মেয়েদের মুখের ব্রণ দূর করার ক্রিম ও ঘরোয়া উপায়

0
25

মেয়েদের ত্বকের মধ্যে যে ব্রণ ও কালো দাগ হয় তার কিছু ক্রিম ও ঘরোয়া উপায় নিয়ে এ পোস্টের মাধ্যমে বিশেষ কিছু তথ্য তুলে ধরা হবে। মেয়েরা ত্বকের যত্ন একটু বেশি করে থাকে কারণ তারা সাজা গুজা করা পছন্দ করেন বেশি, সে ক্ষেত্রে যদি তাদের মুখের মধ্যে ব্রণ ও কালো দাগ থাকে এতে তারা বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, এবং কি মুখে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত হয়ে যায় মুখের মধ্যে। অনেকে অনেক রকমের ক্রিম ব্যবহার করে থাকেন কিন্তু তাতে কোন কাজ হয়না মুখের ত্বক আরও নষ্ট হয়ে যায়।

অনেকে অনেক চেষ্টাই তো করে থাকেন, কিন্তু এতে কোন সন্তুষ্ট স্বরূপ ফল পাচ্ছেন না। এই পোস্টের মাধ্যমে কিছু নতুন তথ্য পেয়ে যাবেন এবং ক্রিম গুলোর যে তথ্য দেওয়া হবে আশা করি আপনাদের কাজে আসবে। তাহলে চলুন দেখে নেই ব্রণ দূর করার কার্যকারী কিছু ক্রিম ও কিছু ঘরোয়া উপায়। 

মুখের ব্রণ ওঠার কারণ কি

মুখের ব্রণ দূর করার জন্য শুধু ক্রিম ব্যবহার করলে হবে না। যেমন আপনি যদি শুধু খাবার খান কিন্তু এর সঠিক সময় ও নিয়ম না মেনে খান তাহলে কিন্তু আপনার আরো বেশি সমস্যা হতে পারে। তেমনি আগে দেখতে হবে যে ব্রণ ওঠার কারণ কি, কি কারনে আমাদের মুখে এগুলো হয়ে থাকে সেগুলো না জানা থাকলে আমাদের ক্রিম বা বিভিন্ন ঘরোয়া উপায়ে বিভিন্ন কিছু ব্যবহার করেও আমাদের কোনো লাভ হবে না। তাহলে চলুন দেখে নিন কি কারণে আমাদের মুখে ব্রণ হতে পারে। 
  • ফাস্টফুড জাতীয় খাবার থেকে বিরত থাকুন।
  •  প্রতিদিন নিয়ম মাফিক পানি পান করুন। 
  • বেশি টেনশন করা যাবেনা, টেনশন মুক্ত থাকুন। 
  • বাইরের ধুলোবালি, গাড়ির ধোঁয়া ইত্যাদি থেকে মুখকে আড়ালে রাখুন। 
  • এবং প্রতিদিন নিয়মিত মুখের স্কিনের যত্ন নিন। 

ব্রণ দূর করার কিছু বিশেষ ক্রিম

মুখের ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখার জন্য কিছু বিশেষ ক্রিমের নাম তুলে ধরা হলো, আশাকরি ক্রিম গুলো ব্যবহার করে সুফল পাবেন। 

ওয়ান নাইট একনি প্যাচ  ( One Night Acne Patch )

    #. এই ক্রিমটি ব্যবহারে আপনি খুবই দ্রুত ফলাফল পাবেন। এই ক্রিমটি আপনি রাতে ঘুমানোর আগে              আপনার স্ক্রিনের ব্রণ ও কালো দাগের জায়গায় লাগিয়ে ঘুমিয়ে পড়ুন পরের দিন সকালে পরিষ্কার               পানি দিয়ে মুখটি ধুয়ে ফেলুন। তারপর আয়নায় গিয়ে মুখটি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন           যে ব্রণ কি হলো। 

নব ক্লিয়ার একনি ক্রিম ( Novo clear Acne Cream ) 

     #.  এই ক্রিমটি আপনার মুখের তৈলাক্ত ভাব, মুখের ময়ল, ব্রণ, মেকআপ, এম্পিউরিটিস ইত্যাদি দূর                  করতে খুবই বেশি কাজ করে এই ক্রিমটি। ক্রিম টি হল একটি ইউরোপিয়ান ব্র্যান্ডের আসল নকল                থাকতে পারে ভালো করে দেখে কিনতে পারেন। ক্রিমটি আপনার ব্রণের জন্য বিশেষ কার্যকরী হবে।

একনিজেল ( Acnegal ) 

     #. আপনার ব্রণ দূর করার জন্য খুবই কার্যকরী একটি ক্রিম। ১২ বছরের নিচে কোন ছেলে বা মেয়ে এই              ক্রিম ব্যবহার করতে পারবেন না। এই ক্রিমটি ব্রণ দূর করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।               এই ক্রিমটি কে সবাই একনি ক্রিম হিসেবে চিনে থাকেন বেশিরভাগ লোক। চাইলে এই ক্রিমটি                     ব্যবহার করতে পারেন যাঁদের ব্রণের বেশি সমস্যা আছে। 

ফ্রেশ লুক জেল ক্রিম ( Freshlook Gel Cream )

       #. এই ক্রিমটি ও ব্রণের খুব ভালো কাজ করে থাকে। এই ক্রিমটি ১২ বছরের নিচের কোন ছেলে অথবা             মেয়ে ব্যবহার করতে পারবে না। এই ক্রিমটি আপনি রাতে ব্রণের ক্ষত স্থানে লাগিয়ে শুয়ে পড়বেন               সকালে উঠে ভালো পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। ভালো ফলাফল পেতে ক্রিমটি ব্যবহার করতে                 পারেন। 

ব্রণ দূর করার কিছু ঘরোয়া উপায়

ব্রণ দূর করার জন্য ক্রিম এর পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ে ব্যবহার করতে পারেন যা প্রাকৃতিক এবং ন্যাচারাল বিশেষ গুনে আপনার বোন গুলো দূর হতে পারে। তাহলে চলুন দেখে নেই ব্রণ দূর করার ঘরোয়া কিছু উপায় গুলো। 

  1. পাকা পেঁপের মাধ্যমে দূর করতে পারেন এই ব্রণ।
  2. কচি শসার টুকরো দিয়ে দূর করতে পারেন আপনার ব্রণ।
  3. গোলাপজল ও মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন, এতে খুব ভালো ফলাফল পেতে পারেন। 
  4. ডিমের সাদা অংশের মাধ্যমে দূর করতে পারেন আপনার ব্রণ। 

তাহলে অবশ্যই ব্রণ-দূর-করার-ক্রিম ও ঘরোয়া উপায় গুলো আপনারা অবশ্যই দেখেছেন। এগুলো ব্যবহারের আপনারা পেতে পারেন ব্রণ থেকে বিদায়। এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের সাথে শেয়ার করতে পারেন যাতে তাদের যদি ব্রণ থাকে তাহলে তা থেকে তারা কিছু পরামর্শ নিয়ে তাদের ও ব্রণ দূর করতে পারে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here