প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস, উক্তি, ছন্দ, কবিতা ও কিছু কথা

প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস, উক্তি, ছন্দ, কবিতা ও কিছু কথা

প্রবাস জীবন কখনো কারো জন্য সুখের হয় না, কারো সুখের হয় আবার কারো দুঃখের হয়। প্রবাসে যারা না গেছে তারা কখনোই প্রবাসীদের কষ্টের গল্প দেখেনি বা বুঝেনি। একজন প্রবাসীর গল্প শুধু একজন প্রবাসী ভালো জানেন। প্রবাসীদের কাছের মানুষগুলো হয়তো তাদের ভেতরের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো বোঝেনা, আসলে তাদেরকে বুঝতেই দেয় না প্রবাসীরা। তো সেই প্রবাসী ভাইদের জন্য একমাত্র সান্তনার জিনিস হল তাদের সব সময় কাছে থাকার একটি যন্ত্র সেটি হল মোবাইল। যে মোবাইল দিয়ে তাদের দুঃখ কষ্ট সুখ শান্তি সবার মাঝে ভাগাভাগি করে থাকে।

অনেক প্রবাসী ভাই ও বোনেরা আছেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন এবং নিজের মনের ভাবগুলো প্রকাশ করে থাকেন। আপনাদের জন্য এই পোষ্টের মাধ্যমে থাকছে প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস উক্তি ক্যাপশন ছন্দ কবিতা গল্প ইত্যাদি। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছামত এগুলো সংগ্রহ করে নিতে পারেন।

প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস 

প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস 

» প্রবাসীদের জীবনের কষ্টের গল্প কেউ শুনতে চায় না আপনজন, বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন যেই হোক না কেন তারা শুধু চায় প্রবাসীদের টাকা আর তাদের সব সময় খুশি রাখার আবদার।

» প্রবাস জীবনে শুধু নিজের ভালোটাই কেউ দেখেনা বাকি সবার ইচ্ছা পূরণ করার নামই হচ্ছে প্রবাস জীবন।

» প্রবাস জীবনের অনেক গল্প অজানাতেই থেকে যায়, কারণ তারা তাদের দুঃখকে কাউকে বুঝতে দেয় না।

» যখন কেউ প্রবাস জীবন অতিবাহিত করে তখন তার সেই দেশেও বিদেশি আর নিজের দেশেও বিদেশি। একটার জন্যেও তুমি যথেষ্ট নও।

» যখন তুমি অন্য দেশে যাও একটা কথা অবশ্যই মনে রেখো – অন্য একটা দেশ তোমার জন্য আরামপ্রদ করে তৈরি করা হয়না, সেটি তৈরি করা হয় সেখানের মানুষের জন্য আরামপ্রদ করে।

» প্রবাসে থাকা অবস্থায় জীবনকে ভালোবাসা অনেকটাই সহজ। কেননা সেখানে কেউ তোমাকে চেনে না, কেউই তোমার জীবনে হস্তক্ষেপ করেনা, তুমিই সেখানে সর্ব সেরা।

» আমাদের জন্মভূমিকে শুধুমাত্র ভূগোল কিংবা একটা নির্দিষ্ট অবস্থান দ্বারা প্রকাশ করা হয়না। এটা প্রকাশ করা হয় স্মৃতি, সেখানকার ঘটনা আর মানুষের মাধ্যমে।

প্রবাস জীবন নিয়ে কবিতা

প্রবাসীর অশ্রু

সাইমন সাদিক

প্রবাস জীবন শুরু হল আমার,

নতুন জীবন দিয়ে।

নতুন জীবন শুরু আমার,

ঘুরছি পথে পথে।

নতুন কর্ম খুঁজতে খুঁজতে,

পেরেশান আমার দিবারাত্রি।

প্রবাস মানে সুখ নয়,

নয় আরাম, নয় বিলাসিতা।

প্রকাশ মানে উল্লাস নয়,

নয় কোলাহল, শুধু কষ্টে চোখে জল।

সেই কষ্ট চোখে জল নিয়ে,

ভাঙ্গা বুকে আশা নিয়ে যাই কর্মস্থলে।

তবুও যেন হাজার কষ্টের মাঝে,

প্রিয় মানুষগুলো খুশি থাকলে;

তাতেই হই আমরাও খুশি।

প্রবাস জীবন শুরু হয় দুঃখ দিয়ে,

শেষ হয় যেন কারো দুঃখ দিয়ে;

