মোবাইল নেটওয়ার্কের সমস্যা ( ঘরে বসেই এর সমাধান করুন )

মোবাইল হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যা সব সময়ই বর্তমানে কাজে লাগে। আর এখন তো ডিজিটাল যুগের সবকিছুই অনলাইন সিস্টেম এখন আরো বেশি ব্যবহার করা হয় এ মোবাইল ফোন। অনেক সময় প্রয়োজনীয় কথা বলার সময় নেট পাওয়া যায় না এতে আমরা আরও হয়রানি হয়। মোবাইলের নেটওয়ার্ক এর সমস্যা যেন প্রায়ই কমন একটি ব্যাপার হয়ে গেছে। প্রয়োজনীয় কথা বলার সময় যদি নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে খুব খারাপ লাগে।

হঠাৎ করে নিজের ঘরেও অনেক সময় নেট চলে যায় এতে খুব সমস্যার সম্মুখীন হতে হয়। মোবাইল নেটওয়ার্কের সমস্যা একটি প্রতিনিয়ত রুটিন হয়ে গেছে এরকম মনে হয়। আমরা হয়তো বিরক্ত হচ্ছি নয়তো আমাদের বিপদে পড়তে হচ্ছে। তাই এই পোষ্টের মাধ্যমে আজকে মোবাইলে যদি নেটওয়ার্কের সমস্যা হয় তবে এই নেটওয়ার্ক কিভাবে সমস্যার সমাধান করা যায় এ ব্যাপারে আমরা জেনে নেই। 

মোবাইলের নেটওয়ার্ক সমস্যা

আমাদের দেশের যে নেটওয়ার্ক ব্যবস্থা তে মনটা ভালো না। তারপর ও মোটামুটি চলে আর কি তোর যদি মোবাইলে নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে তো আর বসে থাকা যাবেনা। তাই যখনই মোবাইলে নেটওয়ার্কের সমস্যা দেখা দিবে ঠিক তখনই এর সমাধান করা খুবই প্রয়োজন। তাহলে আসুন দেখে নেই কিভাবে মোবাইলের নেটওয়ার্ক এর সমস্যার সমাধান করা যায়।

মোবাইল নেটওয়ার্কের সমস্যার সমাধান

 ১. পাওয়ার অফ অথবা রিবুটঃ 

  • প্রথমে আপনার যে কাজটি করা উচিত সেটি হলো আপনার মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে দেখবেন যে #Power off এবং Restart বাReboot লেখা থাকে আপনি রিস্টার্ট অথবা রিবুট লেখার মধ্যে চাপ দিয়ে ধরবেন এতে আপনার ফোনটি রিসেট হয়ে পুনরায় আপনার ডিসপ্লে আসবে। 

২. এরোপ্লেন মোডঃ

  • তারপর আপনার ফোনের শাটার টানার পর দেখবেন Aeroplane Mode নামের একটি অপশন আছে সেই  অপশনে চাপ দিলে আপনার সিম বন্ধ হয়ে যাবে । পুনরায় যদি আপনি Aeroplane Mode এ ক্লিক করেন তাহলে আপনার সিম আবার পুনরায় চালু হবে।  

৩. সিম কার্ড খোলাঃ 

আপনি যদি আপনার সিম কার্ডে খুলে ফেলেন পুনরায় আবার সিম কার্ড ভরেন এতেও আপনার নেটওয়ার্কের সমস্যার সমাধান হতে পারে। 

৪. নেটওয়ার্কের মেনুয়াল বারেসার্চঃ

আপনি নেটওয়ার্ক ম্যানুয়াল বারে সার্চ করে দেখতে পারেন। অথবা আপনি আপনার সিম অপশন এ গিয়ে দেখবেন কয়েকটি অপশন আছে তার মধ্যে আপনি Select Network Automatically এই অপশনে ক্লিক করবেন ।

৫. সিম কার্ড পরিবর্তনঃ 

  • অনেক সময় দেখা যায় যে আপনার সিএম মোবাইলে ঢোকানো আছে কিন্তু সিম দেখাচ্ছেনা। এতে আপনি আপনার সিম সিম কার্ড থেকে সিম খুলে আপনি সিমকার্ড চেঞ্জ করতে পারেন। মানে সিম ২তে যদি সমস্যা হয় তাহলে আপনি সিম ১ এ ভরে দেখতে পারেন।

৬. বৃষ্টির কারণে নেটওয়ার্কের সমস্যাঃ 

  • অনেক সময় কারেন্ট চলে গেলে বা বৃষ্টি হলে আকাশের আবহাওয়া যদি খারাপ থাকে তার জন্য নেটওয়ার্কের সমস্যা হতে পারে। এ ব্যাপারে আসলে কিছু বলার নেই কারণ তখন নেটওয়ার্কের সমস্যা হবেই এটাই স্বাভাবিক।  

শেষ কথা

কিছু জায়গার জন্য নেটওয়ার্ক কভারেজ না থাকার কারণে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তাহলে ওপরে অবশ্যই দেখলেন যে কি কি কারণে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। এই পোস্টটি দেখে বাবুরে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং যদি পোষ্টের মাধ্যমে কোন ভুল থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যাতে আমি ভুল তথ্যটি সঠিক করে দিতে পারি।