গাজীপুরের দর্শনীয় স্থান এবং বিখ্যাত কিছু ব্যক্তির নাম

0
7

গাজীপুরের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেই দর্শনীয় স্থানগুলোর কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই পোষ্টের মাধ্যমে তুলে ধরা হবে। আশা করি এই পোষ্টের মাধ্যমে গাজীপুরের যে দর্শনের স্থান বা বিখ্যাত কিছু ব্যক্তিদের নাম পেয়ে যাবেন। তাহলে এক নজরে দেখে নিন গাজীপুরের কিছু দর্শনীয় স্থানগুলো এবং গাজীপুরের কিছু বিখ্যাত ব্যক্তিদের নাম ও তাদের সংক্ষিপ্ত কিছু বর্ণনা।

গাজীপুরের দর্শনীয় স্থান

গাজীপুরের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো গাজীপুর সাফারি পার্ক বা বঙ্গবন্ধু সাফারি পার্ক, জল জঙ্গলের কাব্য, নুহাশ পল্লী, ভাওয়াল ন্যাশনাল পার্ক, বেলাই বিল, সোহাগ পল্লী, ভাওয়াল রাজবাড়ী, ভাওয়াল জাতীয় উদ্যান, দত্তপাড়া জমিদার বাড়ি, সিংগারদিঘী, আনন্দ পার্ক  ও শ্রীফলতলী জমিদার বাড়ি। নিচে এই দর্শনীয় স্থানগুলোর সংক্ষিপ্ত কিছু তথ্য দেওয়া হল।

  • বঙ্গবন্ধু সাফারি পার্ক

ঢাকা থেকে টাঙ্গাইল মহাসড়কে মাত্র ৪০ কিলোমিটার যেতেই বাঘের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নে এই বঙ্গবন্ধু সাফারি পার্কটি অবস্থিত। বিশাল এই পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি যেমন সিংহ ,বাঘ, সাদাসিংহ, জেব্রা, জিরাফ, আফ্রিকান চিতা, হরিণ, ময়ূর, ভাল্লুক, হাতি বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে। এই পার্কটিতে বিভিন্ন ধরনের বিনোদনের জায়গা।

  • আনন্দ পার্ক

গাজীপুর  জেলয় কালিয়াকৈর উপজেলার একটি পরিচিত জায়গা হল এই আনন্দ পার্ক। প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে যাওয়া এক অন্যতম জায়গা যেখানে মন ভালো করার শান্তশিষ্ট একটি জায়গা। যেখানে রয়েছে বিনোদন এর সব আয়োজনের ব্যবস্থা। ঢাকার মধ্যে যারা বসবাস করেন তারা চাইলেই একদিনের মধ্যে ঘুরে আবার আসতে পারবেন এই জায়গাটি থেকে।

  • ভাওয়াল রাজবাড়ী

বাংলাদেশের মধ্যে আরেকটি অন্যতম রাজবাড়ী হলো এই ভাওয়াল রাজবাড়ী যেটি অবস্থিত হলো গাজীপুর জেলায়। রাজবাড়ীটি স্থাপিত হয়েছে ১৭০৪ সালে যা এখনো ঠিক নতুন এর মত দাঁড়িয়ে আছে। এই রাজবাড়ীর বিশাল এলাকা জুড়ে প্রায় ৫ লক্ষ প্রজা বাস করত। এই বাড়িটি রামেন্দ্রনারায়ন রায় এর আমলে স্থাপন করা হয়।

  • শ্রীফলতলী জমিদার বাড়ি

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় শ্রীফলতলী গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি। শ্রীফলতলি জমিদার বাড়িটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে একটি। শ্রীফলতলী জমিদার বাড়ি দুইটি ভাগে বিভক্ত একটি নাম হচ্ছে বড় তরফ এবং আরেকটির নাম হল ছোট তরফ জমিদার বাড়ি।

  • বিলাই বিল

গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলায় কানাইয়া এলাকায় অবস্থিত এই বিলাই বিলটি। গাজীপুরের এক অন্যতম একটি জায়গা ও রুপে-গুনে সৌন্দর্যের শীর্ষে। বিশাল এই বিলটির কিছু জায়গাতে কোন সময়ই পানি শুকিয়ে যায় না। বর্ষাকালে বৃষ্টির মধ্যে এর সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। বিকেল বেলায় যখন সূর্যের আলোটা বিলের মধ্যে গিয়ে পড়ে তখন এর সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়।

