সন্ধ্যা নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ ও কবিতা

0
1952
সন্ধ্যা নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ ও কবিতা

অনেকেই আছেন যারা সন্ধ্যা বেলায় আড্ডা দিতে খুবই পছন্দ করেন বা প্রিয় মানুষদের সাথে ঘোরাফেরা করতে খুবই পছন্দ করেন। বিশেষ করে তারাই সন্ধ্যা নিয়ে অনেক স্ট্যাটাস ক্যাপশন ছন্দ গল্প ও কবিতা এগুলোর অনুসন্ধান করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে থাকেন বা পোস্ট করে থাকেন। আশা করি এই পোস্টের মাধ্যমে আপনারা সন্ধ্যা নিয়ে সুন্দর সুন্দর কিছু ক্যাপশন স্ট্যাটাস ছন্দ উক্তি কবিতা খুঁজে পাবেন এবং আপনাদের ভালো লাগবে। তাহলে আর সময় নষ্ট না করে সম্পূর্ণ পোস্ট পড়ে আপনাদের পছন্দ অনুযায়ী সংগ্রহ করে নিন সন্ধ্যা নিয়ে ক্যাপশন স্ট্যাটাস ছন্দ ও কবিতা গুলো।

 

সন্ধ্যা নিয়ে ক্যাপশন

সন্ধ্যা নিয়ে ক্যাপশন

» ভালোবাসা হলো সন্ধ্যা তারার মত যাকে দেখলেই খুব ভালো লাগে।

» সন্ধ্যা হলেই দেখা যায় আকাশেতে চাঁদের চারপাশে তারার মিছিল, আর বন্ধুদের আড্ডা।

» বন্ধুত্ব মানেই হল মনোরম সূর্যাস্তের মত সুন্দর ও শ্বাসরুদ্ধকর সন্ধ্যার মত।

» দুশ্চিন্তা হল চাঁদের মত, একদিন বাড়বে, একদিন কমবে, একদিন হয়তো দেখা যাবে না। কিন্তু সন্ধ্যা হল সূর্যের মত প্রতিদিনই দেখা যায়।

» সন্ধ্যা হলেই আড্ডায় মগ্ন হয়ে যেতাম তোদের সাথে ঘন্টার পর ঘন্টা, এখন সপ্তাহ গিয়ে মাস চলে আসে কিন্তু সেই আড্ডায় আর মগ্ন হওয়া যায় না।

» প্রতিদিন যেমন রাস্তায় দেখি সূর্যটা হারিয়ে যায় সন্ধ্যার আকাশে, তেমনি আমিও হারাতে চাই তোমার আকাশে।

» সন্ধ্যা নামার পরেই যেমন সূর্যটা আড়াল হয়ে যায়, পাখিরা তাদের গন্তব্যে চলে যায় আর চারিদিকের কোলাহল আস্তে আস্তে থামতে থাকে।

সন্ধ্যা নিয়ে স্ট্যাটাস

সন্ধ্যা নিয়ে স্টাটাস

১. সন্ধ্যা মানেই হলো সারাদিনের ঘটে যাওয়া সমস্ত ভালো লাগার মুহূর্ত গুলি উদযাপন করার সময়।

২. যখনই সন্ধ্যার ছায়া নেমে আসে, তখনই যেন সকল কর্মজীবনের ব্যস্ততা ফুরিয়ে যায়।

৩. প্রিয় তুমি কি হতে চাও আমার সন্ধ্যার আলো, যে আলো দিয়ে সন্ধ্যাকে আলোকিত করবে।

৪. সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছিল, তুমি কথা দিয়েছিলে আসবে কিন্তু তুমি আসোনি।

৫. আমি প্রেমের গন্ধ মেখে আগলে ধরি সোনালী আলো, যাতে সন্ধ্যায় তোমার আমার আলোর প্রয়োজন না হয়।

৬. গোধূলি বিকেল বেলায় যখন সন্ধা নেমে আসে তখনই যেন সবাই মিলে আড্ডায় মগ্ন হয়ে যায়।

