কক্সবাজার নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ, ছবি ও কবিতা

কক্সবাজার নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ, ছবি ও কবিতা

পৃথিবীর মধ্যে সবথেকে দীর্ঘতম সমুদ্র সৈকত হলো আমাদের বাংলাদেশের কক্সবাজার। এই কক্সবাজারের মত এত সুন্দর সমুদ্র সৈকত আর পৃথিবীর বুকে কোথাও নেই। তো আমরা যারা বাংলাদেশে বসবাস করি এখন অব্দি আমাদের দেশের এত মনোমুগ্ধকর ও অপরূপ সৌন্দর্যময় জায়গাটিতে এখনো যাওয়া হয়নি। অনেকেই হয়তো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করিনি এবং কি নিজের দেশে ঘরের পাশে থাকতেও দেখতে পারিনা।

তাই তাদের জন্য আজকের এই পোষ্টের মাধ্যমে কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কিত কিছু উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ গল্প ছবি ও কবিতা তুলে ধরবো। অনেকে আছেন যারা কক্সবাজার নিয়ে বিভিন্ন ধরনের ক্যাপশন উক্তি স্ট্যাটাস ছন্দ ছবি ও গল্প খুঁজে থাকেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করার জন্য। তো আপনারা যদি এই পোস্টটি সম্পন্ন পড়ুন তাহলে আশা করি যে আপনাদের ভালো লাগবে।

কক্সবাজার নিয়ে ক্যাপশন 

কক্সবাজার নিয়ে ক্যাপশন 

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ও সুদীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, যেখানে হাজারো মানুষ তাদের মনকে পরিতৃপ্ত করতে যায়।

সমুদ্রকে আমরা সবাই ভালবাসি কারণ সমুদ্রের বিলাসিতা প্রিয় মানুষকে কাছে টানতে সাহায্য করে।

কখনো মন খারাপ থাকলে সমুদ্রের পারে একটু ঘুরে এসো দেখবে মন ভালো হয়ে গেছে।

সমুদ্র মানুষকে বিনয়ী করে কারণ, সমুদ্রের কারণে সে নিজেকে জানতে পারে যে এই দুনিয়াতে সে কতটা তুচ্ছ।

কক্সবাজার সমুদ্র সৈকত আমাদেরকে শেখার প্রশস্ত হতে আর বঙ্গোপসাগর আমাদের শেখায় বিনয়ী হতে।

বাংলাদেশের এক ঐতিহ্যবাহী অলংকার হল সমুদ্র সৈকত কক্সবাজার, যেখান থেকে মানুষ তাদের দুঃখকে রেখে সুখ নিয়ে আসে।

কক্সবাজার নিয়ে স্ট্যাটাস

কক্সবাজার নিয়ে স্ট্যাটাস

কক্সবাজার সমুদ্র সৈকত মানেই হাজারো অচেনা মানুষের ভিড় আর তাদের মায়ায় আবদ্ধ হওয়া।

সমুদ্রের অপূর্ব সৌন্দর্যকে উপভোগ করতে হলে তার কাছে গিয়ে তাকে অনুভব করতে হবে।

মানুষ কর্মব্যস্ততা দিয়ে নিজেকে কখনো খুশি করতে পারে না, হয়তো তার পকেটে অনেক টাকা থাকতে পারে কিন্তু ভ্রমণ হলো মানুষকে আত্মতৃপ্তি দিতে পারে।

কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার স্বপ্ন যেন প্রত্যেকটি যুবক যুবতীর, তারা যেন সেই সমুদ্রের উদ্দাম ঘোড়ায় চড়ে পানিদের ছাপটা গায়ে লাগিয়ে বালির উপর দিয়ে ছুটে চলতে চায়।

সমুদ্রের পারে গেলে বোঝা যায় তার কতটা গভীরতা, আর সেই সমুদ্রের সৌন্দর্যকে উপভোগ করার জন্যই যেন তার কাছে যেতে হয়।

প্রিয় একদিন তোমায় সঙ্গে করে নিয়ে সমুদ্র সৈকতে পালিয়ে যান, যেখানে কোনো পরিচিত কেউ থাকবে না।

কক্সবাজার নিয়ে উক্তি

কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তাল জোয়ার যেন দু’কুল ভাসিয়ে লাগিলো তোমার আমার গায়ে।

