মাকে নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

0
74

এই পৃথিবীতে যদি কোন আপনজন থেকে থাকে তাহলে সে হলো মা। মায়ের মত আপনজন হয়তোবা দ্বিতীয় কোন ব্যক্তি হতে পারবে না। এই মায়ের পায়ের চরণেই রয়েছে সন্তানের বেহেস্ত। আমরা সবাই মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস হিসেবে অনেক কিছুই লিখে থাকি যেমন মাকে নিয়ে ক্যাপশন, মাকে নিয়ে স্ট্যাটাস, মাকে নিয়ে কবিতা এবং আরো বিভিন্ন কিছু। এই পোষ্টের মাধ্যমে মাকে নিয়ে কিছু নতুন উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা তুলে ধরা হবে আশা করি আপনাদের ভালো লাগবে। এগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে নিজ থেকে সংগ্রহ করতে পারেন।  

মাকে নিয়ে উক্তি

১. পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য, কিন্তু মা কখনো স্বার্থের জন্য ভালোবাসে না।

২. মা এমনই একটি ব্যাংক যেখানে আপনি সুখ-দুঃখ, শান্তি-অশান্তি, হাসি, আনন্দ সবকিছু জমা রাখা যায়। 

৩. মা এমনই জিনিস যে তোমার চোখের দিকে তাকালেই সে বুঝতে পারে তুমি কোন পরিস্থিতিতে আছো। 

৪. এই দুনিয়াতে স্বার্থ ছাড়া যদি কোন ভালোবাসা হয়ে থাকে তাহলে সেটা হলো মায়ের ভালোবাসা। 

৫. সন্তান যেমনই হোক না কেন কালো, কুৎসিত, ল্যাংড়া, কানা বা যাই হোক না কেন সেই সন্তান মায়ের কখনো অপ্রিয় হয় না। 

৬. মা হয়তো বা এমনই যে সবকিছুর জায়গা নিতে পারে সে, কিন্তু তার জায়গা দুনিয়ার কেউ নিতে পারে না। 

৭. যদি কখনো অহংকার বা পতন চলে আসে তাহলে মায়ের কাছে গিয়ে তওবা করে নাও। 

মাকে নিয়ে ইসলামিক উক্তি

১. পৃথিবীর সকল কিছু বদলাতে পারে । কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না।

২. একজন মা যদি তার সন্তান প্রসবের সময় মারা যায় তাহলে সে জান্নাতি বা ইসলাম তাকে শহীদের মর্যাদা দিয়েছে। 

৩. মৃত্যুর যন্ত্রণাটা কেমন তা জানি না, তবে মা হারানোর যে কি যন্ত্রনা সেটা হয়তো মৃত্যুর যন্ত্রণার চেয়েও বেশি।

৪. যখন দেখবে মায়ের মুখ, তখন তুমি দেখতে পাবে দুনিয়ার সব ভালোবাসার সুখ। 

৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে যাই করো না কেন নিজের মা-বাবাকে যদি যত্ন না করো তাহলে পরকালে কোন শান্তি পাবে না। 

৬. পরকাল নয়, ইহকাল নয়,,, এই দুনিয়াতে যে বাবা-মায়ের সেবা না করবে তার জন্য জান্নাত যেন হারাম। 

৭. তোমরা আল্লাহর ইবাদত কর, তার সঙ্গে অন্য কারোর শরিক করো না এবং মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ কর। 

মাকে নিয়ে স্ট্যাটাস

 

১. মা জননী চোখের মনি অসীম তোমার দান, খোদার পরেই তোমার স্থান। 

২. যদি শান্তির ঘুম পারতে চাও তাহলে মায়ের কাছে চলে যাও। 

৩. এই পৃথিবীতে যার মা আছে সে কখনো গরিব নয়। 

৪. এই পৃথিবীর সবাই আপনাকে অবহেলা করতে পারে, কিন্তু একজন মা আপনাকে কখনোই অবহেলা করবে না। 

