টাঙ্গাইল জেলার দর্শনীয় স্থান ও এক দিনে টাঙ্গাইল ভ্রমণ

অনেকে আছেন যারা টাঙ্গাইল জেলার বিভিন্ন দর্শনীয় স্থান খুজে থাকেন কিন্তু ভালো কোন তথ্য খুঁজে পান না আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনি টাঙ্গাইল জেলার যাবতীয় দর্শনীয় স্থানগুলোর তথ্য পেয়ে যাবেন। টাঙ্গাইল জেলার সকল দর্শনের স্থানগুলো রয়েছে সেগুলো কিভাবে আপনারা একদিনে ঘুরে বেড়াতে পারবেন তারও কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিচ থেকে তা জেনে নিন। 

টাঙ্গাইল জেলার দর্শনীয় স্থান

টাঙ্গাইল জেলা হলো একটি ঐতিহ্যবাহী জেলা যে জেলায় অনেক স্মৃতি অনেক ঐতিহ্য বয়ে বেড়ায়। অনেক জমিদার বাড়ি, রাজবাড়ী, রয়েছে টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগের সবচেয়ে বড় একটি জেলা। তো চলুন আর দেরি না করে টাঙ্গাইল জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক যে স্থাপনা গুলো রয়েছে সে সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দেখে নেই। 

২০১ গম্বুজ মসজিদ

এই মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় পাথালিয়া গ্রামে অবস্থিত। টাঙ্গাইল সদর থেকে ৪০ কিলোমিটার দূরে গোপালপুর উপজেলা অবস্থিত এবং সেই মসজিদটি গোপালপুর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এর সৌন্দর্য সারা বিশ্বের দুয়ারে ছড়িয়ে পড়েছে, এবং খুব প্রশংসিত হয়েছে এই মসজিদটি। 

ধনবাড়ী মসজিদ

এই মসজিদটি বাংলাদেশের মধ্যে অন্যতম জমিদার বাড়ি নবাব মঞ্জিল এর মধ্যে অবস্থিত। এই মসজিদটি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় অবস্থিত, এই জমিদার বাড়ি টাংগাইল শহর থেকে ৬৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই মসজিদটির ধনবাড়ী উপজেলার ঐতিহাসিক এক অন্যতম নিদর্শন। প্রতিবছর এখানে অনেক মানুষ দেখার জন্য আসে এবং অনেকে অনেক ধরনের মানসিত করে থাকে। 

মহেরা জমিদার বাড়ি

এই জমিদার বাড়িটি ঢাকা থেকে টাঙ্গাইল জেলায় আসার আগেই রেখে আসতে হয়। জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত, টাংগাইল শহর থেকে এর দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। এই জমিদার বাড়িটি স্থাপন করা হয় ১৮৯০ সালে, এখনো মনে হয় বেশ কিছুদিন আগেই স্থাপন করা হয়েছে। এই জমিদার বাড়িতে মোট চারটি ভবন রয়েছে, যা জমিদাররা চার ভাইয়ে চারটি ভবনে বসবাস করতো। 

করটিয়া জমিদার বাড়ি

এই জমিদার বাড়িটি টাঙ্গাইল শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে পাটুরিয়া নদীর তীরে অবস্থিত। জমিদার বাড়িটি অবস্থিত টাঙ্গাইল সদর উপজেলা করটিয়া ইউনিয়নে অবস্থিত। এই জমিদার বাড়িটি স্থাপন করা হয়েছে ১৯৮৪ সালে। নদীর তীরে অবস্থিত জমিদার বাড়ির পরিবেশ খুবই সুন্দর, মনে হবে যে এ এক অন্য জগতের প্রাকৃতিক পরিবেশ। 

আতিয়া মসজিদ 

এই মসজিদটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় আটিয়া ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদটি ৪১৩ বছর এর পুরনো একটি ঐতিহাসিক স্থাপনা। মসজিদটির ঐরকম যত্ন না নেওয়া হলেও তার নিজের পায়ে দাঁড়িয়ে এখনো আগের মতই রয়েছে। বর্তমান সময়ের টাঙ্গাইল জেলার সব চাইতে পুরনো একটি ঐতিবাহী স্থাপনা।  

নাগরপুর জমিদার বাড়ি

টাঙ্গাইলের আর একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি হচ্ছে নাগরপুরে সবাইকে মোকনা জমিদার বাড়ি না বলে নাগরপুর জমিদার বাড়ি বলে থাকে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা এই জমিদার বাড়িটি অবস্থিত, টাঙ্গাইলের দূরত্ব মাত্র ২৪ কিলোমিটার। এই জমিদার বাড়িটি প্রাচীন জমিদার বাড়ি গুলোর মধ্যে অন্যতম ও বেশি পুরাতন।  

ঐতিহ্যবাহী মধুপুর উপজেলা 

টাঙ্গাইল শহর থেকে ৪৯ কিলোমিটার দূরেই মধুপুর শহর অবস্থিত। টাঙ্গাইল জেলার মধ্যে মধুপুর উপজেলা রয়েছে অনেকগুলো ঐতিহ্যবাহী জায়গা যেমন মধুপুর রাবার বাগান, মধুপুর জলছত্র আনারসের হাট, মধুপুর গারোবাজার মিষ্টি অনেক কিছু। মধুপুর উপজেলা টি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি উপজেলা বলে আখ্যায়িত হয়েছে। 

শেষ কথাঃ 

টাঙ্গাইল জেলায় আরো বেশকিছু বিখ্যাত জিনিস আছে যেমন পোড়াবাড়ির চমচম, ঘাটাইলের সাগরদিঘী, দেলদুয়ার উপজেলার পাকুল্লা মসজিদ, গোপালপুর উপজেলা ঐতিহ্যবাহী পুরীর দালান ইত্যাদি রয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব অথবা আত্মীয় স্বজন যাই হোক না কেন তাদের সবাইকে শেয়ার করবেন কারণ তাড়া যদি টাঙ্গাইল জেলায় না গিয়ে থাকে তাহলে অবশ্যই টাঙ্গাইলের দর্শনীয় স্থান গুলোতে ঘুরতে যাওয়ার ইচ্ছে জাগবে।