বিজয় দিবসের উক্তি, ক্যাপশন, ছন্দ, শুভেচ্ছা ও কবিতা

বিজয় দিবসের উক্তি, ক্যাপশন, ছন্দ, শুভেচ্ছা ও কবিতা

বিজয় দিবস নিয়ে যারা বিভিন্ন ধরনের উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ শুভেচ্ছা ও কবিতা এগুলোর অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য এই পোষ্টের মাধ্যমে থাকছে বিজয় দিবসের কিছু বিখ্যাত বিখ্যাত মুক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ গল্প বক্তব্য ও কবিতা। আপনারা যদি সম্পূর্ণ পোস্টটি পড়েন তাহলে আশা করি ভালো লাগবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করার জন্য বিজয় দিবসের বিভিন্ন উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ গল্প বক্তব্য ও কবিতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন। 

বিজয় দিবসের উক্তি 

বিজয় দিবসের উক্তি 

১. বিজয় হল ধৈর্যশীল একটি কাজ যেখানে সবাই জয়ী হতে পারে না। 

২. বিজয় হল সর্বোত্তম প্রতিপক্ষ যখন সত্যিকারের শত্রুতা হওয়ার আগে তার নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করে। 

৩. তাদের জন্যই হোক না এই দিনটির বিসর্জন, যাদের বিনিময়ে পেয়েছি আজ এই দিন। 

৪. ৩০ লক্ষ শহীদদের বিনিময়ে পেয়েছি লাল সবুজের এই বিজয়ের নিশান। 

৬. বিজয় তুমি মহা বিজয়ের উল্লাস, তুমি হাজারো বাবা-মায়ের বন্ধ শ্বাসের শান্তির নিঃশ্বাস। 

৭. লাখো শহীদের রক্তে পেয়েছি বিজয়ের নিশান, বিজয় মানেই উল্লাস বিজয় মানেই চেতনা। 

বিজয় দিবসের স্ট্যাটাস 

বিজয় দিবসের স্ট্যাটাস 

» রক্ত দিয়ে কেনা এই বিজয়ের নিশান, জীবন থাকতে এতে হতে দেব না অসম্মান। 

» লাল সবুজের নিশানে রয়েছে ওদের অনেক স্মৃতি, তাইতো হয়েছে এটাই বিজয়ের নিশান। 

» যে ভয় পায় সে কখনো বিজয়ের নিশান উড়াতে পারে না। 

» তুমি পরাজয়ের জন্য জন্ম হওনি, তুমি জন্ম হয়েছ বিজয়ের জন্য। 

» বিজয় তাদেরকে অন্তর্ভুক্ত করে যারা এটিকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। 

» তোমাদের শহীদ হওয়াতে যেন আমরা আজ বিশ্ব দুয়ারে জাতি হিসেবে স্বাধীন। 

বিজয় দিবসের ক্যাপশন 

বিজয় দিবসের ক্যাপশন 

১. যখন স্মৃতিসৌধে বিজয়ের মিছিল হয় তখন যেন শহীদদেরই বারবার স্মরণ হয়। 

২. যখন কোটি মানুষ কাঁদছে পরাধীনতার, তখন তোমরাই যেন স্বাধীনতার ডাক দিয়েছিলে। 

৩. এখানে মাটি মাখায় ঘুমিয়ে আছে লাখো শহীদদের প্রাণ, তাইতো মাঝে মাঝে পাই তার ঘ্রাণ।

৪. একাত্তরের এই দিনেতে শুরু হয়েছিল বিজয়ের গান, মোরা আজও এই দিনেতে করি সেই বিজয়ের গান। 

৫. লাল সবুজে পতাকার খুঁটি আজকে শক্ত, কারণ বিজয় এখন আমাদের। 

৬. আজকে বিজয় নিয়েই লেখা কবিতা আর গীতি, বিজয় দিবস রক্তে ধোঁয়া বীর শহীদদের স্মৃতি। 

বিজয় দিবসের ছন্দ 

বিজয় দিবসের ছন্দ 

» তোরা যে দিন বলতে পারবি গর্ব করে যে আমরা বাঙালি, আমরা গর্বিত জাতি, গর্ব করেই বলতে পারি আমরা বাংলাদেশি, সেদিন হবে বিজয়ের উল্লাস। 