  • জল জঙ্গলের কাব্য

গাজীপুর জেলার টঙ্গী উপজেলায় বিশাল প্রকৃতিবিলাস ও প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা একটি জায়গা হল এই জল জঙ্গলের কাব্য বাড়িটি। প্রাকৃতিক এক ভূমিতে অভিকৃত ও আকর্ষিত একটি কুঁড়েঘর রয়েছে এই বিলের উপর। এ যেন এক অন্যরকম পরিবেশের সাথে মিলে যাওয়া। জল জঙ্গলের কাব্য যদি না গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন আশা করি ভাল লাগবে।

গাজীপুর রিসোর্ট 

গাজীপুরের যে বিখ্যাত রিসোর্টগুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রিনভিউ গোলাপ রিসোর্ট, নক্ষত্র বাড়ির রিসোর্ট, ড্রিম স্কয়ার রিসোর্ট, ভাওয়াল রিসোর্ট, সারাহ রিসোর্ট, রিভেরি হলিডে রিসোর্ট, ও গ্রিনটেক রিসোর্ট। গাজীপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে যে রিসোর্ট গুলো রয়েছে তার মধ্যে থেকে উপরে দেওয়া এই রিসোর্ট গুলোই সেরা এবং উন্নত মানের। তো আপনারা যারা গাজীপুর রিসোর্টে যেতে চান আশা করি এখানকার দেওয়া যে কয়টি রিসোর্ট রয়েছে এগুলোতে গেলে হয়তো বা আপনাদের ভালো লাগবে এবং ইনজয় করতে পারবেন।

গাজীপুরের বিখ্যাত ব্যক্তি

গাজীপুরের যে বিখ্যাত ব্যক্তি গুলোর অবস্থান ছিলেন এবং অবস্থান করছেন তাদের কিছু সংক্ষিপ্ত রূপে তথ্য দেয়া হলো। তাহলে নিচ থেকে দেখে নিন কে কে ছিলেন গাজীপুরের বিখ্যাত ব্যক্তি এবং বর্তমানে রয়েছে।

১. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন যিনি ,,,,,,  মৃত – তাজ উদ্দিন আহমেদ।

২. রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মহিলা আসন – রুমানা আলি।

৩.  বাংলাদেশী মহিলা রাজনীতিবিদদের মধ্যে অন্যতম – সৈয়দা জোহরা তাজউদ্দিন।

৪.  রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী – ফকির আব্দুল মান্নান শাহ।

৫.  বিএনপি’র শ্রেষ্ঠ নেতা ও বাংলাদেশের সাবেক পাঠমন্ত্রী ,,,,,, মৃত – এ এস এম হান্নান শাহ।

৬. বাংলাদেশের শিল্প উন্নয়ন এক অন্যতম কৃতি সন্তান ক কেয়া গ্রুপের কর্ণধার – আব্দুল খালেক।

৭. মহান সংগ্রামী নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠনের কিছু ব্যক্তি, মরহুম শামসুল হক, মরহুম হাবিবুল্লাহ, মরহুম শহীদ আলী ও শহীদ আহসান উল্লাহ মাস্টার।

গাজীপুরের বিখ্যাত খাবার

গাজীপুরের বিখ্যাত খাবার গুলোর মধ্যে হচ্ছে পেয়ারা ও কাঁঠাল। বলতে গেলে কাঁঠাল ও পেয়ারা এই গাজীপুর থেকে ছড়িয়ে পড়ে সারা দেশে। এই জেলাটিতে পেয়ারা এবং কাঁঠাল খুবই ভালো উৎপাদন হয় এবং এর গুণগত মান ও চাহিদাও খুবই ভালো। এই গাজীপুরে প্রচুর পরিমাণ পেয়ারা ও কাঁঠাল উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে পেয়ারা কম বেশি সারা বছর পাওয়া যায় এই গাজীপুর জেলায়। কাঁঠাল শুধু মৌসুমী সময়ে পাওয়া যায়।

সর্বশেষ কথা

এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার পরিবার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারা এই পোস্টটি পড়তে পারে এবং গাজীপুরের যে বিখ্যাত ব্যক্তি ও খাবার এবং যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে সে সম্পর্কে জানতে পারে। এরকম আরো বিভিন্ন ধরনের পোস্ট পেতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here