ফাল্গুন নিয়ে উক্তি, স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন, গান ও কবিতা

ফাল্গুন নিয়ে উক্তি, স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন, গান ও কবিতা

আজকে এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হবে ফাল্গুন নিয়ে কিছু বিখ্যাত উক্তি, স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন, গান ও কবিতা। আশা করি যদি আপনারা সম্পূর্ণ পোস্টটি পারেন তাহলে ভালো লাগবে। নিচের দেওয়া ফাল্গুন নিয়ে যে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ গল্প গান ও কবিতা তুলে ধরা হয়েছে এগুলো অন্য কোথাও পাবেন না। তাই আপনাদের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য অনুরোধ রইল এবং পোস্টটি সম্পন্ন পড়ে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ গল্প সংগ্রহ করে নিতে পারেন।

ফাল্গুন মাস যেন বাঙ্গালীদের একটি উৎসবের মাস আবার অনেকের শুরু হয় ভালোবাসার শুরু। এই মাসের শুরুতেই বাঙ্গালীদের শুরু হয়ে যায় নতুন করে নতুন রূপ নিয়ে স্বাগত জানানোর। আরো রয়েছে বিভিন্ন মহা কবিদের বিভিন্ন উক্তি, গান, কবিতা, ক্যাপশন, ছন্দ ও গল্প। তাদের সেই কথাগুলো যেন বারবার ফিরে আসে ফাল্গুনের মত করেই। তাহলে আর সময় নষ্ট না করে নিজ থেকে দেখে নিন আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের উক্তি স্ট্যাটাস ছন্দ গল্প ক্যাপশন কবিতা গুলো।

ফাল্গুন নিয়ে উক্তি 

ফাল্গুন নিয়ে উক্তি 

» আজ এই বসন্তের ফাল্গুনে মনে পড়ে তোমায় ক্ষণে ক্ষণে, চুপি চুপি নিঃশব্দে সংগোপনে।

» আজ এই ফাল্গুনে হৃদয়ের ডাক শুনবে কি তুমি, না বলা কথাগুলো বলতে চাই আমি।

» ফাল্গুনের আগমনে বন বনান্ত ফিরে পেল যেন নতুন জীবন, আর আমরা পেলাম নতুন প্রকৃতি।

» এই ফাল্গুনের সকালে কোকিলের মিষ্টি সুরের ডাকে যেন দিশেহারা হয়ে গেলাম।

» এই ফাল্গুনে যেন আনন্দে আত্মহারা হয়ে আমরা দ্বিগুণ হয়ে যাই।

» ফাল্গুন যে এসেছে ধরায় বসন্তে বরিয়া তুমি নাকি তবুও বন্দনায়, তুমি না এলে বসন্ত চলে যাবে নিরবে।

ফাল্গুন নিয়ে স্ট্যাটাস

ফাল্গুন নিয়ে স্ট্যাটাস

১. ফাল্গুনের দুপুরে পাখির কলতানে ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন, বলনা সখি কি হবে এখন।

২. ফাল্গুনের আগুন লেগেছে নবীন হৃদয়ে, সেজেছে বসন্ত আজ পলাশের রঙে।

৩. শীতের জড়তা কাটিয়ে যেন ফাল্গুন নিয়ে এলো নতুন প্রাকৃতির রূপ।

৪. ফাল্গুন মানেই যেন নতুন রূপে সবকিছু ফিরে দেখা, নতুন গাছ, নতুন ফুল আর নতুন সাজে হাজারো রমণী।

৫. সখির মনে রং লেগেছে ফাল্গুনে নতুন গাছের পাতা গজানো দেখে।

৬. এ বিশ্ব ভুবনে বসন্ত জানে ভালবাসার মানে, তাই তো ফাল্গুন তার রূপ ছড়িয়ে দিয়েছে বসন্তকে।

৭. এ সকাল বেলায় কোকিল যেন আমায় মনে করিয়ে দিল আজ বসন্ত ফাল্গুন নিয়ে এসেছে।

ফাল্গুন নিয়ে ছন্দ

ফাল্গুন নিয়ে ছন্দ

» ফাল্গুনের আগমনে গাছের কচি পাতার শিহরণে, হৃদয়ে লেগেছে বসন্তের দোলা আর প্রকৃতির সেজেছে নিজ প্রাণে।

» মাঘ মাসে শীতের প্রকোপ না থাকলে হয়তো ফাল্গুনের এই সৌন্দর্য এত সুন্দর হতো না।

» ফাল্গুনের নবীন আনন্দে গান খানি গাথিলাম ছন্দে, তাইতো বনবীথি কোকিলের কলগীতি বরি দিল বকুলের গন্ধে।

» ফাল্গুন যদি খুঁজে পলাশ তাহলে খুঁজুক, আমি খুঁজি তোমায়।

» ফাল্গুন এলেই যে কেন এত ফুল ফোটে, কেন এত বাঁশি বাজে, কেন এত পাখি গান করে।

» এ মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাবে বলে, মৌচাকে তাই মৌমাছিরা মধুর মিলন করবে বলে।

» এই ভরা ফাল্গুনে যদি চলে যাও তাহলে যেতে পারো, কারণ আমি বসন্ত নিয়েই সুখে আছি।

ফাল্গুন নিয়ে ক্যাপশন 

ফাল্গুন নিয়ে ক্যাপশন 

১. প্রিয় তুমি আমার জীবনে এসেছিলে ফাল্গুনের মত রঙিন হয়ে, থেকো সারা জীবন ফাল্গুন হয়েই।

২. এই ফাল্গুনের দুপুরে প্রিয় তুমি হলুদ শাড়িতে এসেছো সেজে, সে দেখে আমার মনে ভালোবাসা উঠেছে জেগে।

৩. আমি হলাম রাজা আর তুমি হলে রানী, ফাল্গুনের এই দিনটি যেন স্মরণীয় হয়ে থাকে এটুকুই জানি।

৪. ফুল ফুটুক বা নাই ফুটুক তবুও সবাইকে জানাই পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।

৫. ফাল্গুনের এ হাওয়ায় গাছের নতুন পাতা নিয়ে, গাছ যেন পেলে এক নতুন জীবন।

৬. চারদিকে হলুদ শাড়িতে সেজেছে কত রমনী, মাথায় পড়েছে ফুলের মুকুট, এ দেখে মনে হল ফাল্গুন চলে এসেছে।

ফাল্গুন নিয়ে গান

বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে,

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে।

বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে,

বন্ধুর বাড়ির ফুলের বন্ধু আমার বাড়ি আসে।

বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল,

হায়রে,

বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল।

ফুলের গন্ধে মন আনন্দে,

ভোমর আইলো ব্যাকুল হয়ে।

বন্ধুর বাড়ির ফুলের টঙ্গী,

বাড়ির পূর্ব ধরে।

সেথায় বসে বাজায় বাঁশি,

প্রাণ নিল কেরে তার সুরে।

আমার মনটা নিল তার বাঁশির সুরে,

আর রূপ নিল তার আঁখি।

বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে;

বন্ধুর বাড়ির ফুলের বন্ধু আমার বাড়ি আসে।

ফাল্গুন নিয়ে কবিতা

পহেলা ফাল্গুন

জাহিদ হাসান

তুমি হাজারো পাখির গুনগুন,

গান আনন্দ আফরান।

তুমি এ বাংলা মায়ের,

বুকে জমে থাকা আগুন।

তোমার জন্যই এসেছে ফাল্গুন,

এত রঙিন সাজে সেজে।

কৃষ্ণচূড়ার রং লেগেছে,

ফাল্গুন চলে এসেছে বলে।

তাই তো ফাল্গুন মোদের কাছে,

 চির অমর হয়ে রয়েছে।

তাইতো একটু শহীদ মিনারকে দেখে,

বুকের কষ্ট কিছু যাক মুছে।