প্রবাসী জীবনের উক্তি, স্ট্যাটাস, গল্প, এসএমএস ও কবিতা

0
83
প্রবাসী জীবনের উক্তি, স্ট্যাটাস, গল্প, এসএমএস ও কবিতা

প্রবাস জীবনের যে কষ্টগুলো সেগুলো হয়তো আমরা অনেকেই জানিনা বা অনেকেই জানি। তো আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে তুলে ধরবো প্রবাসী জীবনের কিছু উক্তি স্ট্যাটাস ক্যাপশন গল্প এসএমএস ও কবিতা গুলো। তো আপনারা যদি এই পোস্টটি যদি সম্পূর্ণ পড়ুন তাহলে আশা করি যে প্রবাসী জীবনের যে কষ্টগুলো, যে বেদনা গুলো এবং তাদের জীবনের প্রতিটি মুহূর্তের কিছু আবেগঘন উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ এসএমএস গল্প ও কবিতা খুঁজে পাবেন। তাহলে আপনারা যারা প্রবাসী জীবনের উক্তি স্ট্যাটাস ক্যাপশন গল্প এসএমএস ও কবিতা পড়তে চান এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে চান, তারা চাইলে এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন।

 

প্রবাসী জীবনের উক্তি

প্রবাসী জীবনের উক্তি

১. প্রবাসী জীবনের প্রতিটি সময় যেন একাকীত্বতার এক স্বাভাবিক ঠিকানা মাত্র, যেখানে নেই কোন স্বাধীনতা।

২. নিজের দেশ ছেড়ে, নিজের আপনজনদের ছেড়ে ওপারে পাড়ি জমানোর বেদনা গুলো বুকে চেপে রেখে আপনজনদের মুখে হাসি ফোটানো শুধু প্রবাসীদের ধারা সম্ভব।

৩. প্রবাসী জীবনে প্রবাসীকে সবাই শুধু ভাবে টাকার মেশিন, কারণ তার ভালো-মন্দ জিজ্ঞেস করার আগে আবদার গুলো চেয়ে বসে আগে।

৪. প্রবাসী জীবনের প্রতিটি সময়ের মূল্য কতটা যন্ত্রণার ও কষ্টের তা হয়তো বা প্রবাসীদের মত কেউ বোঝে না বা সহ্য করে না।

৬. যারা স্বাধীনতার সময় যুদ্ধ করেছেন তারা হয়তো অনেকে শহীদ হয়েছিলেন আবার অনেকে এখনো জীবিত আছেন কিন্তু প্রবাসীরা হলো এ দেশের জন্য সর্বক্ষণ যুদ্ধ করে যাচ্ছেন।

৭. জীবন হয়তো সেখান থেকেই শুরু যেখান থেকে প্রবাসী জীবন শুরু হয়, তখনই মনে হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়ের মূল্য বোঝা যায়।

৮. আপনি আপনার মাতৃভাষা অর্জন করা ছাড়া দ্বিতীয় কোন ভাষা অর্জন করতে হলে অবশ্যই প্রবাসী জীবন অতিবাহিত করতে হবে।

প্রবাসী জীবনের স্ট্যাটাস

প্রবাসী জীবনের স্ট্যাটাস

* প্রবাসী জীবনের গল্পগুলো খুবই কম সংখ্যক সুখের হয়, বেশিরভাগ জীবনই কষ্টের হয়।

* যখন কেউ প্রবাসী জীবন অতিবাহিত করে তখন তার দেশ ও বিদেশ হয়ে যায় আর বিদেশ দেশ হয়ে যায়।

* প্রবাসীদের জীবনের গল্প হয়তো বা তারাই ভালো বোঝেন যারা প্রবাস জীবনে পা রেখেছেন।

* ভাষা আর সাংস্কৃতি হয়তো বা মানুষ সময়ের পরিবর্তনে পাল্টিয়ে নেয়, কারণ একজন মানুষ প্রবাসী জীবনে সে প্রবাসে এসে তার ভাষা ও সাংস্কৃতি অনেকটাই পরিবর্তন হয়ে যায়।

* প্রবাসী জীবনের যে পরিশ্রমের টাকার মধ্যে কি একটা গন্ধ সেটা হয়তো বা প্রবাসী ছাড়া আর কেউ বোঝেনা।

* যারা অল্প বয়সে প্রবাসী জীবনের অধ্যায় শুরু করে, তারা হয়তো জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলে।

প্রবাসী জীবনের গল্প

প্রবাসী জীবনের গল্প

১. যে তার কষ্টকে কষ্ট মনে না করে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, আবার নিজেরই রান্না-বান্না করে খেতে হয়। এরই নাম হলো প্রবাস জীবন।

২. প্রবাসী জীবনের গল্পগুলো হয়তো প্রবাসীদের মতো করে কেউ বোঝেনা, তারা সুখে-দুখে সব সময় নিজেকে স্বাভাবিক রাখে।