৭. প্রিয় তুমি এক বুক সুখ নিয়ে ঘরে ফেরো সন্ধ্যায়, আমি পথ চেয়ে বসে থাকি রোজ। সেই অপেক্ষার প্রহর যেন আমার খুব ভালো লাগে।

৮. সন্ধ্যা হলেই পাখিরা যেভাবে ঘরে ফিরে ঠিক সেভাবেই চলে যাও তুমি, এখন আমার আর সে শহরে ফিরতে ইচ্ছে করে না।

৯. ওই ডুবো ডুবো লাল সূর্যের বিদায় বেলায় নেমে আসে সন্ধ্যা, তখনই অনেকেরে মনে করিয়ে দেয় অতীত বা কাউকে মনে করিয়ে দেয় ভবিষ্যতের স্বপ্ন।

সন্ধ্যা নিয়ে ছন্দ

সন্ধ্যা নিয়ে ছন্দ

* প্রিয় তোমার মন চাইলে চলে এসো আমার শহরে, সন্ধ্যায় খোলা আকাশের নিচে তোমায় নিয়ে গল্প হবে নিরবে।

* এই ক্লান্ত শহরে যখন ক্লান্ত হয়ে সন্ধ্যায় বসে বন্ধুদের সাথে এক কাপ চায়ের সাথে আড্ডা হয়, তখন আর ক্লান্ততা মনে হয় না।

* এই বুঝি সন্ধ্যার ছায়া চলে এসেছে আমাদের শহরে পাখিদের কিচিরমিচির শব্দে শহর যেন হাসছে, সন্ধ্যার ছায়া যেন আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে।

* দিন শেষে যখন সন্ধা নেমে আসে, তখনই যেন হৃদয়ের গলিতে নামে শান্তি আর নিজেকেই তখন নিজে ভেসে ফেলি ভালো।

* তুমি যেতে চাইলে চলে যাও বাধা দিব না কখনো কিন্তু চলে যাও সন্ধ্যার মত মুহূর্তেই যেন তোমাকে আর খুঁজে না পাই।

* সন্ধ্যায় ডুবে যাওয়া ওই ক্ষনিকের সূর্য, তোমার ওই দু চোখ দেখে আমার বলতে ইচ্ছে করে তোমার চোখ লাল কেন।

* আমার বড় আক্ষেপ হয় যে সন্ধারা কেন এত তাড়াতাড়ি চলে যায় যেমনটা ঠিক তোমার সাথে আমার দেখা করার মত।

 

* আমি সারাদিন ক্লান্ত হয়ে যখন সন্ধ্যায় ওই পাখির কিচিরমিচির শব্দ শুনি তখন আর আমার ক্লান্ত লাগে না।

* প্রতিদিন যেন কত স্বপ্নই ভেঙ্গে যায় ওই সন্ধ্যার সাথে সাথে, আবারও ঠিকই সন্ধ্যা ফিরে আসে কিন্তু যে স্বপ্ন ভেঙে যায় সে স্বপ্ন আর কখনো গড়ে ওঠে না।

সন্ধ্যা নিয়ে কবিতা

সন্ধ্যা নিয়ে কবিতা

শহরে নেমেছে সন্ধ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশ থেকে দূর চেয়ে রয় নির্নিমিখে,

দিনের রোদে বাঁচতে থাকে যাত্রাপথের সুর;

অনেক দূর যে অনেক অনেক দূর।

ওগো সন্ধ্যা শেষ প্রহরে নেমে,

ভাসাও খেয়ে ভাটার গঙ্গা বেয়ে;

পৌঁছে দাও কূলে আমায়।

যেথায় আছি অতি কাছের দুয়ার খানি খুলে,

অনেক সেথায় নিবিড় হয়ে দিল অনেক বাধা।

সন্ধ্যা ওগো কাছের তুমি, ঘনিয়ে এসো প্রাণে,

আমার মধ্যে তারে জাগাও, সে যাতে না জানে।

তারে বলবো আমি মনের কথা, সন্ধা নেমে এলে,

সে যেন না জানে এখন, শহরে নেমেছে সন্ধ্যা।