দাঁতের ব্যাথার ঔষধের নাম ও দাঁতের ব্যথা বা যন্ত্রণা কমানোর উপায়।

দাঁতের ব্যাথার ঔষধের নাম ও দাঁতের ব্যথা বা যন্ত্রণা কমানোর উপায়।

আজকাল দাঁতের ব্যথার সমস্যা মনে হয় দিন দিন সবারই বেড়ে যাচ্ছে। দাঁতের ব্যথার সমস্যা খুবই জটিল একটি সমস্যা। দাঁতের ব্যথা শুরু হলে মনে হয় যে এর থেকে খারাপ কোন ব্যথা আর এ জগতে নেই। তো যাই হোক আপনারা যারা দাঁতের যন্ত্রণায় ভুগছেন কিন্তু এর কোন স্থায়ী সমাধান পাচ্ছেন না।

আশা করি এই পোস্টটি যদি আপনারা সম্পূর্ণ পড়েন তাহলে কি কি কারণে দাঁত ব্যথা হতে পারে, দাঁতের ব্যথার ওষুধের নাম এবং দাঁত ব্যথার যন্ত্রণা কমানোর উপায় এ সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তাহলে আর সময় নষ্ট না করে সম্পূর্ণ পোস্ট পড়ুন এবং জানুন যে কি কি কারণে দাঁত ব্যথা হতে পারে দাঁতের জন্য কোন কোন ওষুধ সবচেয়ে ভালো কাজ করে এবং দাঁতের ব্যথা কমানোর উপায় কি।

কি কি কারণে দাঁত ব্যথা হতে পাড়ে ? 

এই দাঁতের ব্যথা এমনই একটা ব্যথা যা কোন বয়স মানে না কোন ব্যক্তি না কোন বৃদ্ধ না কোন যুবক-যুবতী। আমাদের দাঁত ব্যথা নানা কারণে হতে পারে। তাই আমাদের প্রথম কাজ হল দাঁত ব্যথার কারণ জানা। 

১। মাড়িতে ইনফেকশনের ফলে বা মাড়িতে ফোড়া হওয়ার কারণেও দাঁত ব্যথা হয়।

২। দাঁতের ক্যালিসিয়ামের অভাবে দাঁতে ব্যথা হয়।

৩। দাঁতের ভেতর পেকে গেলে সেই জায়গাতে ফোড়া হয়ে খাদ্য আটকে থেকে দাঁত ব্যথা হয়।

৪। আক্কেল দাঁত ওঠার সময় দাঁত ব্যথা হয়।

৫। নিয়মিত দাঁত ব্রাশ না করলে বা দাঁত পরিষ্কার না করলে দাঁতে ব্যাকটেরিয়া আক্রমণের ফলে দাঁত ব্যথা হয়।

৬। যদি কোন কারণে দাঁত ক্ষয় হয় তাহলে দাঁত ব্যথা হয়।

দাঁত ব্যাথার প্রাথমিক কিছু ট্যাবলেট 

দাঁত ব্যথার ওষুধ গ্রহণের পূর্বে জেনে নিতে হবে কোন কারনে দাঁত ব্যথা হচ্ছে। আশা করি সেটা আপনারা উপর থেকে দেখতে পেরেছেন। বাজারে অনেক ধরনের দাঁত ব্যথার ওষুধ রয়েছে। তবে দাঁতের হালকা ব্যথার জন্য প্যারাসিটামল, নাপা ওয়ান বা ফেনামিক খেলে অনেক ভালো কাজ করে। অতিরিক্ত ব্যথা অনুভব করলে দ্রুত ডাক্তারের চিকিৎসা নিতে হবে। নির্দিষ্ট কারণ জেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করতে হবে।

Fenamic 500 mg : এই ওষুধটি দাঁত ব্যথা দূর করার জন্য অত্যন্ত ভালো একটি ট্যাবলেট।এই  ট্যাবলেটটি সর্বনিম্ন ১৮ বছর বয়সীদের জন্য, এই ওষুধটি দিনে দুই থেকে তিনবার একটি করে খেতে হবে। ট্যাবলেট টি টানা ৩ দিন খেতে হবে, আর যদি না কমে তাহলে ৫ দিন।

Fenamic 250 mg : এই ওষুধটি পাঁচ থেকে ১৮ বছর বয়সীদের জন্য দিনে দুই থেকে তিনবার পরপর তিন দিন, ব্যথা থেকে গেলে পাঁচ দিন খেতে হবে। 

