বাহরাইন কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন কত

আজকে এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হবে বাহরাইনে কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত টাকা। তো আপনারা যারা বাহরাইন যেতে চাচ্ছেন বা যাবেন এরকম কোন চিন্তা ভাবনা করছেন তাহলে এই পোস্টটি একবার হলেও পড়ে নিতে পারেন। বাহরাইনে বর্তমানে কোন কাজের চাহিদা কেমন এবং কোন কাজের বেতন কত টাকা এ বিষয়ে জানতে আমাদের সাথেই থাকুন।

বাহরাইন এমন একটি দেশ যে দেশে কোন অপরিষ্কার মানুষ বা অপরিষ্কার জায়গা খুঁজে পাওয়া মুশকিল। তো যাই হোক আপনারা যদি কেউ বাহরাইন যেতে চান তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল, কারণ বাহরাইনের কোন কাজের চাহিদা বেশি বা কোন কাজের বেতন কত টাকা এগুলো ছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন।

বাহরাইন কোন কাজের চাহিদা বেশি

বাহরাইন কোন কাজের চাহিদা বেশি এ বিষয়টি জানার জন্য অনেকেই সার্চ করে থাকেন। বাহারাইন যাওয়ার ভিসা প্রায় চার থেকে পাঁচ বছর বন্ধ ছিল, তবে বর্তমানে বাস ট্রেনের কিছু কাজের চাহিদা বেড়ে যাওয়ার কারণে নতুন করে লোক নিচ্ছে বাহরাইন সরকার। তাহলে চলুন দেখে নেই যে বর্তমানের বাহরাইনে কোন কোন কাজগুলোর চাহিদা বেশি।

রেস্টুরেন্ট বা হোটেল ক্লিনার,

ক্লাস ক্লিনার,

রোড ক্লিনার,

ড্রাইভিং,

কনস্ট্রাকশন,

ইলেকট্রিশিয়ান,

মেকানিক্যাল,

শেফ, 

শপিংমল, 

বাসা বাড়ির কাজ ও

কৃষি কাজ। 

তাহলে উপরে যে কাজগুলো দেখতে পাচ্ছেন, সেই কাজগুলোর বর্তমানে বাহরাইনে প্রচুর চাহিদা রয়েছে। বিগত বছর থেকে এই দেশটি কাজের লোক নিচে প্রচুর, বিশেষ আরেকটি কথা হচ্ছে এই কাজগুলোর উপর যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে মূল্যায়ন করবে বেশি। তাহলে উপরে দেওয়া যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর উপর যে কোন একটি ভিসায় বাহরাইন যেতে পারেন।

বাহরাইন যেতে কত বছর বয়স লাগে

বাহরাইনের আরেকটি বিশেষ নিয়ম হচ্ছে বয়সের ব্যাপার, বাহরাইন যেতে সর্বনিম্ন কত বয়স লাগে এ বিষয়ে অনেকেই সার্চ করে থাকেন। তো বাহরাইনে যাওয়ার জন্য সর্বনিম্ন বয়স লাগে ২০ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত। বয়স যদি ২০ বছরের নিচে হলে আপনি বাহরাইন যেতে পারবেন না আবার যদি বয়স ৫৫ বছরের উপরে হয় তাহলে যাওয়া সম্ভব না। তাহলে দেখতেই পাচ্ছেন যে বাহরাইনে যেতে সর্বনিম্ন কত বছর বয়স লাগে।

বাহরাইন কাজের বেতন কত

বাহরাইনের কোন কাজের বেতন কত টাকা এ বিষয়ে জানার আগে আমাদের আগে জেনে নেয়া উচিত যে বাহরাইনের এক টাকায় বাংলাদেশের কত টাকা হয়। বাহরাইনের টাকাকে বলা হয় দিনার, তো যাই হোক বাহরাইনের  ১ দিনারে বাংলাদেশের কত টাকা।

 বাহরাইনের ১ দিনার = বর্তমানে বাংলাদেশের ২৮৬.৮৯ টাকা। 

তাহলে দেখতেই পাচ্ছেন যে বাহরাইনের দিনারের মান বাংলাদেশ কি রকম ডিমান্ড। তাহলে এখন দেখে নেওয়া যাক যে বাহরাইনের কোন কাজের বেতন কত।

বিভিন্ন ধরনের ক্লিনার যেমন হোটেল বা রেস্টুরেন্ট ক্লিনার, ক্লাব ক্লিনার ও রোড ক্লিনার এই কাজগুলোর সবচেয়ে বর্তমানে চাহিদা বেশি। এই কাজগুলোর বেতন প্রতি মাসে বাহরাইনের ২৫০ দিনার থেকে ৫০০ দিনার পর্যন্ত যা বাংলাদেশী টাকায় ৭২,০০০ টাকা থেকে ১,৪৫,০০০ টাকা পর্যন্ত। তাহলে দেখতেই পাচ্ছেন যে এই কাজগুলোর চাহিদা বর্তমানে বাহরাইনে কি রকম। এই কাজগুলোর উপর কিন্তু তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।

কনস্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল ও ড্রাইভিং এই কাজগুলো চাহিদা খুব বেশি। এই কাজগুলোর উপর যদি অভিজ্ঞতা থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। যেমন ড্রাইভিং এই কাজটি বাহরাইনে প্রচুর চাহিদা রয়েছে কারণ এদেশে ট্রাক চলাচল করে প্রচুর। যাই হোক এই কাজগুলোর বেতন প্রতি মাসে বাহরাইনের ৮০০ দিনার থেকে ১,০০০ দিনার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় ২,৩০,০০০ টাকা থেকে ২,৯০,০০০ টাকা পর্যন্ত।

এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে যেমন শপিংমল, বাসা বাড়ির কাজ, কৃষি কাজ ও শেফ এই কাজগুলোর চাহিদা মোটামুটি ভালোই। এই কাজগুলোর বর্তমানে বাহরাইনের ১৫০ দিনার থেকে ২০০ দিনার পর্যন্ত যা বাংলাদেশের টাকায় ৪৫,০০০ টাকা থেকে ৫৮,০০০ টাকা পড়ছে।

সর্বশেষ কথা

প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা যদি এই পোস্টটি সম্পন্ন করে থাকেন তাহলে আশা করি যে বাহরাইনের যে বর্তমানে কাজের চাহিদা বা কোন কাজের বেতন কত টাকা এবং বাহরাইনের এক দিনারে বাংলাদেশের কত টাকা হয় সে বিষয়ে অবশ্যই জানতে পেরেছেন। তো আপনাদের যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্য একটি ভাই অথবা বোন পোস্টটি পরলে হয়তো বা তাদের উপকার হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।