৫. মা কখনো হয়না পর, যদি তুমি না করো পর। 

৬. আপনি হয়তো বোকা হতে পারেন বা কালো হতে পারেন কিন্তু মায়ের কাছে আপনিই সেরা সন্তান। 

৭. দুনিয়ার কোথাও যদি সুখ খুঁজে না পাও, তাহলে মায়ের কাছে চলে যাও। 

৮. এই দুনিয়াতে মায়ের মত আপন কেহ নাইরে ভাই। 

৯. মা হয়তো শিক্ষিত নাও হতে পারে কিন্তু সেই আপনার প্রথম শিক্ষক যার কাছ থেকে আপনি প্রথম কথা বলতে শিখেছেন। 

মাকে নিয়ে ক্যাপশন

১. তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। 

২. এই দুনিয়াতে যার মা নেই, সেই হয়তো বোঝে মায়ের অভাবটা কি রকম। 

৩. যার মা-বাবা থাকতেও সে তার মা-বাবা যত্ন নেয় না, তার মত অভাগা হয়তো দ্বিতীয় কোন ব্যক্তি নেই। 

৪. আমার প্রথম দেখা তুমি, প্রথম পাওয়া তুমি, প্রথম শব্দ তুমি, প্রথম ভালবাসা তুমি,,, তুমি আমার সবকিছু মা। 

৫. একজন মাই হতে পারে পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু। 

৬. এই পৃথিবী যার জন্য দেখছো, ভালোবাসো তাকে। কার জন্য তুমি এত কিছু করছ যে তোমাকে স্বার্থের জন্য ব্যবহার করে। ভালোবাসো মাকে যে তোমাকে জন্ম দিয়েছে। 

৭. যদি ভালোবাসা হয় ফুলের মত পবিত্র, তাহলে মা সেই ভালোবাসার ফুল। 

৮. এ পৃথিবীতে সর্বপ্রথম আমি যার মুখ দেখেছি সে হল আমার মা। 

৯. মাগো আমি এলাম সবকিছু ছেড়ে তোমার কোলে ঘুমাবো বলে। 

১০. ভালোবাসো তাকেই,,, যার জন্য এই দুনিয়াতে আসতে পেরেছো, যার জন্য এই সুন্দর পৃথিবীটা দেখছো।  সে হলো প্রিয় মা। 

মাকে নিয়ে কষ্টের কিছু কথা 

 

মা বোধ হয় এমনই হয় যে নিজে না খেয়ে সন্তানের জন্য খাবার সংগ্রহ করে রাখে। মা বোধ হয় এমনই হয় যে নিজের চাহিদা পূরণ করার আগে তার সন্তানের চাহিদা পূরণের কথা বলে। হাজার কষ্টের মাঝেও মা কখনো বলে না যে খোকা আমার খিদে পেয়েছে আমায় কিছু খেতে দে। অথচ সেই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। মা তার নিজের অভাবের কথা কখনো তার সন্তানকে বলে না। 

কি আজব দুনিয়া যে মা তার সন্তানকে জন্ম দিয়েছে অথচ সেই মা এক মুঠো খাবারের জন্য সারাদিন ঘুরে বেড়াচ্ছে দেশ দেশান্তরে। তবুও যেন সেই মায়ের সন্তান গুলো তার কাছে সবসময় সেরা। মাগো তুমি মহান, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি সব থেকে ধৈর্যশীল। যে মায়ের কাছ থেকে তুমি পেয়েছো এই দুনিয়ার স্বাদ গ্রহণ করার শক্তি অথচ তাকেই তুমি দূরে ঠেলে দিয়েছো, তুমি কি সন্তান নাকি কাফের। 

সর্বশেষ কথা

মাকে নিয়ে এই পোষ্টের মাধ্যমে যে কথাগুলো লেখা হয়েছে যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের মাঝে। এবং যদি এরকম পোস্ট আরো পেতে চান তাহলে সাইটে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক পোস্ট পেয়ে যাবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here