আপনারা কি গ্রামীনফোনের ইমু ইন্টারনেট অফার খুঁজছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এ পোস্টের মাধ্যমে গ্রামীনফোনের ইমু অফার এর যাবতীয় তথ্য পেয়ে যাবেন। বর্তমানে আমাদের সবার ঘরে ঘরে ফোন ব্যবহার করি এবং আমরা গ্রামীণফোন সিমটি বেশি ব্যবহার করে থাকি তাই আমাদের এই গ্রামীণফোন অপারেটর এর ইমো প্যাক গুলো বেশি ব্যবহার করে থাকি। এবং গ্রামীণফোন আমাদের স্বল্প মূল্যের খুব ভালো অফার দিয়ে থাকে।
বর্তমানে সারাবিশ্বে ইমো সফটওয়্যার টি ব্যবহার করে কারণ এর মাধ্যমে অডিও কল, ভিডিও কল, এসএমএস এর মাধ্যমে কথা বলছে। যার যখন ইচ্ছা সে তেমন ভাবেই একজন আরেক জনের সাথে যোগাযোগ করছে খুব সহজেই। আপনারা যারা জিপি ইমু অফার খুঁজছেন কিন্তু কোথাও পাচ্ছেন না। এই পোস্টের মাধ্যমে গ্রামীনফোনের ইন্টারনেট এবং আরো কিছু আকর্ষণীয় অফার সম্পর্কে সকল তথ্য দেওয়া হবে। যাতে আপনাদের প্যাকগুলো কিনতে সুবিধা হয়।
জিপি ইমু প্যাক অফার
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি সবার অবস্থা কিন্তু এক না, একজনের অবস্থা একেক রকম। তাই যার যার সামর্থ্য অনুযায়ী তেমন ইন্টারনেট প্যাক ব্যবহার করে থাকি। আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনারা সব ধরনের জিপি ইমো প্যাক পেয়ে যাবেন এবং সঠিক তথ্যের মাধ্যমে আপনারা প্যাকগুলো একটিভ করতে পারবেন। আমরা দুই ধরনের মাধ্যমে প্যাক গুলো কিনতে পারব যেমন নির্দিষ্ট পরিমান টাকা রিচার্জ করে অথবা ডায়াল কোড এর মাধ্যমে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই জিপি অপারেটর আমাদের কি কি ইমো প্যাকেজ অফার গুলো দিচ্ছে।
জিপি ২৮ টাকায় ২৫০ এমবি অফার
আপনারা অনেকেই আছেন যারা খুব অল্প এমবি ব্যবহার করে থাকেন ইমু প্যাক এর জন্য। তাদের জন্যই এই অফারটি খুব ভালো হবে, আপনারা এই অফারটি নিতে পারেন। কারণ অল্প টাকার মধ্যে অনেক দিনের মেয়াদ পাওয়া যাবে না এই অফারটিতে।
- রিচার্জ করতে হবে ২৮ টাকা।
- অফারের মেয়াদ ৩০ দিন ।
- এক্টিভেশন কোড *১২৩*৫৬#।
- এই অফারটি চেক করতে ডায়াল করতে হবে *১২১*১*২#।
জিপি ৬৪৯ টাকায় ১৫ জিবি অফার
এই অফারটি বিশেষ করে যারা সবসময় ইমু ব্যবহার করে থাকেন বা সবসময় কথা বলেন, তাদের জন্য এই প্যাকটি খুব ভালো হবে। কারণ আপনি সারা মাস নিশ্চিন্তে এই অফারটি ব্যবহার করতে পারবেন যেমন ইচ্ছা তেমন করে। এই অফারটি হলো জিপি ইমো ইন্টারনেট এর সবচেয়ে বড় অফার।
- রিচার্জ করতে হবে ৬৪৯ টাকা।
- অফারটির মেয়াদ ২৮ দিন ।
- এক্টিভেশন কোড *১২১*৩৩৯৩#।
- এই অফারটি চেক করতে ডায়াল করতে হবে *১২১*১*২#।
জিপি ৩৯৯ টাকায় ৫ জিবি অফার
আমরা অনেকেই আছি যারা কয়েক জিবি দিয়েই মাস পারি করতে হয়, তাদের জন্য এই অফারটি পারফেক্ট একটি অফার। কারণ আপনারা যারা শুধু তিন বেলা ইমুতে কথা বলেন আর কোন কিছু করা হয় না এই জন্য তাদের এই অফারটি ব্যবহার করা প্রয়োজন মনে করি।
- রিচার্জ করতে হবে ৩৯৯ টাকা।
- অফারের মেয়াদ ২৮ দিন।
- এক্টিভেশন কোড *১২১*৩৪৫৮#।
- এই অফারটি চেক করতে ডায়াল করতে হবে *১২১*১*৪#।
আশাকরি অফা গুলো আপনাদের ব্যবহার করে ভালো লাগবে। আর এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের গ্রামীণফোন ব্যবহারকারী বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরো বিভিন্ন সিমের পোস্ট পেতে আমাদের এই সাইটে ভিজিট করুন। এবং আরো কিছু বিষয় যোগাযোগ করতে চাইলে আমাদের পোস্টের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিন।