মাতৃভাষা নিয়ে ছন্দ, উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

0
5

আমাদের এই পৃথিবীতে অনেক ভাষাই রয়েছে কিন্তু ভাষা নিয়ে কেউ কখনো প্রাণ দেয় নি। ভাষার জন্য জন্য এ পৃথিবীতে শুধু বাঙালীরাই প্রাণ দিয়েছেন। সেই প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলা ভাষা। মাতৃভাষা নিয়ে অনেকে অনেক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, বক্তব্য ও কবিতা খুঁজে থাকেন। এই পোষ্টের মাধ্যমে মাতৃভাষা নিয়ে কিছু নতুন উক্তি, মাতৃভাষা নিয়ে স্ট্যাটাস, মাতৃভাষা নিয়ে ছন্দ ও মাতৃভাষা নিয়ে কবিতা খুঁজে পাবেন। তাহলে আর সময় নষ্ট না করে নিজেদের ইচ্ছেমত আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা গুলো সংগ্রহ করে নিন। 

মাতৃভাষা নিয়ে উক্তি

* আমার মায়ের বাংলা ভাষা এসেছে আমার ভাইয়ের রক্তের বিনিময়ে তাইতো আমরা বলি,” আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি তা ভুলিতে পারি”। 

* লক্ষ শহীদের বিনিময়ে পেয়েছি আমার এই বাংলা ভাষা আর পেয়েছি বিজয়ের নিশান। 

* বাংলার দামাল ছেলেদের রক্তে কেনা বাংলা আমার, তোমায় কেমনে ভুলি। 

* বাংলা আমাদের মাতৃভাষা, এই মাতৃভাষা ছিনিয়ে এনেছে যারা তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।

* মাতৃভূমি ও মাতৃভাষার জন্য যারা হলো শহীদ, তাদের জন্যই তো একুশে ফেব্রুয়ারি।এই বিশেষ দিনটিতে ভাষা শহীদদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। 

* মায়ের মুখের ভাষা তোরা যাদের জন্য বলিস, তোরা কি চিনিস তাদের তারা ছিল বীরের মত। তাদের জন্য হৃদয়ে রাখিস শ্রদ্ধা আর কিছু স্মৃতি। 

মাতৃভাষা নিয়ে বঙ্গবন্ধুর উক্তি

১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন এই ভাষা আন্দোলন শুধু বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের আন্দোলন ছিল না। এ আন্দোলন ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক মুক্তি আন্দোলনের জন্য। এদেশের সকল উন্নয়ন ক্ষেত্রে এই আন্দোলন ছিল।

বাংলার এই অন্যতম রাজনৈতিক নেতা আরো বলেন যে আমরা যখন মরতে শিখেছি, তখন আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না, জয় আমাদের হবেই ইনশাআল্লাহ। আমার দেশের সবচেয়ে বড় শক্তি হলো আমার জনগণ, তাদের কিছু হলে আমি কখনো থেমে থাকবো না। আমি সব হারাতে পারি কিন্তু বাংলার মানুষের ভালবাসা হারাতে পারবো না। 

মাতৃভাষা নিয়ে স্ট্যাটাস

১. মোদের গর্ব মোদের আশা, আ মরি বাংলা ভাষা, ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। 

২. কারোর ভাই – কারোর বাবা, কারোর বোন- কারোর বা মা শহীদ হয়েছে এই আ মরি ভাষার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কেমনে ভুলি আমরা। তাদের জন্যই পেয়েছি মরি বাংলা ভাষা। 

৩. ধন্য হয়েছি ওগো ধন্য হয়েছি শহীদদের প্রতি কারণ তোমাদের জন্য পেয়েছি আমার বাংলা ভাষা। 

৪. যখনই শুনি তোমাদের কথা চোখে জল এসে যায় তখনই তোমাদের শ্রদ্ধা জানাতে কিভাবে ভুলি। 

৫. মাতৃভাষাকে ব্যবহার করুন, সম্মান করুন, মর্যাদা দিন কারণ অনেক শহীদদের বিনিময়ে পেয়েছি আমার এই বাংলা ভাষা।

৬. মাতৃভাষার এই দিনটি আমাদের সবার কাছে প্রিয়, তাই আপনাদের সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অসংখ্য শুভেচ্ছা। 

৭. এই মাতৃভাষাকে যারা সম্মান করেনা, শ্রদ্ধা করেনা, লালন করে না তারা কখনো এ দেশের দেশ প্রেমিক হতে পারে না। 

৮. হোক সে চাষা, হোক সে কৃষক, হোক বা সে জেলে; গর্বিত আমি বাঙালি গর্বিত আমার এই ভাষা। 

মাতৃভাষা নিয়ে ছন্দ

বাংলার সোনার ছেলেরা আনল যে এই ভাষা, তাদের জন্য পেলাম আমার বাংলা ভাষার ভুলি। রক্ত কেনা বাংলা আমার হাজারো শহীদের দান, তাদের জন্য পেলাম আমার সোনার বাংলা তবুও কেন তোমার বিদেশের প্রতি এত টান। রক্তে লেখা একুশের স্মৃতি খুলে দিলাম তোমাদের মাঝে, তোমরা একটু সময় পেলে তাদের নিয়ে কর গুনগান। তোমরা যদি মনে না রাখো সব ভবিষ্যতের ছেলে মেয়েগুলো চিনবে কেমন করে রফিক, সালাম, জব্বার, বরকতদের।  

এই দিনেতে তাইতো আজ কামনা মোদের তারা যেন চিরদিন বেঁচে থাকে আমাদের এই মাঝে। আজকে এসেছে একুশে ফেব্রুয়ারি মোদের রেখে গেছে আগামীর তরে তাইতো তোদের বলি আমি ওরে তোরা ভুলিস না ওদের গুণগান। ওরে আমার মায়ের ভাষা এসেছে অনেক ভাইয়ের জীবনের লাগি তোরা ভুলিস না রে ওদের গুনগান। 

মাতৃভাষা নিয়ে কবিতা

মাতৃভাষা

মাইকেল মধুসূদন দত্ত

নিজ গাঁড়ে ছিল মোর অমূল্য রতন অগণ্য;

তার সবে আমি অবহেলা করি,

অর্থ লোভে দেশে দেশে করিনু ভ্রমণ। 

বন্দরে বন্দরে যথা বাণিজ্যের তরী,

কাটাইনু গতকাল সুখ পরিহরি; 

এই ব্রতে যথা তপোবনে, তপধন। 

অসন শয়ন তেজে ইষ্টদেবে স্মরি,  

তাহার সেবায় সদা সপি কায় মন ; 

বঙ্গকুর লক্ষ্মী মরে নিশার স্বপনে। 

কহিলা- হে বতস দেখি তোমার ভক্তি,

সুপ্রসন্ন তবু প্রতি দেবী স্বরসতী। 

নিজ গৃহে ধন তব, তবে কি কারনে,

ভিখারি তুমি হে আজি কহো ধনপতি; 

কেন নিরানন্দ তুমি আনন্দ সনদে। 

বায়ান্নর কবিতা

বায়ান্নর একুশে ফেব্রুয়ারি লাখো

বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি

একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা

তোমার কারনে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা

রক্ত ঝরালো সালাম জব্বার বরকত রহিম

বায়ান্নর সেই করুন কাহিনী মনে পড়ে বারবার

স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা

যদি ভাবি ততই যেন মনে পড়ে যায় সেই দিনের কথা

প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে

 আরো আছে কত শ্রমিক যুবক নারী কৃষক জেলে

অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার

বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকার

রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা

২১ তুমি চির অমর, তুমি আমাদের ভালোবাসা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here