মানিকগঞ্জ জেলার দর্শনীয় স্থান ও কিসের জন্য বিখ্যাত

ঢাকা বিভাগের একটি জনপ্রিয় ও ঐতিহাসিক স্থাপনা জেলা হল মানিকগঞ্জ। মানিকগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলোর উল্লেখযোগ্য হল বেতিলা জমিদার বাড়ি, তেওতা জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি, মক্ত মাঠ, নাহার গার্ডেন, আরিচা ঘাট, স্বপ্নপুরী, ফলসাটিয়া খামার বাড়ি, শহীদ রফিক স্মৃতি জাদুঘর ইত্যাদি। এইসব জায়গা গুলো বেশ জনপ্রিয় ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে সেরা। 

মানিকগঞ্জ জেলার যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে, তাহলে চলুন সেই দর্শনীয় স্থানগুলোর সংক্ষিপ্ত রূপে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে তুলে ধরা হলো। 

বালিয়াটি জমিদার বাড়ি

ঢাকা শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা মাত্র ৮ কিলোমিটার দূরে বালিয়াটি গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত। বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জমিদার বাড়ি মোট ৭ টি ভবন নিয়ে এই জমিদার বাড়িটি স্থাপিত হয়েছে । এই জমিদার বাড়িটি দশানী জমিদার বাড়ি নামেও বেশ পরিচিত। 

তেওতা জমিদার বাড়ি

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় তেওতা গ্রামে অবস্থিত এই তেওতা জমিদার বাড়িটি। বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও প্রাচীন জমিদার এর মধ্যে একটি । জমিদার বাড়িটি যে প্রাকৃতিক পরিবেশ আর পুরনো দালানে ঘেরা সব মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছ 

বেতিলা জমিদার বাড়ি

মানিকগঞ্জ জেলার আরেকটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা, যা মানিকগঞ্জ জেলা থেকে মাত্র ৫ কিলোমিটার দক্ষিনে বেতিলায় এই জমিদার বাড়ির অবস্থান। বর্তমানে এটি সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই জমিদার বাড়ির ইতিহাস অতটা পরিচিত নয় তবে জমিদার বাড়ির পরিবেশ খুবই আকর্ষণীয় সুন্দর।  

নাহার গার্ডেন

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা থেকে ১০ কিলোমিটার পূর্বে ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামে এই নাহার গার্ডেন অবস্থিত। এই জায়গায় রয়েছে প্রায় ৩ হাজার প্রজাতির পাখি, এর থেকে প্রায় ২০ প্রজাতির টিয়া পাখি, ১৫ প্রজাতির ঘুঘু এবং অন্যান্য পাখিগুলো। এই গার্ডেনটিতে প্রবেশ করার জন্য গুনতে হবে ৫০ টাকার টিকেট মূল্য।   

আরিচা ঘাট

বাংলাদেশের এক অন্যতম নৌঘাট হচ্ছে আরিচা ঘাট। এই ঘাটটি মানিকগঞ্জ জেলা থেকে ২৫ কিলোমিটার দূরে শিবালয় উপজেলায় অবস্থিত । এখানকার যে নৌরুটের ফেরি ঘাট রয়েছে সেটি ৯০ দশকের দিকে আরিচা ঘাট থেকে দৌলোদিয়া ঘাটে চলাচল করতো না দেশের উত্তর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল এই আরিচা ঘাট। 

মত্ত মঠ

মানিকগঞ্জ জেলায় থেকে মাত্র তিন কিলোমিটার পূর্বে পটল নামের একটি গ্রামে অবস্থিত এই মঠ। এটি একটি ঐতিহাসিক স্থাপনা মানিকগঞ্জ জেলার সবচেয়ে পুরনো একটি মঠ। মানিকগঞ্জ জেলার যেকোনো প্রান্ত থেকে এই মঠের কথা বললে যেকোন লোক বলে দিবে যে মঠটি কোথায়। 

সর্বশেষ কথাঃ

মানিকগঞ্জ জেলার যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে আশা করি এই পোস্টের মাধ্যমে সেসব দর্শনীয় স্থানগুলোর তথ্য পেয়েছেন। যদি ভালো লেগে থাকে অথবা অন্যের সাহায্যের জন্য প্রয়োজনীয় পোষ্ট মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং আরো বিভিন্ন জেলার দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য পেতে সাইটে ভিজিট করুন আশা করি দর্শনীয় স্থানগুলো সঠিক তথ্য পেয়ে যাবেন।