»  মাগো তুমি কাঁদছো কেন হায়নাদের ভয়ে, বিজয়ের মালাটা যে আমাদেরই হবে। 

» বছর ঘুরে দিনটি আসে ফিরে, বিজয়ে মাখা ফুলের পাতা বিজয় সবুজ ঘাসে। 

» আজ এই বিজয়ের হাসির আড়ালে লুকিয়ে রয়েছে হাজারো বীরের শহীদদের রক্ত।

» এলো ফিরে বিজয় দিবস নেই তো খোকা ঘরে, , সেই যে গেল যুদ্ধে খোকা আর এলো না ফিরে। 

» ছেলে হারা একজন মাই বোঝে বিজয়ের ঘ্রাণ কতটা ভয়াবহ ও কষ্টের। 

» আজ এই বিজয়ের দিনে ছেলে হারা পাগলি মা’টা দাঁত খিলিয়ে হাসে, তাকে যত্ন নিতে কে চায়। 

বিজয় দিবসের শুভেচ্ছা 

১. ওড়ে রক্ত সাগর পাড়ি দিয়ে পেলাম শেষের জয়, সবার বুকে শান্তি এলো নেই কোন আর ভয়।- বিজয় দিবসের শুভেচ্ছা

২. আমি বাংলায় কথা বলি, বাংলাই আমার মাতৃভূমি, বাংলাতেই যেন খুঁজে পাই আমার তৃপ্তি প্রাণ। 

৩. বাংলা মোদের জন্মভূমি, বাংলাই বিজয়ের ধ্বনি, ওরে বাংলা মোদের অহংকার, বাংলায় যে আমাদের সংসার।- বিজয় দিবসের শুভেচ্ছা

৪. শত ভাবনা, দুঃখ কষ্টের পরেও যেন সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। 

৫. এক সাগর রক্তের বিনিময়ে পেলাম আমরা এ বিজয়, তাদের জন্য বুক ফুলিয়ে গর্ব করি ধন্য সবাই ধন্য ওরা।- বিজয় দিবসের শুভেচ্ছা

৬. বিজয় মানেই লাল-সবুজের পতাকা, বিজয় মানেই গর্বিত জাতি, বিজয় মানেই অস্তিত্বে বাংলাদেশ।- বিজয় দিবসের শুভেচ্ছা 

বিজয় দিবসের বক্তব্য 

আজ ১৬ই ডিসেম্বর বাঙালির উল্লাসের সেই দিন বিজয় দিবসের দিন। আজ সেই দিন যে যুদ্ধে হারিয়েছি আমরা ৩০ লক্ষ শহীদদের, আজ যে সেই দিন হাজারো মা বোনের সম্মানে ওরা দিয়েছিল হানা, আজ সেই দিন যে দিনে লাল-সবুজের পতাকার জন্ম হয়েছিল, আজ যে সেই দিন যেদিনে সাড়ে সাত কোটি বাঙালি ঐক্য হয়েছিল। যেদিন স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই পৃথিবীর বুকে নাম লেখায় সেই দিন হলো আজ। যাদের জীবন বাজি রেখে এনে দিয়েছিল এ বাংলাদেশ তাদের প্রতি শ্রদ্ধা ও স্মরণের দিনটি আজ। 

হাজারো প্রাণের মায়া থেকে যারা দিল এ বিজয় তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা, তাদেরকে জানাই হাজার সালাম। সেদিন যে ছিল হাজারো দেশদ্রোহী জঞ্জালে উত্তপ্ত এদেশের মাটি, সে মাটি আজ শান্ত যাদের কারণে তারাই ছিল জয়ের স্মরণী। লাখো কোটি সালাম জানাই সেই সব শহীদদের প্রতি যারা কিনা দেশের জন্য মা-বোনদের ইজ্জত বিক্রি করেছিল দেশদ্রোহীদের কাছে। তোমরা রবে এই পৃথিবীর বুকে যতদিন থেকে যাবে বাংলাদেশের নাম। 

বিজয় দিবসের কবিতা

বিজয় আমার

এ কে আজাদ

বিজয় আমার পতাকার রং,

বিজয় আমার সবুজের বুকে লাল। 

মানচিত্রের রেখা, বিজয় আমার;

আনন্দ ঘন ভিটে মাটি ফিরে দেখা।

বিজয় আমার স্মৃতি মিনারে, 

সৌধ চুড়ায় গান করি।

বিজয় আমার স্বাধীন দেশের,

আমের মেঠো পথে। 

বিজয় আমার সোনার দেশের,

শস্য শ্যামল ভরা মাঠঘাট।

বিজয় আমার মুক্তি দিয়েছে,

সন্তান হারা মায়েদের।