একটি বছর ঘুরে আবারো চলে এলো পহেলা বৈশাখ তাই সবাইকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পহেলা বৈশাখে নিয়ে অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ার জন্য অনেক কিছুই খুঁজে থাকেন যেমন পহেলা বৈশাখের উক্তি, পহেলা বৈশাখের স্ট্যাটাস, পহেলা বৈশাখের ক্যাপশন, পহেলা বৈশাখের শুভেচ্ছা ও পহেলা বৈশাখের কবিতা। আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনারা কিছু নতুন নতুন উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা খুঁজে পাবেন।
পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম একটি দিন যে দিনটিতে আমাদের বাঙালিরা অনেক আনন্দ ফুর্তি করে থাকে সে উপলক্ষে অনেকে অনেক কিছুই খুঁজে থাকেন ফেসবুক স্ট্যাটাস বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে থাকেন আপন লোকজনদের মাঝে। আশা করি এই পোস্টের মাধ্যমে কিছু নতুন নতুন স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা খুঁজে পাবেন। তাহলে আর দেরি না করে নিচ থেকে দেখে নিন পহেলা বৈশাখ নিয়ে বিভিন্ন উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, শুভেচ্ছা ও কবিতা।
পহেলা বৈশাখের উক্তি
১. পহেলা বৈশাখ মানেই যেন বাঙ্গালীদের পান্তা ভাত আর ইলিশের কথা মনে করিয়ে দেওয়ার একটি দিন।
২. বৈশাখ হল নতুন ধান ক্ষেত ও শস্য শ্যামলের সৌন্দর্যের প্রতীক।
৩. বৈশাখের প্রথম জলে হাউস ধান দ্বিগুণ ফলে।
৪. ওরে ফিরে এসেছে আবার পহেলা বৈশাখ চল বন্ধুরা একটু মেলায় গিয়ে ঘুরে আসি।
৫. এখন আমার জেগে ওঠার সময় কারণ এসে গেছে পহেলা বৈশাখ।
৬. এখন আমার পথে নামার সময়, নতুন সূর্য দেখার সময় এসেছে পহেলা বৈশাখ।
৭. বৈশাখ মাসের কালবৈশাখী ঝড়ে যেন মাঠে ঘাটের সকল কিছু নিশ্চুপ হয়ে গেছে।
পহেলা বৈশাখের স্ট্যাটাস
* দীর্ঘ একটি বছর অপেক্ষার পর এসেছে পহেলা বৈশাখ তাই আজ এই দিনটিতে শুধু আনন্দে মাতিয়ে দেব সারাবেলা।
* বৈশাখী মেলায় ঘুরে ফিরে কিনে কাটার যে আনন্দ, যে ফুর্তি সে কি আর অনলাইনে অর্ডার করার মধ্যে পাওয়া যায়।
* বৈশাখী মেঘে ঢেকেছে আকাশ, মাঠের মধ্যেখানে গাভীটা যেন হাম্বা হাম্বা করছে আর ওই যেন এসে গেল কালবৈশাখী ঝড়।
* চৈত্র মাসের খরা যেন বৈশাখ মাসে এসে তার তৃষ্ণা মিঠাই।
* একটি বছর ঘুরে আবার এসেছে বৈশাখ এই দিনটিতে আজ চল না কোথাও দূরে গিয়ে ঘুরে বেড়াই।
* এই নতুন বছরের প্রথম দিনটাতে চলনা সব রাগ-অভিমান ছেড়ে দুজন মিলে কোথাও গিয়ে একটু আনন্দময় মুহূর্ত কাটিয়ে আসি।
পহেলা বৈশাখের ফেসবুক স্ট্যাটাস
১. রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে, জানিয়ে দিলাম আমি তোমাকে।
২. এই শুভ নববর্ষের রঙিন হোক তোমার জীবন, প্রতিটি মুহূর্ত হোক সুন্দর হোক আনন্দময়।
৩. পূর্বের সব দুঃখ বেদনা ভুলে চলনা এই শুভ নববর্ষে তুমি আর আমি দূরে কোথাও হারিয়ে যাই।
৪. এই পহেলা বৈশাখের দিনটিতে ওই নীল আকাশের মেঘের ভেতর চলনা দুজনে হারিয়ে যাই।
৫. এই নতুন বছরে, নতুন সাজে সব দুঃখ ভুলে চলো সবাই মিলে একসাথে পহেলা বৈশাখের দিনটি উদযাপন করি।
৬. পহেলা বৈশাখ মানেই যেন আমাদের বাঙ্গালীদের নতুন সাজে, নতুন রূপে সারাদিনটি উদযাপন করা।
পহেলা বৈশাখের ক্যাপশন
১. পুরনো সেই দুঃখ, অবসাদ, হতাশা পিছনে ফেলে আজ এই পহেলা বৈশাখে আনন্দে মুছে যাক পুরোনো দিনের সব স্মৃতি গুলো।
২. এই পহেলা বৈশাখে তোমার পরনে লাল শাড়ি আর মাথায় কৃষ্ণচূড়া ফুলের মালা দেখে আমি যেন অবাক হয়ে শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি।
