অভিমান নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা

অভিমান নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা

অভিমান এমন একটা জিনিস যা দেখা যায় না অনুভব করার মত একটি জিনিস। একজন মানুষকে রাগ করানো বা অভিমান করানো সহজ হতে পারে কিন্তু সেটা ভাঙ্গাতে না পারলে তার চেয়ে কঠিন কোন জিনিস নেই। যাই হোক এই পোষ্টের মাধ্যমে অভিমান নিয়ে উক্তি স্ট্যাটাস ও কিছু কথা নিয়ে আলোচনা করা হবে। রাগ, অভিমান নিয়ে স্ট্যাটাস ক্যাপশন খুঁজে থাকেন সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য আশাকরি পোষ্টের মাধ্যমে খুব সুন্দর কিছু অভিমান নিয়ে উক্তি ও অভিমান নিয়ে স্ট্যাটাস পেয়ে যাবেন। 

অভিমান নিয়ে উক্তি

১. মায়া থেকে অভিমান সৃষ্টি হয়, মায়া নাই যার অভিমান নাই তার।- সংগৃহীত

২. অভিমান ও রাগ মানুষকে দুর্বল করে দেয়।- সংগৃহীত

৩. অভিমান সবচেয়ে অসহায় জিনিস যা কাউকে দেখানো যায়না নিজের ভিতরেই তাকে পুষে রাখতে হয়, মিথ্যে হাসির আড়ালে লুকিয়ে রাখতে হয়।- সংগৃহীত 

৪. রাগ আসলে সবার সাথেই করা যায় কিন্তু অভিমান আপন মানুষ ছাড়া সবার সাথে করা যায়না।- সংগৃহীত  

৫. নারী অভিমান করে ভালোবাসা পূর্ণ হওয়ার জন্য, আর পুরুষ অভিমান করে তার ভালোবাসাটা বোঝানোর জন্য।- সংগৃহীত 

৬. কিছু মানুষ আছে যে অন্যের উপর অভিমান করে নিজের ভিতর অনেক দুঃখ, কষ্ট ভুনে  রাখে, মানুষগুলো বড়ই বোকা।- সংগৃহীত 

৭. মানুষ তার সাথে অভিমান করে যাকে সে বেশি ভালোবাসে, ভালোবাসা সৃষ্টি হয় অভিমান থেকে।- সংগৃহীত 

৮. একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে অভিমান করার কারণটাই হলো ভালোবাসার কারণ। – সংগৃহীত

৯. অভিমান এমন একটি জিনিস যা একজনের সাথে আরেক জনের সম্পর্ককে গভীর ভাবে গড়ে তুলে।- সংগৃহীত 

১০. অভিমান এমন একটা জিনিস যে একটা সময় অভিমান বা রাগ করতে করতে সে নিজেই ভুলে যায় যে কি নিয়ে অভিমান করা হয়েছে।- সংগৃহীত

অভিমান নিয়ে স্ট্যাটাস

অনেকে আছেন যে অভিমান নিয়ে স্ট্যাটাস খুঁজে থাকেন ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য। কিন্তু ভালো কোনো স্ট্যাটাস খুঁজে পান না। আশা করি এই পোস্টের মাধ্যমে নতুন কিছু স্ট্যাটাস পেয়ে যাবে। 

 

> ভালোবাসায় অভিমান আছে বলেই ভালোবাসার এত ঢং, এত রঙ, এত স্বাদ।

> অভিমান করে যদি ক্ষমা করা জানা না থাকে, তাহলে কোন সম্পর্কই দীর্ঘস্থায়ী করা সম্ভব না।

> অভিমান এমন একটি জিনিস যা কাউকে দেখানো গেলে হয়তো বা সে আর কখনো অভিমান করত না। 

> যে মানুষের ভেতরে আবেগ বেশি, তার অভিমান ঠিক তেমনি বেশি। 

> অভিমান হল দুটি মানুষের মাঝখানে একটি বেরা জালের মত, কাছে থেকেও ধরা যায় না। 

> নিজের ভেতরে যদি অভিমান যত্ন করে রাখা যায়, তাহলে অন্যের অভিমান কেউ ভেঙে ফেলা যায়। 

