বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা

আজকে এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হবে বৃষ্টি নিয়ে কিছু স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা। অনেকে আছেন যারা বৃষ্টি নিয়ে অনেক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন খুজে থাকেন ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করার জন্য। তাদের জন্য এই পোষ্টের মাধ্যমে কিছু নতুন স্ট্যাটাস, ক্যাপশন ও রোমান্টিক কিছু কথা তুলে ধরা হচ্ছে আশা করি ভালো লাগবে। তাহলে সময় নষ্ট না করে দেখে নিন বৃষ্টি নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ও কিছু কথা এবং ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করার জন্য পছন্দ অনুযায়ী বেছে নিন স্ট্যাটাস ও ক্যাপশন গুলো।

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

১. এই দুপুর বেলায় বৃষ্টি যেন এসেছে শুধু তোমার সাথে ভিজবো বলে।

২. এই রিমঝিম বৃষ্টিতে মন চায় শুধু তোমার সাথে ভিজতে।

৩. এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না।

৪. এই বৃষ্টিতে আজ একা একা ভিজি আর তোমার কথা অনুভব করি তুমি পাশে থাকলে হয়তো এই বৃষ্টি ভেজা সময়টা অনেক সুন্দর হতো।

৫. তোমার জন্য এক শাপলা বৃষ্টি কুড়িয়ে এনেছি, তুমি কি তাতে ভিজতে চাও।

৬. বৃষ্টিকে ভালবেসে মানুষ প্রকৃতির সাথে মিশে যায়।

বৃষ্টি নিয়ে ফেসবুক স্ট্যাটাস

* কত না অপেক্ষা করে থাকি বৃষ্টি শেষে আকাশে রংধনু উঠবে বলে।

* যদি কখনো বৃষ্টি না হতো তাহলে হয়তো প্রকৃতি এত সুন্দর হতো না।

* আকাশটা যখন মেঘের দলগুলোকে আর সহ্য করতে পারনা তখনই স্বর্গের কান্না ভেঙে পড়ে বৃষ্টি হয়ে।

* আমি বৃষ্টিতে হাটতে চাই, কারণ আমি বৃষ্টিকে ভালবাসি। সেই বৃষ্টিতে কান্না করে চোখের জল গুলো মিশিয়ে দেই যাতে কেউ না দেখে।

* বৃষ্টি যেমন আসার আগে আকাশে অন্ধকার হয়ে যায় আবার বৃষ্টি হওয়ার পর আকাশটা তার সৌন্দর্য ছড়িয়ে দেয় ঠিক তেমনি তুমি আমার জীবনের অন্ধকার সময়ে এসেছিলে, এখন জীবনটা আলোতে ভরিয়ে দিয়েছো।

বৃষ্টি নিয়ে ক্যাপশন

১. আকাশটা দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে কিন্তু তোমাকে দেখে আমার মনে বৃষ্টি চলে এসেছে।

২. দুঃখের পরে যেমন সুখ আসে তেমন আকাশটা মেঘে কালো হওয়ার পর বৃষ্টি আসে এই সময়টার জন্য তুমি আর আমি অপেক্ষা করে থাকি।

৩. আমি বৃষ্টি ভালোবাসি শুধু তোমার জন্য প্রিয় কেননা এই বৃষ্টির মাঝে তোমার সৌন্দর্য খুঁজে পাই।

৪. যদি আবারো ফিরে পেতাম সেই ছোটবেলা তাহলে তোমার সাথে একসাথে বৃষ্টিতে ভিজতাম।

৫. এই শহরে বৃষ্টি আসে আবার চলে যায় কিন্তু তোমার দেখা পাই না অনেক দিন হলো তাই তো এই বৃষ্টিতে ভিজে চোখের জল গুলো মিশিয়ে দেই যাতে কেউ না দেখে।

৬. যদি ফিরে পেতাম  ছোটবেলার সেই দিনগুলি তাহলে ওই রাস্তা দিয়ে তুমি আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে চলে যেতাম অনেক দূরে।

৭. বৃষ্টি হলো এক অমূল্য আশীর্বাদ কারণ বৃষ্টি ছাড়া জীবনের কোন অস্তিত্ব থাকে না।

বৃষ্টি নিয়ে রোমান্টিক ক্যাপশন

> আমি বৃষ্টি কে ভালবাসি কারণ এই বৃষ্টিই আমাকে মনে করিয়ে দেয় ছেলেবেলার সব স্মৃতি গুলো।

> বৃষ্টির পরের যে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য, সেই পরিবেশ অন্য কখনো তৈরি হয় না।

> বৃষ্টি যেমন প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দেয়, ঠিক তেমনি তুমি আমার জীবনে এসে আমার জীবনকে রঙিন করে তুলেছ।

> বৃষ্টি বোধ হয় এজন্যই হয় যে তোমার আমার সকল দুঃখগুলো মুছে দিয়ে যত সুখ সব ঢেলে দিয়ে যায়।