৩. আমার দেওয়া সাদা শাড়ি পড়ে আর লাল ফুলের তোড়া মাথায় দিয়ে আজ এই পহেলা বৈশাখের দিনে তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো।
৪. এই পহেলা বৈশাখে তোমার সাথে প্রথম দেখায় তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি তুমি কি আমায় গ্রহণ করে নেবে।
৫. এই পহেলা বৈশাখের দিব্যি দিলাম তোমায় ভুলে যেও না মোরে, তুমি মোর পাশে থাকলে কে মোদের আটকায়।
পহেলা বৈশাখের শুভেচ্ছা
১. এই নবীন পহেলা বৈশাখে সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা।
২. নতুন বছরের আর নয় হিংসা, আর নয় বিবাদ চলুন সবাই মিলে সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা।
৩. নতুন দিন, নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন হাওয়ায় চাই সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং আনন্দের হোক সারাটি বছর। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা
৪. তোমার জন্য সকাল-সন্ধ্যা, তোমার জন্য দুপুর, তোমার জন্য বলি দিলাম এই পহেলা বৈশাখের দিনটি প্রিয়। পহেলা বৈশাখের শুভেচ্ছা
৫. আজকের এই পহেলা বৈশাখে তোমার সাজের বাজে আমি যেন হারিয়ে গেছি প্রিয় তুমি কি আমায় খুজে নিতে পারবে। পহেলা বৈশাখের শুভেচ্ছা
৬. পুরনো সব স্মৃতি ফেলে এসে আজ এই নতুন দিনে তোমার সাথে শুরু করতে চাই নতুন জীবন। পহেলা বৈশাখের শুভেচ্ছা
পহেলা বৈশাখের বাণী
# শোনরে ব্যাটা চাষার পোলা, গোয়াল ভরা গরু জানোয়ার খা খা করছে তাল বৈশাখী ঝড়ে একটু তৃষ্ণা মেটাবে বলে।
# চৈত্র মাসের হারায় যেন মাঠঘাট করছে খা খা বৈশাখের বৃষ্টিতে যেন হতে চায় একটু মাতোয়ারা।
# বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ তাই আজ ঘরে এসেছে আনন্দের একটি দিন এই দিনটিতে আর রবো না ঘরেতে।
# ভোর হতে না হতেই শুনতে পেলাম আজানের ধনী, শুরু হলো নতুন বছরের শুরু করে তোরা চল দেখবি নাকি মেলা তাহলে চল রে চল।
# আজকের এই পহেলা বৈশাখী দিনের মতো যেন কাটে সারাটি বছর, সৃষ্টিকর্তার কাছে যেন এটুকুই প্রার্থনা।
পহেলা বৈশাখের কবিতা
বৈশাখ এলো
শামসুজ্জামান খান
বৈশাখ এলো কাল বৈশাখীর হাওয়ায় হাওয়ায় ধেয়ে,
বৈশাখের বাউলের ভেসে বৈশাখী গান গেয়ে;
বৈশাখ এলো নতুন রূপে বাঙ্গালীদের জন্য,
তোমরা জাতির ধরবে হাল আর হবে দেশের কর্তা।
বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে সিঁদুর মেঘের গায়ে,
বৈশাখ এলো অগ্রতা নিয়ে কৃষ্ণ মেঘের নাও।
সব বেদনা ভুলে বাজাও হেথায় সুখের বীন,
ফিরে এলো বৈশাখ;
সব ভেদাভেদ ভুলে বাজাও নেয় শাসনের হর্ষ।
এ দেশ আমার জন্মভূমি,এ দেশ আমার প্রাণ,
কাঁদলে কেউ দুঃখ পড়ে হৃদয় সুতোয় টান।
পহেলা বৈশাখ
আসিফ আহমেদ
রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে,
জানিয়ে দিলাম আমি তোমাকে, হে তোমাকে।
লাল বেনারসি শাড়ি পড়ে,
দাঁড়িয়ে একা ওই মাঠের মাঝখানে;
কে যেন উকি মেরে দেখছে তোমায়।
সেকি আর মেনে নেওয়া যায় গো প্রিয়,
তোমায় দেখে আমিও যেন!
হারিয়ে গেলাম সেই অজানা পৃথিবীতে,
মুছে যাক গ্লানি আর সকল দুঃখ কষ্ট।
শুভ নববর্ষের এই দিনে তোমার দেখা,
এই প্রথমবার দেখলাম কে গো তুমি প্রিয়।
এত কাছের থেকেও যেন আজ,
অনেক দূরের অচেনা এক পরীর মতন।
চোখে আমার ঝাপসা লাগছে,
সত্যিই কি তুমি প্রিয় আমার অতি চেনা।
আজ আর দ্বিধা দ্বন্দ্ব নয়,
নয় কোন অভিমান;
চলে এসো এই পহেলা বৈশাখে।