> দুজন মানুষের মাঝে যদি দূরত্ব বেড়ে যায়, সেটা হয়তো বা শুধু অভিমান এর মধ্যেই হয়। আপন মানুষ কখনো অভিমান ছাড়া দূরে সরে যায় না, কারণ হলো ভালোবাসা। 

> দুজনের সম্পর্কের মধ্যে রাগ থাকবে, অভিমান থাকবে, রাগ থাকবে কিন্তু সেগুলো যদি ভাঙ্গানো না যেতে পারে তাহলে সম্পর্কের পরিণতি হবে ভয়াবহ। 

> মন থেকে কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসলে, সে যদি অবহেলা করে তাহলে তখন অভিমান হিসেবে নিজেকে সান্তনা দিতে হয়। 

অভিমান নিয়ে ছন্দ

যদি কখনো অভিমান চলে আসে তাহলে চলে এসো আমি তোমার অপেক্ষায় আজও বসে আছি। অভিমানী মন তোমার বড়ই একাকী করে দিয়েছে আমায় তুমি যে আর আসবে না ফিরে। যদি তুমি অভিমান কর তাহলে তোমাকে কখনো শাস্তি দেবো না, অভিমানের শাস্তি তুমি নিজেই পাবে। 

অভিমান খুব মূল্যবান একটি জিনিস যা সবার উপরেই করা যায় না, শুধু আপন মানুষগুলোর ওপর অভিমান করা যায়। যাকে ভালোবাসা যায় মন থেকে তার সাথে অভিমান করা যায়। রাগ যেমন সময়ের সাথে কমে যায় কিন্তু অভিমান ক্রমশ বাড়তে থাকে। কেউ হয়তো অভিমান করে অনেক দূরে চলে গেছে কিন্তু তার জন্য যে সে আজও বসে আছে তা হয়তো সে জানে না হয়তো বুঝবে একদিন ঠিকই। 

অভিমান নিয়ে কিছু কথা

অভিমান বড়ই দামি একটা জিনিস কারণ সবার উপরে অভিমান করা যায় না। অভিমান শুধু নিজের আপন মানুষের সাথেই করা যায়। যাকে গভীর ভাবে ভালোবাসা যায় তার সাথে শুধু অভিমান করা যায়, একজন অপরিচিত বা পরিচিত সে যেই হোক না কেন তার সাথে অভিমান করা যায় না। অভিমানের কারণে ভালোবাসাটা কমে যায় না বরঞ্চ ভালোবাসাটা আরো বেড়ে যায়। 

প্রিয় মানুষটির সাথে অভিমান করা যায় কিন্তু অভিমান যদি ভাঙতে না পারা যায় তাহলে সেই প্রিয় মানুষটি অনেক দূরে চলে যায়। অভিমান করে একজনের অপেক্ষায় থাকা সবচেয়ে বড় বোকামি কারণ অভিমান করে কখনো কোন জিনিস পাওয়া যায় না অভিমান ভাঙিয়ে তারপর একটা কিছু পাওয়া যায় বা সম্ভব হয়। যেমন আয়না না ভাংলে বোঝা যায় না আয়না কতটা অভিমানী।

অভিমান নিয়ে কবিতা

 অভিমানী আমি

আজ অভিমানী আমি করিয়াছি,

ওহে তোমার পরে অভিমান। 

তবুও না পারি নাই তোমারে ভুলিতে,

এ নশ্বর দেহের তুমিই তো পরান।

ওহে কতই না ভাবি আছি তোমারে আপন,

কতই না টানি প্রেমও টানি।

জানি তা তোমার আজও অজানা,

তবুও তোমার এই মন অধির আপন মনে।

চেয়েছো কি ওহে তুমি জানিতে,

চলিতেছে কি আজও আমার এ মনে।

তোমার মত আছো তুমি আপনাতেই থাকো,

তবু কেন যেন এমন তোমারে এতখানি আপন মানে।

সর্বশেষ কথাঃ 

অভিমান করা ভালো নয় এতে আপন মানুষগুলো দূরে চলে যায়, নিজের ভেতরের কষ্টটা আরো বেশি বেড়ে যায়। এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং যদি এরকম আরো পোস্ট পেতে চান তাহলে এই সাইটে ভিজিট করুন আশা করি এরকম আরো ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।