আজকে এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হবে মায়া নিয়ে উক্তি, মায়া নিয়ে স্ট্যাটাস, মায়া নিয়ে ছন্দ, মায়া নিয়ে গল্প, মায়া নিয়ে মেসেজ ও কবিতা। আপনারা অনেকেই আছেন যারা মায়া নিয়ে বিভিন্ন উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ গল্প মেসেজ ও কবিতা সংগ্রহ করে থাকেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ার জন্য এবং নিজের মায়ার অনুভূতিগুলো শেয়ার করার জন্য। তো আশা করি যে এই পোস্ট থেকে নতুন নতুন মায়া নিয়ে বিভিন্ন উক্তি স্ট্যাটাস ছন্দ গল্প মেসেজ ও কবিতা খুঁজে পাবেন। তাহলে আর সময় নষ্ট না করে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং আপনাদের পছন্দ অনুযায়ী মায়া নিয়ে বিভিন্ন উক্তি ও স্ট্যাটাস গুলো সংগ্রহ করে নিন।
মায়া নিয়ে উক্তি
১. মানুষ কখনো সত্যকে শুনতে চায় না কারণ তারা মায়া কাটিয়ে উঠতে চায় না বলে।
২. যে মায়াকে ধরে রেখে সত্যকে চেপে রাখে, সে কখনো জ্ঞানীদের পরিচয় দিতে পারবে না।
৩. এই দুনিয়ার মায়ায় যে পড়েছে, সে এই দুনিয়া ছেড়ে কখনোই চলে যেতে চাইবে না।
৪. মায়া এমন একটি জিনিস যা এই দুনিয়ার সকল দুঃখকে ভুলতে পারে, অত্যাচার, অপমান ভুলতে পারে কিন্তু মায়া জিনিসটা কখনো ভুলতে পারে না।
৫. মায়ার এক বিশ্বস্ত বিষয় হলো মায়া, যা অন্য কিছু দিয়ে লুকিয়ে রাখা যায় না।
৬. এই পৃথিবীতে যে মায়ার পিছনে পড়েছে, সে তার দুঃখ-কষ্ট, বেদনা, অপমান, জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্ত সবকিছুই যেন ভুলে গেছে।
৭. যে নারীর মায়ায় পড়েছে, সে তার জীবনকে সবকিছু থেকে বিসর্জন দিয়েছে।
মায়া নিয়ে স্ট্যাটাস
» মায়া এমন একটি অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে যেতে।
» ভালোবাসায় এমনই একটি মায়া কাজ করে, যেখানে ভিন্ন নারীতে ভিন্ন মায়া কাজ করে।
» কখনোই মায়ার প্রতি মানুষের আকর্ষণকে তুচ্ছ হিসেবে ভাববে না।
» একটি জীবনের আনন্দের মুহূর্তগুলো থেকে বিরত রাখে শুধু একমাত্র মায়ায়।
» নারী তুমি এত মায়াবতী কেন, তোমার মায়ায় পড়ে আমি হারিয়ে ফেলেছি আমায়।
» মায়াকে অস্বীকার নয় বরং মায়াকে কাটিয়ে উঠার নামই হচ্ছে জ্ঞানীর আসল পরিচয়।
» একজন মানুষের প্রতি মায়ায় পড়া মানে, সেই মানুষটি অসহায়।
» তোমাকে পাবার আশায় আমার ভেতর যে মায়া তৈরি হয়েছে তা কখনো কমবে না বরং দিন গেলে বাড়বে।
মায়া নিয়ে ছন্দ
» যদি মানুষের মাঝে মায়া নাই থাকতো, তাহলে এই দুনিয়াতে হয়তো ভালোবাসাই সৃষ্টি হতো না।
» নির্দিষ্ট কারো মায়ায় আটকে যাওয়া মানুষগুলোই অসহায় হয়।
» মায়ার শুরু সেখানেই যেখানে গভীর ভালোবাসা রয়েছে।
» যদি কখনো কিছুর মায়ায় পড়ে যাও তাহলে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, না হয় ধ্বংস হয়ে যাবে।
» যে সত্যিকারের ভালবাসতে জানে সে আপনাকে কখনো ছেড়ে চলে যাবে না কারণ, সে আপনার মায়ায় আটকায়িত আছে।
» মায়া জিনিসটি এমনই যা আপনাকে দুর্বল ও অসহায় বানিয়ে ফেলে।
» আমি যার প্রতি আসক্ত, সে আমার প্রতি বিরক্ত তবুও তার প্রতি আমার একটা জিনিস আজও কাজ করে সেটা হল মায়া।
মায়া নিয়ে গল্প
একটি মানুষ যে কোন কিছুর মায়া পড়তে পারে সেটা হোক বা মানুষ পশু গাছপালা নদী-নালা ইত্যাদি। যে কোন কিছুর মায়ায় পড়তে পারে সে। কারণ মানুষ হচ্ছে একটি অদ্ভুত কখন কার মায়া পড়ে যায় সে নিজেও বলতে পারবে। মানুষ কিছু সময় তার নিজের মধ্যে থাকে না কারণ সে অন্যের মায়ায় পড়ে নিজেকে হারিয়ে ফেলে। দুনিয়াতে কতই না মানুষ মায়ায় পড়ে আজ সে আড়াল হয়ে কোথায় আছে কেমন আছে তার খবর কেউ জানে না।
যদি মায়া থেকে যে বেরিয়ে আসতে পারেন, তাহলে জীবনের একটি লক্ষ্য বা সাফল্যের রাস্তা খুঁজে পাবেন না। নয়তো জীবন এলোমেলো হয়ে কোথায় হারিয়ে গেছেন নিজেও বুঝতে পারবেন না শুধু মায়ার নেশায় নিজেকে মগ্ন রেখে দিনরাত পার করে দিবেন। তাই তো বলি যদি পারেন তাহলে মায়া থেকে বেরিয়ে আসুন, জীবনকে সঠিকভাবে গড়ে তুলুন এবং একটি সুন্দর পরিবার গঠিত করে জীবনকে সুখী ও উজ্জ্বলময় করে তুলুন।
মায়া নিয়ে মেসেজ
# তোর মায়ায় আমায় বড় বিরক্ত করছে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়।
# তুমি হয়তো আজ পাশে নেই কিন্তু তোমার স্মৃতি আর মায়া নিয়েই আজও আমি বেঁচে আছি।
# যদি জীবনে সফলতা পেতে চাও তাহলে মায়াকে ত্যাগ করতে হবে, তা না হলে সফলতা সম্ভব নয়।
# বন্ধুরে তোর মায়ায় আমি হইলাম দিওয়ানা, তোরে ছাড়া থাকা যেন কোনো ভাবেই সম্ভব না।
# মায়া জিনিসটাকে ত্যাগ করতে না পারলে জীবনে সফলতার মুখ দেখাও সম্ভব নয়।
# মায়া এমনি একটি জিনিস যা এই দুনিয়ার যে সবচেয়ে বড় নেশা তার চেয়েও খারাপ।
# এই জীবনে তো কত লোকই আসবে যাবে কিন্তু যার মায়ায় পড়েছ তাকে কখনো হারানো যায় না।
মায়া নিয়ে কবিতা
ভালোবাসো ভালবাসার মত করে
আয়েশা নুর
প্রিয় যেতে চাইলে বল,
মায়া বাড়িয়ে কি লাভ।
নিমিষেই মুক্তি দিব,
অপূর্ণই থাক প্রেম আলাপ।
তবুও তো ঘৃণা জমবে না,
জমবে না কোন অভিশাপ;
ভেবে ঠকিয়েছো আমায়।
না হয় রইল কিছু ছোঁয়া,
হৃদয়ের অতল দিকটায়।
আর যদি ভালোবাসো,
তাহলে ভালোবাসো;
ভালবাসার মত করে ।
যেন আমি তোমাতেই বিভোর হই,
প্রতিটি ভোরে , দুপুরে,
সন্ধ্যায়, সুদূর সমুদ্দুরে;
আর জন্ম জন্মান্তরে।