> আজ যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো বা তোমার আমার এই রোমান্টিক মুহূর্তটা তৈরি হতো না।

> যখন বৃষ্টি পড়ে তখন প্রত্যাশা করো রংধনুর, আর যখন নেমে আসে আধার তখন প্রত্যাশা করো তারার।

বৃষ্টি নিয়ে কষ্টের ক্যাপশন

১. এই বৃষ্টিতে এক কাপ চা খেয়ে অনুভব করি তোমাকে নিয়ে সময় কাটানো সব স্মৃতি গুলো।

২. মন তো চায় তোমাকে নিয়ে এই বৃষ্টিতে ভিজি কিন্তু তুমি প্রিয় আজ আমার পাশেই নেই তুমি আছো অনেক দূরে।

৩. মেঘের সাথে অভিমান করে যখন বৃষ্টিগুলো নামে এই আকাশ বেয়ে তখন তোমার সাথে কাটানো সুখ দুঃখের সময় গুলো বারবার পড়ে মনে।

৪. বৃষ্টির পরেই যেমন সূর্যটা আবার আগের মতো হেসে উঠে যায়, ঠিক তেমনি একটি মানুষের দুঃখ চিরদিন থাকে না।

৫. যখনই মেঘেরা ছন্নছাড়া হয়ে এদিক-ওদিক ঘুরে বেড়ায় তখন আকাশটা আর সহ্য করতে না পেরে কান্না করে দেয়, তখন ওই স্বর্গ বেয়ে ভেঙে পড়ে বৃষ্টি।

৬. আমি সব সময় বৃষ্টির মধ্যে আমার দুঃখের কান্না গুলো ভাসিয়ে দেই, কারণ সেই চোখের জল গুলো কেউ দেখেনা।

বৃষ্টি নিয়ে ছন্দ

এই রিমঝিম ধারাতে, চায় মন হারাতে,

বৃষ্টি ভেজা এই স্বপ্নের মুহূর্তে যেন তোমায় খুজে পাই পরিপূর্ণভাবে।

এই রিমঝিম বৃষ্টিতে, তুমি আছো পাশে তে,

দুজনের ভালোবাসায় নেই কেউ বাধা দিতে।

এই রিমঝিম বৃষ্টিতে দাঁড়িয়ে আছি তোমার পাশেতে,

এ যেন এক অন্য পরিবেশে এসে মিশে গেছি।

এই অন্ধকার রাতেতে যদি তুমি আসো বৃষ্টি হয়ে,

তাহলে আমি সারারাত ভিজবো এভাবেই দাঁড়িয়ে।

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি পরে টাপুর টুপর 

বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর।

 কোন রূপসী হেটে যায়, প্রাণে তো আর সহেনা। 

আঁকাবাঁকা মেঠো পথে, কোন রূপসী হেটে যায়,

তাই না দেখে বৃষ্টিতে ভিজে যেতে মন চায়।

বারান্দায় বসে বৃষ্টি টাপুর টুপুর শব্দ শুনে,

শৈশবের কথা হলো মনে কি করি এখন।

অতীতের স্মৃতিগুলো সব জেগে উঠলো,

কে এসে থামাবে সেই আবেগের পাতার পৃষ্ঠা।

অতীতের সব স্মৃতি গুলো যেন আজ কেঁদে,

ভেসে গেল চোখের জল সেই বৃষ্টিতে।

এই বৃষ্টি ভেজা বিকেলে সূর্যের আলো যেন,

তোমার চোখের পাতায় এসে দাঁড়িয়ে,

তোমার সাথে কিছু বলতে চাচ্ছে।

তুমি কি প্রিয় দেখো না চেয়ে।

 রিমঝিম বৃষ্টিতে

 এই রিমঝিম বৃষ্টিতে মন চায় ভিজতে,

 এই রিম ঝিম ধারাতে মন চায় হারাতে।

 এই বৃষ্টি ভেজা সময়ে মনে হল তোমার কাহিনী,

 তুমি নেই পাশে তাই আমি একাই ভিজি।

 এই বৃষ্টি ভেজা মধ্যরাতে তোমার সাথে ভিজতে গিয়ে,

 মনে হল সেই শৈশবের কথা।

 এই অঝোর বৃষ্টিতে তুমি পাশে নেই বলে,

 নিজেকে বড় শূন্য শূন্য মনে হচ্ছে।

  এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে,

 তুমিহীনা সময়টা যেন আর কাটতেছে না।

 বড় একা একা লাগে আজ এই বৃষ্টি ভেজা রাতে,

 তুমি পাশে থাকলে হয়তো,

এই রাতটা আরও ভালো কাটতো।

সর্বশেষ কথাঃ 

বৃষ্টি নিয়ে এই পোস্টের মাধ্যমে যা কিছুই লেখা হয়েছে যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয় মানুষগুলোর সাথে। এরকম আরো বিভিন্ন ধরনের পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি আরো অনেক নতুন নতুন ভালো ভালো পোস্ট হয়ে যাবেন।