Napa One : এই ওষুধটি এমন কোন লোক নেই যে চেনেন না, এই ওষুধটি ১৮ এর উপরের বয়সীদের প্রতিদিন ২ টি করে সকাল এবং রাতে খেতে হবে এবং ১৮ এর নিচে বয়সিদের একটি ট্যাবলেট ভাগ করে অর্ধেক টুকু খেতে পারবে। 

দাঁতের ব্যাথার ঔষধের নাম

দাঁতের ব্যথার ওষুধের সবচেয়ে জনপ্রিয় এবং ভালো কার্যকারী কিছু ওষুধের নাম এর তালিকা নিচে দেওয়া হল। আপনারা এখান থেকে যেকোনো একটি ওষুধ ব্যবহার করতে পারেন আশা করি এতে খুবই ভালো ভালো পাবেন। 

* Moxacil 500 mg 

* Ecox 90 mg

* Arcoxia 120 mg

* Exilok 20 mg

* Torimon 120 mg

* Tory 120 mg

* Cox-E 120 mg

* Amodis 400 mg 

* Algirex 120 mg 

দাঁতের ব্যথা কমানোর উপায়

দাঁতের ব্যথা কমানোর জন্য অনেকে অনেক কিছুই করে থাকেন, একটি মানুষ যদি অসুস্থ হয়ে পরে তাহলে সে যে যাই বলুক তাই করার চেষ্টা করে। দাঁতের ব্যথা কমানোর জন্য কিছু প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে দেখুন আশা করি ভালো ভালো পাবেন। দাঁতের ব্যথা কমানোর জন্য নিচে কিছু নিয়ম দেওয়া হল সেগুলো অনুসরণ করতে পারেন এতে আপনাদের দাঁতের জন্য খুবই উপকারে আসতে পারে। 

লবণ পানিঃ সাধারণত আমরা সবাই জানি লবন পানি মারি ফোলা, দাঁতে ব্যথা, গলা ব্যথা ইত্যাদির জন্য খুবই উপকারী। কুসুম গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে দিনে তিন থেকে চার বার কল করছি ও গড়গড়া করলে দাঁতে ব্যথা ও গলা ব্যথা দূর হয়।

লবণঃ লবণ গোলমরিচের গুঁড়া পানি মিক্সড করে একটি পেস্ট তৈরি করুন। লব নকল মরিচের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়ারোধী ও অ্যানালজরসসিক উপাদান। এখন পেস্ট ব্যথা যুক্ত স্থানে লাগান। এতে ব্যথা দ্রুত কমে যাবে।

নিম পাতাঃ নিম পাতা ব্যাকটেরিয়া দূর করার জন্য খুবই ভালো একটি কার্যকরী ওষুধ। নিম পাতা দিয়ে পানি ফুটিয়ে নিন।উক্ত পানি ছেঁকে নিয়ে দাঁতে এক চামচ লবণ মিক্স করুন। তারপর ওই পানি দিয়ে কুলকুচি করুন ও মুখ দিয়ে ফেলুন। এতে অনেক আরাম মিলবে।

লবঙ্গঃদাঁতে যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে দুটি লবঙ্গ পিষে নিন, কারণ লবঙ্গ ইনফেকশনের বিরুদ্ধে খুবই ভালো কাজ করে। তাতে দুই ফোটা অলিভ অয়েল তেল নিয়ে একটি দ্রবণ তৈরি করুন। দ্রবণটি ব্যথাযুক্তির স্থানে লাগান এবং জিভ দিয়ে চেপে ধরে থাকুন। দেখবেন কয়েক মিনিটের মধ্যে ব্যথা কমে গেছে।

কাঁচা রসুনঃ রসুন হলো এন্টিবায়োটি হিসেবে খুবই দ্রুত কাজ করে। যেকোনো ব্যথা কমানোর জন্য রসুন খুবই উপকারী। দাঁতে ব্যথা দূর করার জন্য একুয়ার ফোন চিবিয়ে খান এদের দ্রুত ফলাফল পাবেন।

পেয়ারা পাতাঃ সাধারণত দেখা যায় যে গ্রামের বাড়িতে কারোর দাঁত ব্যথা হলে মুরুব্বিরা বলে পেয়ারা পাতা চিবুতে। পেয়ারা পাতার রস দাঁত ব্যথার জন্য খুবই উপকারী। পেয়ারা পানিতে সিদ্ধ করে উক্ত পানি মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করা যায়।