সন্তানের সাথে কয়েকটি ভুল কখনোই করবেন না ?

0
5

কোন মা-বাবাই চান না যে আমার সন্তান খারাপ বা পথভ্রষ্ট হোক। মা-বাবা সন্তানের ভালোর জন্য কত কিছুই না করে থাকেন জীবনে অনেক কিছু ত্যাগ স্বীকার করে হলেও সন্তানের জন্য বাবা মা সব সময় প্রস্তুত থাকেন। এর মধ্যে কিছু মা-বাবা আছে যারা ছেলেমেয়েদের অনেক কঠোরভাবে দেখে এবং তাদেরকে অনেক হার্ড করে এতে সন্তান ভালো পথে না যে আরো খারাপ হতে থাকে দিন দিন। এমন অনেক বাবা-মা আছে যাদের মধ্যে রয়েছে কিছু ভুল।

একজন সন্তান ছোট থেকে যেভাবে গড়ে তোলা হবে সেজন্য সেইভাবেই বড় হবে তার আচার-আচরণ, চাল-চলন, ভাব-ভঙ্গি, কথা-বার্তা যাবতীয় যা কিছু আছে সব কিছু তেমনি হবে। আসলে অনেক বাবা-মাই আছেন যারা শিক্ষিত কিন্তু তাদের মধ্যে অনেক বুদ্ধির অভাব পাশে তারা শুধু সবসময় তাদের বিজনেস বা অফিস নিয়ে ব্যস্ত থাকেন ছেলে-মেয়েদের ঐরকম সময় দেয় না সময় দিলেও তাদের সাথে এমন ব্যবহার করেন এতে ছেলেমেয়েদের অনেক ক্ষতি হয়। তো চলুন দেখে নেই সন্তানের সাথে কয়েকটি ব্যবহার করা একেবারেই উচিত নয়। 

সন্তানের সাথে যেসব ব্যবহার করা উচিত নয়

#. অনেক মা-বাবারা মনে করেন যে অনেক কথা আছে যেগুলো সন্তানদের সামনে শেয়ার করা উচিত নয়। এটি সম্পূর্ণ ভুল এতে সন্তান আরো বেশি সচেতন বা চালাক হয়ে যায় পরবর্তীতে বাবা-মার কাছে সন্তানেরা অনেক কথা শেয়ার করে না বা শেয়ার করা মনেও পড়ে না । 

#. অনেক মা-বাবা আছেন যারা সন্তানদের শাসন করতে গিয়ে মার-ধর করে। এই জিনিসটা করা উচিত নয় এতে আপনার সন্তান আরো বেশি অবাধ্য হওয়ার চান্স থাকে। মার-ধর করলে হয়তো এর বিপরিত হতে পারে।

#. অনেক মা-বাবা আছেন যারা সন্তানের ওপর অনেক চাপ সৃষ্টি করে যেমন মা বাবা বলেন এটা, করো ওটা করোনা তাহলে তোমার ভালো হবে না।  কিন্তু সন্তান কি করতে চাই সেটা নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই। এই কাজটা করা মোটেও ঠিক হয় না একটি সন্তানের উপর মা-বাবার। 

#. অনেক মা-বাবা আসেন যারা শুধু একে অপরের সাথে তুলনা করেন যেমন সমবয়সী ক্লাসমেট বন্ধুদের সাথে। এতে সন্তান অনেক কষ্ট পেতে পারে সেই কষ্টে সে অন্য পথেও যেতে পারে । একজন সন্তানের সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত।

#. অনেক সময় আছে যেমন একটি সন্তান যদি একটি খারাপ কাজ বা কোন কিছুর ক্ষতি করে তাহলে তাকে কিছু না বলা। এতে হয়ত সেই সন্তানটি আরো বেশি খারাপ হতে পারে। এ সমস্ত ভুল গুলো মা-বাবার কখনোই করা উচিত নয়।

#. অনেক বাবা-মা আছেন যারা তাদের সন্তানকে একটা কিছু বানাতে চাই কেউবা ডাক্তার বানাতে চায় আবার কেউ বা ইঞ্জিনিয়ার বানাতে চায় কিন্তু সন্তান যে কি হতে চায় সে ব্যাপারে তারা কোনো মতামত নেন না তাদের সন্তানের কাছ থেকে। এ সমস্ত ভুল করা একদমই ঠিক হয় না। 

#. একজন সন্তানকে অঝথা কোন ঝামেলা ফালানো উচিত না। তাই আপনার সন্তানদের অযথা কোনো কাজ করতে দেবে না বা আপনার সন্তানকে একলা কোন কাজে দেবেন না এতে আপনার সন্তান অন্য ঘটে যেতে পারে । 

#. একজন সন্তানের ভেতরের খবর অনেক মা-বাবা কখনো জানতে চান না যে একজন সন্তান কি চাচ্ছে বা তার কি চাহিদা সে ব্যাপারে কখনো খেয়াল করেনা বা সন্তানের কাছে জানতে চায় না। এতে সন্তান অবাধ্য হতে পারে এতে কোন সন্দেহ নেই।

#. একজন সন্তান যদি তার মনের মত একটা কিছু করতে চাই সেখানে বাবা-মার বাধা দেওয়াটা একদমই ঠিক না। কারন সে হয়তো এই বিষয় নিয়ে অনেক ভালো একটি ফলাফল এনে দেবে তাদের সামনে কিন্তু বাবা মা কখনো এ বিষয়ে খেয়াল রাখেন না, ঠিক তারা যেটা বলে সেটাই করতে হয়। এ ব্যাপারে বাবা-মায়ের অনেক খেয়াল রাখা উচিত। 

#. বাবা মার কারণে যদি সন্তান অবাধ্য হয় তাহলে সে সন্তান হয়তো আর জিবনেও বাবা-মায়ের কোন কথা বা কোন আদেশ মানবে না। ওই সন্তান এমন পর্যায়ে যেতে পারে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না শুধু আফসোস করে যাবেন।

একজন শিক্ষিত নম্র ভদ্র বাবা-মা কখনোই তাদের সন্তানদের এরকম সাথে এরকম ব্যবহার করবেন না। কারণ তারা বর্তমানের যে আবহাওয়া টা বা জেনারেশন আছে সে ক্ষেত্রে খুব এলার্ট। সন্তানদের সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত কোন ভুল করলে তাদের বোঝানো উচিত এদেশে শুধরাতে পারে হয়তোবা সে ভুলগুলো আর কোনদিন করবে না। উপরের লেখা পোস্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here