে চমৎকার কিছু ধারণা চলে আসে যা আপনি কখনো কল্পনাও করেননি।
* নীরবে থেকে একটি বই পড়ার সময় যদি এক কাপ চা হয় পাশে তাহলে সেরা মুহূর্ত টুকু মনে হবে তখনই।
* আমি যত ব্যস্তই থাকি না কেন সেই ব্যস্ততার মাঝেই চায়ের চুমুকে একটু স্বস্তি খুঁজে পাই।
* সারাদিন শেষে আপনার পরিশ্রমের সব ক্লান্ত দূর করতে কড়া এক কাপ চা-ই আপনার জন্য যথেষ্ট।
* যত পরিশ্রম করি না কেন বা যত হতাশই থাকি না কেন দিন শেষে বন্ধুদের সাথে চা খেতে বসে সব ক্লান্ত আর হতাশ চলে যায়।
চা নিয়ে রোমান্টিক ক্যাপশন
> তোমার মিষ্টি হাতের চা ছাড়া আর কোথাও আমার চা ভালো লাগে না।
> সকালবেলা ঘুম থেকে উঠে তোমার হাতের চায়ের সেই সুগন্ধিতেই যেন আমি পাগল হয়ে যাই।
> মহান সব চিন্তা গুলি হয়তো এক কাপ চায়ের সঙ্গেই তৈরি হয়।
> চা আর বিস্কুট যেমন একসাথে মানায় ঠিক তেমনি প্রিয় তোমার সাথে আমি মিশে যেতে চাই।
> বড়দের মতামত নেওয়া ঠিক সকাল বেলার এক কাপ চায়ের মত।
> একজন প্রিয় মানুষের সাথে যেমন সুখ-দুঃখ ভাগাভাগি করা যায়, ঠিক তেমনি চা এর সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করা যায়।
> কে বলেছে ভালোবাসায় শান্তি খুঁজে পাওয়া যায় আমি মনে করি নীরবে বসে একটা চা-এ শান্তি খুঁজে পাওয়া যায়।
চা নিয়ে গল্প
এই শীতল বিকেল বেলাতে তোমার সাথে এক কাপ চা দিয়ে গল্পটা শুরু করতে চাই। আর চায়ের সেই গরম ধোয়ায় দেখতে পেতাম তোমার নানান রঙের হাসি। এই গোধূলি বিকেল বেলায় তোমার সাথে চায়ের আড্ডা তে মগ্ন হয়ে আমি যেন অন্য জগতে চলে যাই। ভুলে যাই যে আমি কোথায় আছি, তুমি যদি আমাকে আলতো করে ছুঁয়ে দাও তাহলে আমার সেই অন্য জগতের নেশাটা কেটে যায়।
তুমি আর আমি হাতে নিয়ে চায়ের কাপ, বিকেল গড়িয়ে কখন সন্ধ্যা নেমে আসে সে খেয়ালে কেবা থাকে, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় তখন যেন মনে পড়ে যায় যে রাত হয়েছে এখন আর আড্ডাটা চালানো যাবে না। প্রতিদিন সকালের সেই চায়ের সাথে টোস্ট বিস্কুট যেন প্রতিদিনের জ্ঞানের বৃদ্ধি বাড়িয়ে দেয়, আসলেই কি তাই আমার তো মনে হয় তাই। তোমার যত রাগ আছে সব আমার উপর ঝাড়তে পারো, তাতে আমি কি করবো তুমি কি জানো, সন্ধ্যা বেলায় এক কাপ চায়ের সাথে সে রাগ গুলো এক চুমুকেই পিসে দেব।
চা নিয়ে রোমান্টিক কবিতা
এক কাপ চা
এক কাপ চা চাই, করা করে।
সেই ধোঁয়ার উষ্ণতায় যেন খুঁজে পাই,
গ্রামের সেই মুরুব্বিদের সাথে বসে সকালবেলায় চায়ের স্বাদ।
খুঁজে পায় যেন সেই,
ফেলে আসা অতীতের সব স্মৃতি গুলো।
এ চা যেন চা নয়,
এ যেন এক স্মৃতি ভরা কাপ।
সেই চায়ের চুমুকে যেন,
ছুটি দিব হতাশা ও অবসাদ।
চায়ের সেই লম্বা চুমুকে যেন ক্লান্তি ছুটি হয়ে যায়,
এক কাপ চা যেন ভালোবাসার সুবাসে,
কল্পনা আর আবেগ মিশিয়ে;
জাগিয়ে নেব সমস্ত স্নায়ু কোষ।
চায়ের ওমে তোমাকে মিশিয়ে লিখব কবিতা?
এক কাপ চা দাও;
নইলে আমি চলে যাব অনেক দূরে হারিয়ে।
সর্বশেষ কথাঃ
চা নিয়ে যে স্ট্যাটাস ও ক্যাপশন গুলো উল্লেখ করা হয়েছে যদি পড়ে থাকেন আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং পছন্দমত ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করার জন্য সংগ্রহ করতে পারবেন স্ট্যাটাস ও ক্যাপশনগুলো। এরকম আরো বিভিন্ন পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।