২১শে ফেব্রুয়ারি উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

একুশে ফেব্রুয়ারির এই দিনে ভাষা শহীদদের জন্য অনেক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, কবিতা খুঁজে থাকেন ফেসবুকে স্ট্যাটাস হিসেবে ব্যবহার করার জন্য। তাদের জন্য এই পোস্টের মাধ্যমে কিছু নতুন নতুন স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা তুলে ধরা হচ্ছে আশা করি ভালো লাগবে এবং এখান থেকে আপনাদের ইচ্ছা মত উক্তি,স্ট্যাটাস,ক্যাপশন ও কবিতা গুলো সংগ্রহ করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে দেখে নিন একুশে ফেব্রুয়ারি নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা গুলো। 

২১ শে ফেব্রুয়ারি উক্তি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনেকে অনেক উক্তি খুঁজে থাকেন প্রিয়জনদের পাঠানোর জন্য। আশা করি নিচ থেকে একুশে ফেব্রুয়ারির উক্তিগুলো সংগ্রহ করতে পারবেন। 

১. এই একুশে ফেব্রুয়ারির দিনে লক্ষ কোটি ভাই ও বোনের রক্তের বিনিময়ে এই সোনার বাংলাকে আমরা পেয়েছি। তাই এই স্মরণীয় দিনটি কখনো ভুলার নয়। 

২. এই একুশে ফেব্রুয়ারির গান যখন শুনি তখন মনে হয় সেই শহীদ ভাই ও বোনেরা আমাদের সাথে আছেন । রক্তে লেখা বাংলা আমার তোমাদের ছাড়া হতো না স্বাধীন আমার এই দেশ। 

৩. ফেব্রুয়ারি মাসের এই দিনটিতে বাংলার আকাশে নেমে আসে শোকের ছায়া, একুশে ফেব্রুয়ারিতে শহীদ হওয়া প্রিয় ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা জানাই সবসময়। 

৪. একুশে ফেব্রুয়ারি আমি কি তোমাকে ভুলিতে পারি এই দিনটিতে অনেক ভাই-বোনের বিনিময়ে পেয়েছি আমার এই বাংলা ভাষা। কেমন করে ভুলি তোমাকে তুমি তো হৃদয়ে থাকবে চিরকাল। 

৫. একুশে ফেব্রুয়ারির এই দিনে আমার বাংলার সোনার ছেলেরা ভাষার জন্য শহীদ হয়েছেন কেমন করে ভুলি তোমাদের, যাদের বিনিময়ে পেয়েছি আমাদের এই বাংলা ভাষা আর এই সোনার দেশ। 

২১ শে ফেব্রুয়ারি স্ট্যাটাস 

একুশে ফেব্রুয়ারির এই দিনটিতে অনেকে অনেক ধরনের স্ট্যাটাস খোঁজে থাকেন ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহারের জন্য প্রিয় মানুষদের এসএমএস করার জন্য আশা করি এই পোষ্টের মাধ্যমে কিছু নতুন স্ট্যাটাস পেয়ে যাবেন। তাহলে নিচ থেকে আপনাদের পছন্দমত স্ট্যাটাস গুলো বেছে নিয়ে। 

১. এই একুশে ফেব্রুয়ারি আমার গর্ব, আমার অহংকার। 

২. যে ভাষাকে ভালোবেসে শহীদ হয়েছেন হাজারো ভাই বোনেরা তাদের প্রতি জানাই সর্বদাই শ্রদ্ধা। 

৩. যুগ যুগ ধরে রয়ে যাবে তোমাদের প্রতি শ্রদ্ধা, তোমাদের জন্যই পাওয়া আমাদের এই ভাষা থাকবে চিরকাল। 

৪. অমর একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি তোমাদের ভুলিতে পারি। 

৫. যতকাল রয়ে যাবে এই বাংলা ততদিন হবেই একুশে ফেব্রুয়ারির এই দিনটিতে সকল ভাষা শহীদদের প্রতি স্মরণ। 

৬. তাদের জীবনের বিনিময়ে পেয়েছি আমরা বাংলা ভাষা, তাদের প্রতি কি এতটুকু স্মরণ করতে পারি না আমরা। 

৭. এক সাগর রক্তের বিনিময়ে আনলো যারা বাংলার স্বাধীনতা আমরা তোমাদের ভুলবো না। 

২১শে ফেব্রুয়ারি ক্যাপশন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং সবাইকে জানাই মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। 

মাতৃভাষা দিবস উপলক্ষে ওমর একুশে ফেব্রুয়ারির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে জানাই মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। 

তোমাদের বিনিময়ে পাওয়া এই ভাষা যদি না থাকতো এত কাব্য, এত কবিতা হয়তো কেউ লিখতো না। 

হাজার শহীদদের রক্তে কেনা এই দেশটিতে বাংলা ভাষা থাকবে চিরকাল যতদিন এই দেশ পৃথিবীর বুকে আসবে। 

হাজারো শহীদদের রক্তে পাওয়া এই দেশটি কতই না সুন্দর, যেদিকে তাকাই শুধু চেয়ে থাকতে মন চায়। 

ধন্য হয়েছি এই দেশের মাটিতে জন্ম নিয়ে, যে মাটিতে মিশে আছে লাখ বীর সন্তানের রক্ত। 

