মেঘলা আকাশ নিয়ে কিছু কথা তুলে ধরা হবে এই পোষ্টের মাধ্যমে আশা করি আপনাদের ভালো লাগবে। মেঘলা আকাশ দেখে কিছু রোমান্টিক স্ট্যাটাস ছন্দ ও ক্যাপশন দিয়ে থাকেন এবং কি মেঘলা আকাশ নিয়ে অনেকে অনেক স্ট্যাটাস, ক্যাপশন খুঁজে থাকেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করার জন্য। তো আশা করি যে এই পোস্টটি সম্পন্ন পড়ুন কাগজের নিবে তাহলে কিছু নতুন মেঘলা আকাশ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ছন্দ গুলো পেয়ে যাবেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী মেঘলা আকাশ নিয়ে বিভিন্ন ধরনের উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ গল্প কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন।
মেঘলা আকাশ নিয়ে উক্তি
১. ওই মেঘলা আকাশে কিছু মেঘ জমে আছে, এক মুঠো মেঘ তোমার জন্য রেখে দিয়েছি।
২. মনে করো না ওই দূর আকাশের কালো মেঘ গুলো তোমার কোন কারণ হয়ে দাঁড়াবে।
৩. তুই উড়ে যা আমার প্রাণ প্রিয়, প্রিয় তমা ওই মেঘলা আকাশের ভিতর, তোকে আর দেখতে ইচ্ছে হচ্ছে না।
৪. আকাশটা কিন্তু সবসময় মেঘলা থাকে না, মেঘ গুলো দৌড়ে পালিয়ে রোদের কিন্তু দেখা মেলে।
৫. কিছু রোমান্টিক মুহূর্ত সৃষ্টি করে মেঘগুলো ঝরে পড়ে এই জমিনের মাটিতে, আর তুমি আমি সেই রোমান্টিক মুহূর্তে হারিয়ে যাব ঐ দূর আকাশে।
৬. মেঘলা আকাশের নিচে বসে বৃষ্টি আসবে বলে, তুমি আর আমি ভিজবো বলে।
৭. আজ বৃষ্টি হবে বলে আকাশে মেঘ গুলো খুব কালো হয়েছে মনে হয় অনেক বৃষ্টি হবে।
মেঘলা আকাশ নিয়ে স্ট্যাটাস
১. ঘন কালচে ওই মেঘলা আকাশটা নিরব হয়ে আছে, এই শহরটা শান্ত করবে বলে।
২. ওই মেঘলা আকাশটা যেন আকাশেই মানায়, বৃষ্টি এলে হয়তো সেই আকাশে সৌন্দর্যটাই আর দেখা যাবে না।
৩. আকাশটা কিন্তু সব সময় মেঘলা থাকে না, হয়তো বা তোমার আমার জন্য মেঘলা আকাশ মেঘে ছেয়ে আছে তুমি আমি ভিজবো বলে।
৪. ওই মেঘলা আকাশ কখন যেন বৃষ্টি হয়ে ঝড়ে পড়বে, তোমার ওই ক্লান্ত হৃদয়কে প্রশান্ত করার জন্য।
৫. ওই মেঘলা আকাশ দেখে মন চায় না ঘরে থাকতে, কখন যেন বৃষ্টি নামে এই খোলা মাঠে কিছু গল্প রেখে চলে যাবে ঐ দূর আকাশে।
৬. আকাশটাতে আজ মেঘ এসে বলে গেলো তোমায় আমায় নিয়ে আকাশে ভেসে বেড়াবে।
৭. এই মেঘলা আকাশের এই রোমান্টিক মুহূর্তে তুমি আর আমি বসে আছি খোলা আকাশের নিচে, চলনা দুজনে হারিয়ে যাই কোথাও আজ এই মুহূর্তেই।
মেঘলা আকাশ নিয়ে রোমান্টিক ক্যাপশন
১. দুপুর বেলার সেই মেঘলা আকাশ যেন শুধু তোমার কথাই মনে করিয়ে দেয়, আর বারবার যেন তোমাকে নিয়েই গান গেতে ইচ্ছে হয়।
২. পূর্ণিমা রাতের মেঘলা আকাশের ঐ চাঁদটা যেন, তোমার আমার অপেক্ষায় বসে আছে কিছু বলবে বলে।
৩. ওই মেঘলা আকাশের কাছে অনেক মেঘ জড়ো হয়ে আছে, তোমার কাছে নামবে বলে তোমার অপেক্ষায় বসে আছে তুমি কি প্রিয় তাতে ভিজতে চাও।
৪. পড়ন্ত বিকেলে মেঘলা আকাশের মায়াবী দৃশ্যের সাথে তোমার সেই মিষ্টি হাসি যেন এক পাহাড়ি ঝরনা।
৫. তুমি আর আমি ওই মেঘলা আকাশের আড়ালে গিয়ে সব স্মৃতিগুলো গুছিয়ে নিয়ে আবার চলে আসব।
৬. মেঘলা আকাশের সেই মায়াবী মেঘ গুলো অপেক্ষা করছে তোমার আমার জন্য, চলনা দুজনে একটু বৃষ্টিতে ভিজে আসি।
মেঘলা আকাশ নিয়ে কবিতা
মেঘলা আকাশ
কে এম আব্দুল্লাহ রিয়াদ
আকাশটা আজ রাগ কোরেছে,
কাঁদছে অঝোর ধারায় !
মনটা আমার উদাস তাই,
কেমনে বলো সারায় !
এমন ক্ষণে, গৃহ কোণে থাকতে চায় না মন !
মেঘলা আকাশ বলতো দেখি !
আমি ও যদি কাঁদতে থাকি;
লাগবে তোমার কেমন ?
আমার মেঘলা আকাশ
সুলেখা শামুক
এখন আমার মেঘলা আকাশ একলা থাকার দিন,
এখন আমার নিজের কাছেই নিজেই অনেক ঋণ।
এখন আমার আকাশ জুড়ে মেঘের আনাগোনা,
মেঘ আকাশের রোদের স্বপ্ন বৃথাই শুধু ভুনা।
এখন আমার আকাশ জুড়ে ঝড়ের পূর্বাভাস,
বৃক্ষ তলে হলুদ পাতার নীরব দীর্ঘশ্বাস ।
এখন আমার চেনা আকাশ শুধুই মেঘে ডাকা,
এখন আমার সারাটা দিন একলা একা থাকা।
সর্বশেষ কথাঃ
মেঘলা আকাশ নিয়ে যে কথাগুলো লেখা হয়েছে যদি করে থাকেন তাহলে আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছের মানুষের মাঝে শেয়ার করবেন তাদেরও ভালো লাগবে। এরকম আরো পোস্ট পেতে সাইটে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।