৩. প্রবাসী জীবনের প্রত্যেকটি মানুষের জীবন হল জেলখানার মত, কারণ তাদের সুখের সময়ও কেউ পাশে থাকেনা তাদের দুঃখের সময়ও কেউ পাশে থাকেনা।

৪. জীবন যুদ্ধে আর না মানা যোদ্ধারা হল প্রবাসীরা, যারা নিজের জীবনকে শেষ করে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যায় সবসময়।

৫. যদি ভালবাসতে হয় তাহলে প্রবাসীদেরকে ভালোবাসেন, কারণ তারা ভালোবাসার মানে বুঝে কিভাবে আপনজনদেরকে খুশি রাখতে হয়।

৬. জীবন যুদ্ধে তখনই জয়ী হয়ে গেছি যখন নিজের আপন জনদের কে রেখে দূর প্রবাসে প্রবাসী জীবন পরিচালনা করছি।

প্রবাসী জীবনের কষ্ট

প্রবাসী জীবনের কষ্ট

* প্রবাসী জীবনে পা রেখে দেখো একবার, তখন দেখবে জীবনটা কত সহজ নাকি কষ্টের।

* বাবা-মা, বন্ধু-বান্ধব, আপনজনদের সমস্ত মায়া মমতা ত্যাগ করলে আপনি একজন সুখী প্রবাসী হতে পারবেন।

* প্রবাসী জীবনে যখন আপনজনদের কথা মনে হয়, তখন হয়তো তারাই বোঝে সেই কষ্টটা তাকে কতটা একাকীত্ব করে ফেলে।

* প্রবাসী জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত হয়তোবা তখনই যখন লাগেজের ভিতরে তার স্বপ্নগুলো নিয়ে বাড়ি ফেরার পথে এয়ারপোর্টে তার মালামাল গুলো অবহেলিত ভাবে টানা হেছড়া করা হয়।

 

 

* ভালোবাসার মানুষ রেখে দূর প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, সেই মানুষটাকে একটু ভালো রাখার জন্য। কিন্তু যদি সে ভালোবাসার মানুষটাই হারিয়ে যায়, তাহলে সে প্রবাসীর কতটা কষ্ট লাগতে পারে তখন।

* যার টাকায় ফুর্তি কর, যার টাকায় খাও-দাও, যার টাকা দিয়ে নিজের সখ পূরণ কর অথচ তাকে নিজে থেকে একবার ফোন করেও বল না যে, সে কেমন আছে।

প্রবাসী জীবনের এসএমএস 

» প্রবাসীদের জীবন মানেই নিজেকে দুঃখের সাগরে ভাসিয়ে সবার মুখে হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টা।

» প্রবাসীদের যতই কষ্ট হোক না কেন তারা কখনো কাউকে বলে না যে তারা কষ্টে আছে তারা সব সময় এসে খেলেই সবার সাথে কথা বলে, এটাই হলো প্রবাসীদের জীবন।

» প্রবাসী জীবনের প্রতিটি দিনই যেন একটি রুটিন টাইম, কারণ যাই করা হোক না কেন সবকিছু প্রতিদিন একই টাইমে করতে হয়।

» প্রবাসী জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত হয়তোবা তখনই যখন বিশেষ কোন আনন্দের দিনেও নিজেকে কর্মব্যস্ততায় ব্যস্ত রাখতে হয়।

» জীবন কতটা সহজ বা কঠিন তা হয়তো একজন প্রবাসী ভাই সবচেয়ে বেশি ভালো করে জানেন।

» নিজেকে ভালো না আর সবার ভালো চিন্তা করে জীবনের আনন্দের মুহূর্তগুলো ভুলে গিয়ে অন্যকে খুশি করার নামই হলো একজন প্রবাসী।

প্রবাসী জীবনের কবিতা 

প্রবাসীর আর্তনাদ 

রাসেল আহমেদ

 জীবন যুদ্ধে যে মানুষেরা,

জীবিকার তাগিদে হয়েছে প্রবাসী;

তারাই আজ বুঝেছে দেশের মর্মকথা।

নাই আত্মীয় পরিজন, নাই ছেলেবেলার সঙ্গীরা,

নাই সেই উৎসব মুখরতা;

নাই সেই হৈ-হুল্লোড় জনতা।

শহরের ব্যস্ততায় ছুটছে সবাই,

প্রবাসীর মন পড়ে থাকে;

সেই বাংলার ছোট্ট এক গুলিটায়।

এ বিশাল অট্টলিকা আর কাচের দেয়ালের শহর,

তবুও যেন নেই প্রাণ, সবই ভরা বিলাসিতায়।

শূন্যতা আর একাকীত্ব ক্রাশ করে প্রবাসীকে,

তবুও যেন সে ছুটতে পারে না গ্রামের মাটিতে।