ফুটবল ইতিহাসের কথা বলতে গেলে অনেকেই ফুটবল বিশ্বে এসেছেন এবং চলে গেছেন অনেকের নাম ইতিহাসের পাতায় আছে আবার অনেকের নাম ইতিহাসের পাতায় ঐরকম নেই । তবে কিছু কিছু খেলোয়ার আছে যাদের নাম ফুটবল ইতিহাসের পাতা যতদিন আছে ততদিন তাদের নাম ইতিহাসের পাতায় থেকে যাবে। তবে বর্তমান যে ফুটবল বিশ্ব সে বিশ্ব ফুটবলের মধ্যে যে সেরা একজন খেলোয়ার আছে তার নাম আসলে ফুটবল ইতিহাসের কথা বলতে গেলেই চলে আসে সে হচ্ছেন মেসি।ফুটবল ইতিহাসের সেরা খেলোয়ার দের নিয়ে আলোচনা-সমালোচনা কিংবা বিতর্ক বা যেটাই করুক না কেন মেসির নাম প্রথমে আসে।
তবে বর্তমান ফুটবল বিশ্বের মধ্যে রাস করে যাচ্ছেন হাতে গোনা কয়েকজন খেলোয়ার । সেরা ফুটবলার এরমধ্যে প্রতিনিধিত্ব করছেন লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার আমরা সারা বিশ্বের এমন কোন লোক নিয়ে যারা এই তিনজন প্লেয়ারকে কেউ চিনি না খুব কম সংখ্যক লোক আছে যারা এই তিনজন খেলোয়ারের নাম চেনেন বা জানেন না বিশেষ করে যারা খেলা দেখেন বা উপভোগ করেন। লিওনেল মেসির পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন । যা ইতিহাসের পাতায় দ্বিতীয় কোন ব্যক্তি নেই যে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন।
সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি
লিওনেল মেসির কথা যদি বলি তাহলে কম হবে উনার মত প্লেয়ার হয়তোবা ফুটবল বিশ্বে আসবে কিনা তা কারো জানা নেই। উনার মত ভদ্র নম্র একজন আদর্শবান খেলোয়ার হয়তোবা আর পাওয়া যাবে কিনা সন্দেহ। অনেক জায়গায় অনেক আলোচনা-সমালোচনা হয় তবে বারবার ফুটবল বিশ্বের আলোচনায় এসে লিওনেল মেসির কথায় প্রথমে চলে আসে এমন মাপের একজন খেলোয়ার ফুটবলের কথা আসলে তার কথায় এমনিতেই চলে আসে।
বিশ্বের অনেক তারকা আছে যেমন সিনেমা দুনিয়া, ক্রিকেট দুনিয়আ, ফুটবল দুনিয়া, আরো অনেক দুনিয়ার লোক আছে তাদের কথা ফুটবল জগতের সেরা খেলোয়াড় হচ্ছে লিওনেল মেসি। যখন আপনি উনার দিকে বা উনাকে ফলো করবেন তখন দেখবেন সবকিছুই মনে খুব সহজ ভাবে নিচ্ছে । হয়তো বা ভবিষ্যতে ওনার থেকে ভালো প্লেয়ার আসলেও আসতে পারে।
স্টিভেন জোভেটিক এর মতামত
রিসেন্টলি কিছুদিন আগের কথা সেভিয়ার তারকা স্ট্রাইকার স্টিভেন জোভেটিক ২৭ বছর প্লেয়ার জানান যে আমার দেখা বিশ্বসেরা প্লেয়ার হচ্ছে লিওনেল মেসি। তিনি আরো বলেন যে হয়তো বা এর মত প্লেয়ার আসবে কিনা আমার জানা নেই তবে তিনি বর্তমান বিশ্বের বিশ্ব মানের বিশ্ব ফুটবলারদের মধ্যে সবচেয়ে সেরা। বিশ্বকাপ কে সামনে রেখে বর্তমানে যে যে লিখে তিনি অংশগ্রহণ করছেন দুর্দান্ত পার ফরম্যান্স করে যাচ্ছেন দিনের পর দিন। আসলে উনার কথা লিখতে গেলে অনেক কিছুই বলতে হবে অনেক কিছুই লিখতে হবে তার মতো এতো বড় মাপের প্লেয়ার হয়তোবা আসতেও পারে ফুটবল বিশ্বে আবার নাও আসতে পারে।
এই পোষ্টের মাধ্যমে আমি কতটুকু আপনাদের বোঝাতে পারলাম বা কতটুকু গুছিয়ে লিখতে পারলাম যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে আমাকে বিষয়টি জানাবেন। আশা করি পোস্টটি পড়ে আপনার খারাপ লাগবেনা না এবং আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ।