কাঠ গোলাপ নিয়ে উক্তি, ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ ও কবিতা

0
22
কাঠ গোলাপ নিয়ে উক্তি, ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ ও কবিতা

পৃথিবীকে সবচেয়ে সৌন্দর্য ও সুদর্শন করে তোলে একমাত্র ফুল, যা মানুষের মনের আবেগ, দুঃখ-কষ্ট, বেদনা ভুলিয়ে দিতে পারে এক মুহূর্তের মধ্যে। আর সেই ফুল গুলোর মধ্যে একটি হলো কাঠ গোলাপ ফুল যা খুব কম সংখ্যক মানুষেরই অপছন্দ হতে পারে কিন্তু সবারই এই ফুলটি খুবই প্রিয়। তো আজকে এই পোস্টের মাধ্যমে তুলে ধরবো আর গোলাপ নিয়ে কিছু সুন্দর সুন্দর উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ ও কবিতা।

আপনারা যারা এই কাঠ গোলাপ নিয়ে বিভিন্ন ধরনের উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ এগুলোর খোঁজ করে থাকেন। আশা করি এই পোস্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কাঠ গোলাপ নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ পেয়ে যাবেন। তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং নিজেদের পছন্দ অনুযায়ী উক্তি ক্যাপশন স্ট্যাটাস ও ছন্দ গুলো সংগ্রহ করে নিন।

কাঠ গোলাপ নিয়ে উক্তি

 কাঠ গোলাপ নিয়ে উক্তি

১. ভোরের কুয়াশা ভেজা কাঠ গোলাপের দৃশ্য যেন আমার পুরো সকালটা ভালো কেটে যায়।

২. প্রিয় তোমার জন্য কাঠ গোলাপ এনে রেখে দিয়েছি, সময় পেলে এসে নিয়ে যেও।

৩. একগুচ্ছ কাঠ গোলাপ এনেছি তুমি চাইলে রেখে দিতে পারো, কিন্তু তার বিনিময়ে তোমার কাছে এক প্রহর ভালোবাসা উপহার চাই।

৫. প্রিয় তুমি কি আমার বাগানের কাঠ গোলাপ হবে, তোমার বড্ড যত্নে রাখতাম।

৬. আমি কাঠ গোলাপ এর মাঝে তোমায় খুঁজে পাই, তাইতো আমি কাঠ গোলাপের মায়ায় পড়ে গেছি।

৭. কাঠ গোলাপের মতো করে যত্ন করে রাখবো তোমায়, তুমি শুধু পাশে থেকো। 

কাঠ গোলাপ নিয়ে ক্যাপশন

কাঠ গোলাপ নিয়ে ক্যাপশন

» কে গো তুমি কাঠ গোলাপের মতো রূপ তোমার, তোমায় দেখেই যেন মুগ্ধ হয়ে যায়।

» কাঠ গোলাপের সাদার মধ্যে হলুদের যে কি সুন্দর একটি দৃশ্য, সেটা না দেখলে হয়তো বোঝা যায় না।

» কাঠ গোলাপের বাগানে গেলে আমার আর কোন ইচ্ছে থাকে না, থাকে না কোন আশা, কোন আকাঙ্ক্ষা।

» কাঠ গোলাপের মতো সৌন্দর্য আমি তোমার মাঝে খুঁজে পাই, প্রিয় আমার হৃদয়ে তুমি কাঠ গোলাপের মতই ফুটে থাকো।

» এই অলস রোদের মাঝে যেন কাঠ গোলাপের সৌন্দর্য আরো বেড়ে গেছে আর প্রাণ জুড়ানো এক পরিবেশ সৃষ্টি হয়েছে।

» আজ আমি কাঠ গোলাপের গন্ধে মাতোয়ারা হয়ে গেছে, ঠিক যেন স্বর্গীয় অনুভূতি হচ্ছে আমার।

» প্রিয় তোমার জন্য কিছু কাঠ গোলাপ রেখে দিয়েছি, তোমার খোপায় বেধে দেবো বলে, আমার অনেক দিনের আশা ছিল এটি।

কাঠ গোলাপ নিয়ে স্ট্যাটাস

কাঠ গোলাপ নিয়ে স্ট্যাটাস

১. প্রিয় আমি তোমার সাথে কাঠ গোলাপের তুলনা করব না, কারণ তোমার মাঝে হাজারো ফুলের সুবাস রয়েছে।

২. কি অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে কাঠ গোলাপ গাছটি, পৃথিবীতে যেন এরকম পরিবেশ খুব কমই দেখা যায়।

৩. কাঠ গোলাপের তো কতই রং আছে কিন্তু তার থেকেও অনেক রং খুঁজে পাই আমি তোমার মাঝে।

৪. বৃষ্টি এসে কাঠ গোলাপের সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিল, ঠিক এমনই তুমিও আমার জীবনে এলে তোমার সৌন্দর্য বাড়িয়ে দেব।

৫. কাঠ গোলাপের বৃত্তে রয়েছে হাজারো ভালোবাসার গল্প, যে গল্পগুলো অনেকেরই অজানা থেকে যায়।

৬. মাঝে মাঝে হঠাৎ করেই কাউকে মনে ধরে যায়, ঠিক যেমন কাঠগোলাপের মধ্যে যেমন চোখ আটকে যায়।

কাঠ গোলাপ নিয়ে ছন্দ

কাঠ গোলাপ নিয়ে ছন্দ

» হ্যাঁ আমি কাঠ গোলাপকে ভালোবাসি কারণ, কাঠ গোলাপের গন্ধে খুঁজে পাই হারানো কিছু স্মৃতি।

» বৃষ্টি এসে যেমন কাঠ গোলাপকে ছুঁয়ে দেয়, ঠিক এমন করেই আমিও তোমায় ছুঁতে চাই।

» কালো কেশে আর কালো শাড়িতে খুবই অপূর্ব লাগছে তোমায়, মাথায় যদি একটি কাঠ গোলাপের মালা থাকতো তাহলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো তোমায়।

» তোমায় যেদিন প্রথম দেখেছিলাম ঠিক তেমনি অনুভব হয় এ কাঠ গোলাপকে দেখে, কেন তা জানি না।

» এই ঘন কুয়াশায় কাঠ গোলাপের দৃশ্য দেখে আমি আর চোখ এদিক সেদিক করতে পারছি না, কি হবে এখন আমার।

» প্রিয় তুমি আমার কাছে তখনই এসো, যখন আমার কাঠ গোলাপের নেশাটা কেটে যায়।

» কাঠ গোলাপ এতই সুন্দর যে, সে যেন কাঠের তৈরি একটি ফুল, একবার দেখলে তাকে শুধু দেখতে মন চায়।

কাঠ গোলাপ নিয়ে কবিতা

কাঠ গোলাপ 

হাসান মাহমুদ

আমি কাঠ গোলাপের হলুদ ছোঁয়ায়,

খুঁজে পাই তোমায়।

কাঠ গোলাপের প্রত্যেকটি পাপড়ির মাঝে,

আমি খুঁজে পাই তোমায়।

কাঠ গোলাপের মত সুবাসে,

আমি অনুভব করি তোমায়।

কাঠ গোলাপের মধ্যে সেই লাল ভাজে,

যেন তোমার ওই মুখটি ভেসে ওঠে।

কাঠ গোলাপের স্নিগ্ধ চেহারায়,

যেন তোমার মুখ খানাই;

ভেসে ওঠে বারে বার।

আমি ভালোবাসার প্রতিটি মরে যেন,

তোমাকেই খুঁজে পাই প্রিয়।

কাঠ গোলাপের ফিরতি পথের,

তুমি যেন এক বন্য আদিম;

এক নেশার ঝোঁক।

কাঠ গোলাপের নেশায় যেন,

আজ তোমাকেই হারিয়ে ফেলেছি।

শেষ কথা

তো প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা যদি এই পোস্টটি সম্পন্ন পড়ে থাকুন তাহলে আশা করি ভালো লেগেছে । যদি এই পোস্টটি পড়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আরো বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন না হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন।