পড়ন্ত বিকেল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা

0
117

দুপুর গড়িয়ে যখন সূর্যটা পশ্চিম দিকে রওনা হয় তখন যে সময়টা সৃষ্টি হয় তাকেই পড়ন্ত বিকেল বলে। দিন শেষে পড়ন্ত বিকেলের পরিবেশ বান্ধব যে মুহূর্ত চলে আসে তাকে উপভোগ করার জন্য অপেক্ষা করে থাকে বিকেলের প্রকৃতিকে ভালোবাসা অনেক লোক। অনেকেই আছেন যারা বিকেল নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ খুঁজে থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় বিকেল নিয়ে অনেক ক্যাপশন বা স্ট্যাটাস দিয়ে থাকেন। আশা করি এ পোষ্টের মাধ্যমে পড়ন্ত বিকেল নিয়ে কিছু নতুন উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ ও কবিতা পেয়ে যাবেন। 

 

পড়ন্ত বিকেল নিয়ে উক্তি

পড়ন্ত বিকেল নিয়ে উক্তি

অনেকে আছেন যারা বিকেল নিয়ে উক্তি হতে থাকেন, এই পোষ্টের মাধ্যমে অনেকগুলো নতুন নতুন খুঁজে পাবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। 

১. বিকেলের রোদে তোমার চাওনি যেন মনের মধ্যে জল ছবি আঁকে। 

২. এই মেঘলা পড়ন্ত বিকেলে বারে বারে শুধু তোমার কথাই মনে পড়ে। 

৩. এই আকাশের পড়ন্ত বিকেলে অবহেলায় কেটেছে তোমার অপেক্ষায় থাকা সময়গুলো। 

৪. এই গোধূলি বিকেল বেলায় মন উঠছে মাঠের কাছে , মাঠ যেন ডাকছে খেলার জন্য। 

৫. এই পড়ন্ত বিকেলে ঠোঁটে মাখা হাসি নিয়ে অতীত দেখে কেটে যায় বিকেল বেলা। 

৬. এই পড়ন্ত বিকেলের আকাশে লাল আবরণে তোমার ছায়ায় যেন মুছে গেছে পুরো আকাশ। 

পড়ন্ত বিকেলের স্ট্যাটাস

অনেকে আছেন যারা এই বিকেল বেলা নিয়ে অনেক ফেসবুক স্ট্যাটাস দিয়ে থাকেন কিন্তু ভালো কোনো কিছু না পাওয়াতে স্ট্যাটাস গুলো আর দেয়া হয় না। আশা করি এই পোস্টের মাধ্যমে বিকেল নিয়ে কিছু নতুন স্ট্যাটাস খুঁজে পাবেন। 

পড়ন্ত বিকেলের স্ট্যাটাস

১. এই পড়ন্ত বিকেলে তুমি যেন এসেছিলে কবে, অনেক দিন হল তোমার দেখা পাই না এই গোধূলি বিকেল বেলায়।  

২. এই পড়ন্ত বিকেলে ধানক্ষেতের সোনালী হাসিতে ভুলে যাই সব অতীতের দুঃখ গুলো।

৩. এই বিকেলের মিষ্টি রোদে মায়াবী আলোতে, এ যেন এক অন্য পরিবেশের সাথে মিলে যাওয়া। 

৪. এই পড়ন্ত বিকেলের সুন্দর মুহূর্তে নদীর পাড়ে মাঝি যায় নৌকা নিয়ে, সেই দেখে রাখাল বাজায় বাঁশি, সেই দেখে কৃষকের মুখে হাসি। 

৫. এই পড়ন্ত বিকেলে তুমি থাকো পাশে আমার স্বপ্নগুলো যেন থাকে জীবিত শুধু তোমারই জন্য। 

৬. বিকেলের এই মিষ্টি রোদে সূর্যের কি অপূর্ব চাহনি যেন স্বর্গ থেকে নেমে আসা এক লাল পরীর আগমন। 

৭. ওগো প্রিয় যদি তোমার কোন কারণে মন খারাপ হয়ে থাকে তাহলে চলে এসো পড়ন্ত বিকেলে আমার সাথে খেলা করতে। 