কক্সবাজারের সেই সী,বিচে দাঁড়িয়ে একদিন তুমি আমায় বলবে তোমায় অনেক ভালোবাসি, সেদিন সেই ভালোবাসার সাক্ষী হবে শুধু সূর্যাস্ত ও সন্ধ্যা তারারা।

সমুদ্রের পাড়ে যদি কখনো যাও তখন ঠিকই বুঝবে আমি কতটা ভালবেসেছিলাম তোমায় কিন্তু তখন আমায় আর খুঁজে পাবে না।

ওই কক্সবাজার সমুদ্র সৈকতের মতই আমার এই বিশালতার ছোঁয়ায় তোমায় আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি আজ অন্য কারোর মায়ায় পড়ে গেছে।

কক্সবাজার সমুদ্র সৈকত মানেই যেন এক আনন্দ ও বেদনার স্মৃতি, যেখানে মানুষ সৃষ্টি করে হাজারো পৃষ্ঠার লেখা ডায়েরি।

ওই সমুদ্রের পাড়ে গিয়ে কখনো খালি পায়ে হেঁটে দেখো কতটা অসাধারণ অনুভূতি লাগে, ঠিক যেন আত্মমগ্ন হয়ে মাটির খুব কাছাকাছি চলে গেছে।

কক্সবাজার নিয়ে ছন্দ

কক্সবাজার নিয়ে ছন্দ

নিজেকে সমুদ্রের মতো গড়ে তুলো, যাতে কিছু মানুষ তোমায় কষ্ট দিতে না পারে।

এই সমুদ্রের নীল পানি আর নীল আকাশের মাঝখানে তোমায় নিয়ে কিছু লিখতে চাই, তুমি কি তা পরবে।

তোমার ওই মনের সমুদ্রে একটু শান্ত হতে চাই আমি, প্রিয় তুমি কি আমায় একটু ঠাই দেবে।

সমুদ্রের শব্দ সেই বুঝবেই যে সমুদ্রের শব্দকে তার আত্মার সাথে মিলিয়ে।

সমুদ্রের গন্ধ না আর আকাশকে অনুভব করো দেখবে জীবন অনেকটাই সহজ হয়ে গেছে।

সকালের ওই মিষ্টি রোদের হাসি যেন সমুদ্রের গায়ে এসে লাগে, ঠিক যেন তোমার ওই চোখের পাপড়ির মত।

আমি তোমায় সমুদ্রের সাথে তুলনা করব না, কারণ সমুদ্রের গভীরতা এতটাই গভীর যে সেখানে তুমি একেবারেই তুচ্ছ।

কক্সবাজার নিয়ে ছবি

কক্সবাজার নিয়ে ছবি

কক্সবাজার নিয়ে স্ট্যাটাস

কক্সবাজার নিয়ে ছবি

কক্সবাজার নিয়ে স্ট্যাটাস

কক্সবাজার নিয়ে কবিতা 

সমুদ্রের প্রেম

খন্দকার আতাউর রহমান

সমুদ্রের তীরে দাঁড়িয়ে তুমি,

বলেছিলে সমুদ্র ভীষণ স্বার্থপর।

কারণ,

সবকিছু কেড়ে নেয়,

ফিরিয়ে দেয় না কিছুই।

সমুদ্রের গভীরতা টা হয়তো,

তাই আজও কেউ বুঝলো না।

তোমার ইচ্ছে হয় সমুদ্র দেখতে,

ঢেউয়ের মিতালীতে দুচোখ জোড়াতে।

কিন্তু সমুদ্র তে স্বার্থপর,

শুধু কেড়ে নেয়, ফিরিয়ে দেয় না কিছুই।

তুমি সমুদ্রের গর্জনে ভয় পেলে,

আমি সইতে পারবো না সেই তোমার।

সমুদ্রের বুকে কয়েক জোড়া,

পায়ের ছাপ এটাই অনেক কিছু।

সমুদ্রকে ভালবাসতে যেও না,

কষ্ট পাবে অনেক।

তাইতো বলি ভালোবাসো আমায়,

সুখ দেব তোমায় অনেক।

সর্বশেষ কিছু কথা

প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা যারা এই পোস্টটি সম্পন্ন করেছেন আশা করি আপনাদের ভাল লেগেছে। যদি আপনাদের এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এরকম আরো বিভিন্ন ধরনের পোস্ট বা আপনাদের প্রয়োজনীয় পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি পেয়ে যাবেন।