দিনাজপুর জেলায় বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে আপনারা যারা দিনাজপুরের দর্শনীয় স্থান গুলোতে যাচ্ছেন বা যাবেন তাদের জন্য এই পোস্টটি খুবই প্রয়োজনীয় একটি পোস্ট কারন অনেকেই আছেন যারা যেকোনো দর্শনীয় স্থানের সকল তথ্য বিস্তারিত জেনে তারপর সে দর্শনীয় স্থানে যাত্রা শুরু করেন। আশা করি এই পোস্টের মাধ্যমে সঠিক তথ্য গুলো পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেই দিনাজপুরের যে দর্শনীয় স্থানগুলো আছে তার বিস্তারিত কিছু আলোচনা।
দিনাজপুর ৮ টি জনপ্রিয় দর্শনীয় স্থান
দিনাজপুরের যে সকল জনপ্রিয় দর্শনের স্থানগুলো রয়েছে আশা করি এই পোষ্টের মাধ্যমে পেয়ে যাবেন। দিনাজপুরের যে সেরা ৮ টি দর্শনীয় স্থান উল্লেখ করা হয়েছে এছাড়াও আরো কিছু সংখ্যক জায়গা আছে চাইলে সে সকল দর্শনীয় স্থান গুলোতেও যেতে পারেন।
স্বপ্নপুরী পিকনিক স্পট
এই পিকনিক স্পটটি দিনাজপুর শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ ইউনিয়নে অবস্থিত। এই পার্কের ভিতরে অনেকগুলো স্পট রয়েছে, কিছু স্পটে এমনি দেখতে পাওয়া যায় এবং কিছু জায়গার টিকিট মূল্য রয়েছে। এই পার্কটিতে সবকিছুই পাওয়া যায় যেমন জীবন্ত পশু পাখিদের চিড়িয়াখানা, কৃত্তিম পশুপাখিদের চিড়িয়াখানা, শিশুদের জন্য পার্ক, দোলনা, বাইস্কোপ, সুইমিং হাউস, স্পিড বোর্ড, ঘোড়া চালিত টমটম ইত্যাদি।
দিনাজপুর রাজবাড়ি
দিনাজপুর শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত রাজবাড়িটি বেশ পুরোনো এক অন্যতম প্রন্ত-তাত্ত্বিক সম্পদ। রাজবাড়ী টি ছিল হিন্দু শাসক আমলের এক রাজবাড়ী যেখানে শুধু হিন্দুদের রাজত্ব ছিল। রংপুর বিভাগের এটি ছিল একটি নামকরা রাজবাড়ী, রাজবাড়ী কে স্থানীয় লোকেরা রাজ বাটিকা নামে ডেকে থাকেন।
নয়াবাদ মসজিদ
এই মসজিদটি দিনাজপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কাহারোল উপজেলায় রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে অবস্থিত। এই মসজিদটির পাশ দিয়ে বয়ে গেছে ঢেপা নদী সে যেন এক অপরূপ দৃশ্য। তিন গম্বুজ বিশিষ্ট বিশাল আকারের মসজিদটি দেখতে খুবই ভালো লাগে, মনে হয় যেন এক অন্য রাজ্যের বিশাল আকৃতির মসজিদ।
রামসাগর দীঘি
এই দীঘিটি দিনাজপুর জেলার থেকে ৮ কিলোমিটার দূরে আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং প্রকৃতিকে ঘেরা একটি দীঘি। এই দিঘিটি এতই বড় যে একপাশ থেকে আরেক পা দেখা যায় না। হাজার ১৯৬০ সালের আগে ছিল এক নাম বিশিষ্ট রাজার, পরে বাংলাদেশ বন বিভাগের তত্ত্বাবধানে আনা হয়।
কান্তজির মন্দির
মন্দিরটি দিনাজপুর জেলা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কাহারোল উপজেলায় সুন্দরপুর ইউনিয়নের শ্যামগড় গ্রামে অবস্থিত। মন্দিরটির পাশ দিয়ে বয়ে গেছে ঢেপা নদীর তীর, এই যেন এক অন্যরকম পরিবেশের সাথে মিলে গেছে। কান্তজির এই মন্দিরটি নির্মাণ কাজ শেষ হয় ১৭৫২ সালে।
নবাবগঞ্জ জাতীয় উদ্যান
নবাবগঞ্জ জাতীয় উদ্যানটি দিনাজপুর জেলায় নবাবগঞ্জ উপজেলার কাছেই এক কিলোমিটার দূরে অবস্থিত। এই উদ্যানটি প্রতিষ্ঠিত হয়২০১০ সালের ২৪ অক্টোবর মাসে। এই উদ্যানটি যে সৌন্দর্য গুলো রয়েছে যেমন চারো দিকে বিভিন্ন ধরনের গাছপালা, পশুপাখি, আশুরার বিল আরো অনেক কিছু। বিশেষ করে এই উদ্যানে বর্তমানে বেশি দেখা যায় খেকশিয়াল।
সুখ সাগর ইকোপার্ক
পার্কটি দিনাজপুর জেলা থেকে মাত্র দুই কিলোমিটার পূর্বেই রাজবাটি এলাকায় অবস্থিত। এই পার্কটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে তৈরি হয়েছে। বিভিন্ন জেলার মানুষের ভ্রমণের জন্য একটি প্রাকৃতিক পরিবেশ ও পিকনিক স্পট তৈরি হয়েছে। ইকো পার্কের ভিতরে রয়েছে পাখির অভয়াশ্রম ও বৈচিত্র্যময় সংরক্ষণ যা দেখে মানুষ ভিতরের সুখ খুঁজে পায়।
সর্বশেষ কথা
যারা দিনাজপুরের দর্শনীয় এলাকায় যেতে চান যাচ্ছেন তাদের জন্য এই পোস্টটি একটি প্রয়োজনীয় পোষ্ট কারণ দিনাজপুরের যেসব সেরা ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলো রয়েছে । সেই সকল দর্শনীয় স্থানগুলো তুলে ধরা হয়েছে আশা করি সঠিক তথ্য গুলো পাবেন। এবং আরো বিভিন্ন দর্শনীয় স্থানের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।