হাজারো শহীদদের রক্তে কেনা দেশটি ছেড়ে বিদেশ কেন থাকো, সকাল বেলায় কাঁচা মরিচ আর পান্তা, দুপুর বেলা পদ্মা নদীর ইলিশ আর রুই মাছের ঝোল কোথায় যাবে এমন দেশ। একবার ঘুরে দেখো না দেশটি ছেড়ে যেতে ইচ্ছে করবে না। 

রফিক, শফিক, জব্বার, সালাম, বরকতরা প্রাণ বিলিয়ে রক্ষা করল ভাষা, যাদের রক্তে রাঙানো একুশে ওরা যে অম্লান, ধন্য আমার মাতৃভাষা, ধন্য তাদের প্রাণ। 

২১ শে ফেব্রুয়ারি ছন্দ

একুশে ফেব্রুয়ারি মানেই হল স্মৃতির কিছু ব্যথা আর শহীদদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার মানে। একুশে ফেব্রুয়ারি মানে হল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর এদেশের ভাষার জন্য জীবন যুদ্ধে স্বাধীন হওয়া। একুশে ফেব্রুয়ারি তোমারে নাহি পারি ভুলিতে তুমি যেন মনে করিয়ে দাও ৫২ এর সেই নিরীহ বাঙ্গালীদের চিৎকার আর হাহাকারের কথা। 

তোমরা আজও কেন চুপ হয়ে আছো, আসো একুশে ফেব্রুয়ারি এই দিনটিকে আমরা স্মরণ করে বিশ্বকে দেখিয়ে দেই যে আমাদের ভাষার জন্য যে ভাই ও বোনেরা স্বাধীন হয়েছিলেন তাদের জন্য আমরা কি করিতে পারি। হে বাঙালি, কেন আজও চুপ হয়ে আছো জেগে ওঠো এবার এসেছে সময় আমাদের বিশ্বকে দেখানোর। 

২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা

এই দিনটি হল বাঙ্গালীদের গৌরব উজ্জলের একটি দিন। যে দিনটি হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সুপরিচিত। আমাদের এই দেশের সোনার ছেলে মেয়েরা বাংলা ভাষার জন্য আন্দোলনে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৭ ই নভেম্বর ১৯৯৯ সালে জাতীয় সংঘ কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক একুশে ফেব্রুয়ারির এই দিনটিকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। 

রাষ্ট্রভাষা বাংলা চাই এই বলে অনেক বাঙালি তরুণের জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে গেছেন। তাদেরকে আমরা কেমনে ভুলিবো তাদের জন্যই তো এই শহীদ দিবস পালন করা। এবং আমার মায়ের ভাষা বাংলা ভাষা তাদের জীবনের শেষ নিঃশ্বাসের বিনিময়ে রেখে গেছেন। আ মরি বাংলা ভাষা তোমায় কেমনে ভুলিবো তোমার জন্য যে কত তরুণ জীবন দিয়ে গেছে এই মাটিতে। 

২১শে ফেব্রুয়ারি কবিতা

                                        একুশের কবিতা

একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে,

সালাম বরকত জব্বার রফিক আসবে না আর ফিরে,

আসবে না তো ফিরে। 

বাংলা মায়ের জন্য তারা জীবন দিয়েছে রক্ত দিয়ে,

রাজপথ রাঙ্গা করেছে তাদের মাঝে আছে তারা,

থাকবে হৃদয় জুড়ে তাদের জন্য পেয়েছি আজ মোদের বাংলা ভাষায়,

স্বাধীনভাবে পথ চলে যাই মিটাই মনের আশা,

রক্ত ভেজা তাদের স্মৃতি আজও মনে পড়ে।  

বাংলা ভাষার বাংলা মায়ের ডাকছে তোরা আয়,

রক্ত তোদের যায়নি বৃথা দেখবি বলে আয়,

সবাই আসে ওদের আশায় ওরা আসে না তো ফিরে।

 

  রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমার ভাইয়ের রক্তে রাঙানো,

একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 

আগুন ঝরা ফাগুন দিয়ে,

মাতৃভাষা আনলো কিনা প্রাণের বিনিময়ে। 

রক্তক্ষরণ যায় যে বয়ে,

রয় ইতিহাস সাক্ষী হয়ে ওপারে এক বিস্ময়ে ; 

এটা কোন কাহিনী নয়, নয় কোন রূপকথার গল্প,

সত্যিই ভাইয়েরা আমার জীবন দিয়েছে , এই দেশটির জন্য। 

একে একে দিন রয়ে যায় বন্দী ইতিহাসের পাতায়,

এখন শুধু ২১ এলে স্বপ্নের মত উঠছে ঠেলে,

অন্য দিনে নয় আপন ভাষা মাতৃভাষা জীবন দিয়ে,

ভালোবাসা এভাবে কি হয়। 

সময় যে আর নেই তো বেশি, হতে হবে বাংলাদেশী।

তাইতো তোমাকে বলি দেশকে এসো ভালবাসি,

বাংলা ভাষায় কাঁদি হাসি স্বপ্ন দেখে চলি। 

সর্বশেষ কথাঃ 

একুশে ফেব্রুয়ারি নিয়ে যে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতাগুলো তুলে ধরা হয়েছে আশা করি যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম আরো পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।