আবার কারো যেন সুখ দিয়েই।

প্রবাস জীবন নিয়ে উক্তি

প্রবাস জীবন নিয়ে উক্তি  

» দ্বিতীয় একটি ভাষা অর্জন করা হচ্ছে নিজের মধ্যে আরেকটা সত্ত্বাকে ধারণ করা।

» তুমি যেখানেই যাও না কেন, অন্য কোন কিছু নিয়ে না গেলেও নিজেকে সেখানে ঠিকই নিয়ে যাও – প্রথমদিকে তুমি হয়তো অনুভব নাও করতে পার।

» আমার কাছে আদর্শ জীবন বলতে প্রবাসে স্বাভাবিক ভাবে জীবনযাপন করাকেই বোঝায়।

» প্রবাস জীবনের একাকিত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল। এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার।

» যখন তুমি একটা জায়গা ত্যাগ কর তখনকার অনুভূতিটা অনেকটাই অদ্ভুত। হয়তো তুমি সেখানকার মানুষকে মনে করবেনা, তবে তুমি নিজেকেই সেখানে মিস করবে।

» প্রবাস ভ্রমণের সবচেয়ে উন্নত উপায় হচ্ছে স্থানীয়দের সাথেই অবস্থান করা।

প্রবাস জীবন নিয়ে ছন্দ

» জীবন সেখান থেকেই শুরু হয় যেখানে তোমার স্বস্তির স্থান শেষ হয়ে যায়।

» অধিক সংস্কৃতির ধারক হওয়ার একটা সুবিধা আছে। তা হলো তুমি যেভাবে বাস করছো তা একমাত্র উপায় নয় তোমার বাস করার।

» দুটো সংস্কৃতির স্বাদ গ্রহণ করা একটা তেতো-মিষ্টি অভিজ্ঞতার মত। তবে তুমি যখন তোমার জন্মভূমিকে একবার ছেড়ে আসবে তার মত আর কিছুই পাবেনা।

» মাঝেমাঝে তোমার একটা জায়গাকে অনুভব করার জন্য সেটি ছেড়ে যেতে হয়, মাঝেমধ্যে তোমার অন্য কোথাও যেতে হয় তোমার শুরুটা কেমন ছিল তা জানার জন্য।

» জীবনে আনন্দ আসে নতুন কোন অনুভূতির মাধ্যমে, নতুন কোথাও যাওয়ার মাধ্যমে আর এটাই জীবনের অনেক বড় পাওয়া।

» হাজার হাজার মাইলের লম্বা একটি সফর শুরু হয় ছোট একটা পদক্ষেপের মাধ্যমে।

» ভাষা আর সংস্কৃতি হচ্ছে মানুষের চিন্তা ও ভাবনার অবকাঠামো যেভাবে মানুষ যোগাযোগ ও বাস্তবতা বুঝতে শেখে।

প্রবাস জীবন নিয়ে কিছু কথা

যখন অনেকটা সময়ের জন্য প্রবাস জীবনে অভ্যস্ত হয়ে যাবে তখন আর কখনোই পুরোপুরি নিজ বাসায় ফিরতে পারবেনা। যেখানেই থাকো না কেন, তোমার একটা অংশ অন্য কোথাও থাকবেই। প্রবাস জীবন বড়ই আজব একটা জীবন, আপন মানুষগুলো রেখে হাজার হাজার মাইল দূরে চলে গিয়ে তাদের ছেড়ে, তাদেরকেই সুখে রাখার জন্য প্রবাসী জীবনে যাওয়া। প্রবাস জীবনের শুরু হয় দুঃখ কষ্ট আবার সুখ দিয়েও, তবে সবার জীবনেই প্রথমে সুখ দিয়ে শুরু হয় না, অধিকাংশ প্রবাস জীবন দুঃখ দিয়েই শুরু হয়।

জীবনের অনেক ছোট ছোট স্বপ্নকে মাটিতে পুঁতে ফেলে প্রবাস জীবনের জীবন শুরু হয়, প্রবাস জীবনের মানে হয়তো তারাই বোঝে যারা প্রবাস জীবনে পা রেখেছে বা জীবন পরিচালনা করছেন। প্রবাস জীবনে মানুষের হাজার স্বপ্নকে বুকে চাপা দিয়ে চলে যেতে হয় দূর প্রবাসের কোন একটি দেশে কিন্তু তাদের দুঃখ কষ্ট কেউ যেন বুঝতে চায় না। শুধু চায় তাদের ঘাম ঝরা পরিশ্রমের টাকা, তাদের জীবনের কষ্টের গল্পের গল্প কেউ শুনতে চায় না।