শৈশবের স্মৃতি নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও কিছু কথা

শৈশবের স্মৃতি নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও কিছু কথা

শৈশবের সেই দিনগুলোতে আর ফিরে যাওয়া সম্ভব না তবে সেই স্মৃতিকে ধরে রাখার জন্য অনেকে আছেন যারা ফেসবুক স্ট্যাটাস দিয়ে থাকেন শৈশবের স্মৃতি নিয়ে তাদের জন্য এই পোষ্টের মাধ্যমে কিছু নতুন স্ট্যাটাস ও ক্যাপশন তুলে ধরা হবে আশা করি ভালো লাগবে। তাহলে আর সময় নষ্ট না করে দেখে নিন শৈশব নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন গুলো। 

শৈশবের স্মৃতি নিয়ে উক্তি  

১. শৈশব হারিয়ে গেছে কিন্তু শৈশবের কাটানো আনন্দের দিনগুলি আজও মনে পড়ে যায় । 

২. তোরা ছিলি শৈশবে কৈশোরে, জানি তোরাই থাকবি সারা জীবন বন্ধু হয়ে। 

৩. কতদিন হল তোদের দেখা নেই, শৈশবের সেই দিনগুলো আজ স্বপ্নের মত হয়ে গেছে। 

৪. শৈশবে ফেলে আসা সেই সোনালী দিনগুলো মাঝে মাঝে খুব মনে পড়ে তখন নিজেকে খুব একাকীত্ব মনে হয়। 

৫. শৈশবের সেই ফেলে আসা দিনগুলো টাকার অভাবে হয়তো অনেক স্বপ্ন মরে গেছে, আজ টাকা আছে কিন্তু সেই স্বপ্ন পূরণের ইচ্ছেটা আর নেই। 

৬. শৈশবের দিনগুলো আজ শুধু স্মৃতিতেই রয়ে গেছে, কখনো সেই দিনকে আর বর্তমানে আনা সম্ভব নয়। 

৭. শৈশবের জীবন থেকেই ভবিষ্যতের সবকিছু ধারাবাহিকতা ঠিক রাখতে হয় তা না হলে সিটকে পড়ে যেতে হবে। 

৮. শৈশবের জীবন গুলি যদি আবার ফিরে পাওয়া যেত, তাহলে সবাই তার শৈশব জীবনের চলে যাচ্ছে। 

৯. শৈশব জীবনকে যে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে, সেই ব্যক্তিই জীবনে ভালো একটা কিছু করতে পেরেছে। 

১০. ফেলে আসা সেই শৈশবের সময় যেন বিকেলের স্মৃতি, এখন সময় চলে একমুখী হয়ে এক দেয়ালের ভেতরে।

শৈশবের স্মৃতি নিয়ে স্ট্যাটাস

১. খুব ইচ্ছে হয় শৈশবের সেই বেলায় ফিরে যেতে। 

২. শৈশবের সেই ফেলে আসা দিনগুলো ছিল সহজ সরল ও অক্সিজেন অফুরন্ত। 

৩. আধার কেটে রাত পোহালে উঁকি দেয় যে ভোর শৈশবের সেই দিনগুলো আর আসবে না ফিরে। 

৪. শৈশবের সেই বিকেল বেলা ফিরে পাওয়ার সম্ভব না নিখুঁত সব খেলা। 

৫. শৈশবের সেই দিনগুলো ছিল যে কত মধুর, পড়ে আছে শুধু সেই স্মৃতি গুলো। 

৬. চলনা আবার হারিয়ে যাই স্মৃতিগুলো কুড়িয়ে সঙ্গে করে সেই শৈশবে। 

শৈশবের স্মৃতি নিয়ে ক্যাপশন

প্রতিটি মানুষের শৈশব ও কৈশোরের যে সময় থাকে সে সময়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটি মানুষ ছোটবেলা থেকেই সে যে পরিবেশে বড় হবে ঠিক তেমন তার আচার-আচরণ ব্যবহার চালচলন চলাফেরা মানে সব কিছুই শৈশবকাল থেকেই এর সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটি মানুষের ভিতরে থাকে। তাই আমরা আপনাদের মাঝে এই পোষ্টের মাধ্যমে কিছু ক্যাপশন তুলে ধরছি আশা করি ভালো লাগবে। 

১. শৈশব এমন একটি সময় যে স্বপ্নকে বাস্তব রূপে রূপ দিতে প্রয়োজন একটি কৌতূহলী শৈশব। 

২. শৈশবকালই হচ্ছে মানুষের মনুষত্ব অর্জন করার সঠিক সময়। 

৩. শৈশবকালের সময় কে সঠিক ভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতের বিশ্বকে চমকে দেওয়া সম্ভব। 

৪. শৈশবকালের সময়কে যে অবহেলা করবে তার ভবিষ্যৎ অন্ধকার, সেটা যার যার নিজের মধ্যেই উপলব্ধি হবে বর্তমানে এসে। 

৫. শৈশবকাল হল মানুষের এমন একটি সময় যেখানে থেকে যায় শুধু স্মৃতি এবং একটি শিশু তার জীবনের মূল লক্ষ্যের দিকে যাওয়ার সঠিক পথ বেছে নিতে। 

৬. সবার জীবনের শৈশবকাল সুন্দর থাকেন, কিছু মানুষকে তার শৈশবকাল কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েও তাকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হয়। তা না হলে সে ভালো কিছু অর্জন করতে পারবে না। 

৭. শৈশব কালকে যে সঠিকভাবে ব্যবহার করতে পারবে সেই ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে এবং তার জন্য ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করবে।

শৈশব নিয়ে ছন্দ

> জানিনা সেটা সম্ভব কিনা, তাই তো ছোটবেলার ছবিতে স্মৃতিগুলোকে আগলে ধরে রেখেছি। 

> “স্বপ্নকে বাস্তব রূপে”, রূপ দিতে একটি সুন্দর পরিবেশ এবং কৌতূহল শৈশব প্রয়োজন। 

> বড় হওয়ার স্বপ্ন দেখে কাটিয়ে দিলাম শৈশব, আজ দুঃখ একটাই কেন শৈশব হারালাম। 

> শৈশব কালের একটি সুন্দর জীবন একজন মানুষকে ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে। 

> ওই কাদামাখা পথে পিছলে যাওয়ার ভয়ে কত হেঁটেছি হাতে হাত রেখে সেই শৈশবকালে ফিরে যাওয়া কোনদিন সম্ভব না তবে স্মৃতিগুলো আজ লাগাম টান দেয়। 

> শৈশব হারিয়ে গেছে সময়ের স্রোতে কিন্তু সেই স্মৃতিগুলো আজও এই হৃদয়ে আছে গাথা। 

শৈশবের স্মৃতি নিয়ে কিছু কথা  

এই পৃথিবীর সব মানুষই স্মৃতির চাদরে মোড়ানো কেউ বলতে পারবে না যে কারোর সাথে কোনো স্মৃতি বসবাস করে না। স্মৃতিহীন মানুষ এই দুনিয়াতে কোথাও নেই, শৈশবকালের যে জীবনটা ছিল সে জীবনে সবারই কিছু না কিছু স্মৃতি আছে। একজন মানুষ যখন কর্মহীন হয়ে পড়ে তখন সে শুধু তার স্মৃতি নিয়ে বেঁচে থাকে।

এই পৃথিবীর সকল মানুষকেই শৈশবকাল পার করে আসতে হয় তাই সবার মাঝে অনেক স্মৃতি লুকিয়ে থাকে। মানুষ মরণশীল মৃত্যুবরণ করতেই হবে কিন্তু সে মানুষটি না থাকলেও তার স্মৃতিগুলো থেকে যাবে। শৈশবকালের যে স্মৃতিগুলো আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সেগুলো ভোলার নয় সব সময় সেই স্মৃতিগুলো সবসময় নিজের ভেতরে গাথা থাকে। মাঝে মাঝে একা হলে সেই শৈশবের সব স্মৃতি গুলো চোখের সামনে দিয়ে ভেসে বেড়ায়।

সর্বশেষ কথাঃ 

শৈশবের স্মৃতি নিয়ে যা কিছুই লেখা হয়েছে যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ শৈশবের স্মৃতিগুলো সবার জীবনেই বয়ে বেড়ায়। এরকম আরো বিভিন্ন পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।