পড়ন্ত বিকেলের ক্যাপশন

আপনারা অনেকে আছেন যারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিকেল নিয়ে ক্যাপশন দিয়ে থাকেন। আশা করি তাদের জন্য বিকেল নিয়ে ক্যাপশন গুলো খুবই ভালো হবে এবং কি সব নতুন নতুন কিছু ক্যাপশন নিয়ে আজকের এই পোস্টটি সাজানো হয়েছে। 

পড়ন্ত বিকেলের ক্যাপশন

* এই পড়ন্ত বিকেলের আকাশে ছুটেছে মেঘের ছায়া আর মিষ্টি রোদের হাসি। 

 

* এই পড়ন্ত বিকেলে বলেছিলে আসবে ফিরে, বসে থেকে ঘনিয়ে এলো সন্ধ্যা কিন্তু তুমি আর আসলে না। 

* পড়ন্ত বিকেলের শেষ আলোয় ভরেছে তোমার কথা মনে, তুমি নেই তাতে কি হয়েছে তোমার দেয়া স্মৃতি টুকু নিয়ে বসে আছি এই পড়ন্ত বিকেলে। 

* শেষ বিকেলের আলোতে তোমাকে পড়েছে মনে, সূর্যটা ঢেলে পড়েছে পশ্চিমে হয়তোবা তুমিও একদিন আসবে ফিরে এই পড়ন্ত বিকেলে।

* এই পড়ন্ত বিকেলে আলাপ জমাবো তোমার সাথে, এই পড়ন্ত বিকেলের সূর্যের মতো লাল ঠোঁটটি তোমার যেন দেখে যেন হয়েছি উত্তাল। 

* এই পড়ন্ত বিকেলের পরিবেশের সাথে যেন লেগেছে তোমায় আরো ভালো, প্রিয় তুমি রাগ করোনা লেগেছে তোমায় খুবই ভালো। 

পড়ন্ত বিকেলের কবিতা

পড়ন্ত বিকেল

শফিকুল মোহাম্মদ ইসলাম

আজও একটি পড়ন্ত বিকেলের অপেক্ষা করি,

কোন এক সূর্যাস্তে সমুদ্র তীরে তুমি সৌরভ ছড়িয়ে!

পাশাপাশি মুখোমুখি এসে বসবে,

যেখানে কয়েকটি নারকেল গাছ দাঁড়িয়ে আছে। 

পশ্চিম দিগন্তে সূর্য ধীরে ধীরে অস্তমিত হবে, 

উচ্ছ্বাসের সমুদ্রের ঢেউ হয়ে যাবে সফেন। 

অসংখ্য হাঙ্গর ও জলজ প্রাণী,

তাদের আনন্দদায়ক বার্তা জানাবে;

জলের কল কল ধ্বনি প্রকাশ করে। 

তবুও তোমার কোন তারা থাকবে না,

সব পাখিরা ঘরে ফিরে গেলেও। 

যেখানে গোধূলি সন্ধানে মেয়ে এসে, 

তোমার আমার গায়ে শীতল বাতাস বয়ে বেড়াবে। 

মৌনতা আর নীরবতা চারপাশ ঘিরে রবে,

তুমি বলবে জীবনের সমস্ত না বলা কথাগুলো;

আমার চোখে তোমার চোখ রেখে বলে ফেলো। 

ফিরে যাব সেই হারানো দিনগুলো ফিরে পাবার তরে,

যদি খুঁজে পাই অতীতের সব স্মৃতিগুলো। 

দূর দিগন্তে আনমনে চেয়ে থেকে,

দুচোখের কোণে মনের অজান্তে জলে এসে যাবে। 

সর্বশেষ কথাঃ 

পড়ন্ত বিকেল নিয়ে যে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন লেখা হয়েছে অবশ্যই দেখেছেন, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন। এবং কি এইসব নতুন উক্তি, স্ট্যাটাস গুলো সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাবেন না, তাই এগুলো ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন। এরকম আরো পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন, আশা করি আরও ভাল ভাল পোস্ট পেয়ে যাবেন।