যদি বর্ষা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা এগুলো খুঁজে থাকেন, তাহলে আশা করি যে ঠিক জায়গায় এসেছেন। এই পোষ্টের মাধ্যমে বর্ষা নিয়ে কিছু নতুন নতুন উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ ও কবিতা তুলে ধরা হবে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেগুলো সোশ্যাল মিডিয়া শেয়ার করার জন্য সংগ্রহ করতে পারেন। তাহলে আর দেরি না করে আপনাদের পছন্দ অনুযায়ী সংগ্রহ করে নিন বর্ষা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ ও কবিতা গুলো।
বর্ষা মানেই প্রকৃতি নতুন রূপে সেজে মানুষের মনের আনন্দের মুহূর্তটা আরেকটু সৌন্দর্য করে তোলাই হলো বর্ষা। বর্ষার আগমনে যখন নদী-নালা, খাল-বিল পানিতে ভরে থৈথৈ করে উঠে, তখনই যেন প্রকৃতি তার সৌন্দর্য খুঁজে পায়, আর সেই প্রকৃতিতে অনেকে হারিয়ে যেন তাদের পুরনো সব স্মৃতির সব দুঃখ গুলো সেই বর্ষায় ভাসিয়ে দেয়। তো যাই হোক এই বর্ষার মৌসুমে অনেকেই অনেক কিছু শেয়ার করে থাকেন আশা করি যে এখান থেকে সংগ্রহ করার মত কিছু পেয়ে যাবেন, এবং আপনজনদের মাঝে তা শেয়ার করতে পারবেন।
বর্ষা নিয়ে উক্তি
১. তুমি ছাড়া কত বসন্ত, কত বর্ষা, অথচ দুঃখ ছাড়া এক প্রহর তো দূরের কথা, এক মুহূর্তও নয়।
২. হে বর্ষা সব মেঘ যেন নিয়ে নিয়েছো তুমি, মেঘগুলো সাদা হয়ে তোমার কাছে চলে এসেছে।
৩. বৃষ্টি ভেজা এই বর্ষায় মন চায় তোমায় পেতে, তুমি আসলে ঝরবে অঝোর ধারায় মন হবে দিশেহারা।
৪. বর্ষা যতোবারই এসেছে ততবারই যেন, সেই ছেলেবেলার কথাই আমাকে ভাবিয়েছে।
৫. এই বৃষ্টি ভেজা প্রেমের পরশ পাঠিয়ে দিলাম তোমায়, ভিজিয়ে নিও শরীরটাকে আর মনে করো আমার।
৬. অধীর আগ্রহে বসে আছি ওই নীল আকাশের প্রাণে মেঘ আসবে বলে, তুমি বৃষ্টি হয়ে ঝরে পড়ো আমার এই ক্লান্ত গায়ে।
৭. চলনা দুজন হারিয়ে যাই, বর্ষার বুকে নৌকায় কোন এক অজানায়।
বর্ষা নিয়ে স্ট্যাটাস
» তুমি বৃষ্টি হয়ে নামলে, আমি বর্ষার মৌসুম হয়ে তোমাকে আপন করে নেব।
» আজ মেঘ জমেছে আকাশে তাই দিয়েছো আকাশের সাথে আড়ি, আজ নাকি সারাদিন মেঘের সাথে রোদের আড়ি।
» আজ এলো বর্ষা সাদা আকাশ মেঘলা হলো, নামবে হয়তো বৃষ্টি, তুমি পাশে থাকলে হয়তো দিনটা হতো আরো রঙিন।
» বর্ষা এলো আকাশে মেঘ ছেয়ে গেল, বৃষ্টি এসে ভিজিয়ে দিল গাছগুলো সব সতেজ হলো।
» বর্ষা হয়তোবা অনেকের আনন্দের একটা মৌসুম, কিন্তু অনেক অভাগাদের দুঃখের পর্ব শুরু হয়।
» বর্ষার বৃষ্টিতে তো সবাই ভিজে কিন্তু তাকে অনুভব করে নিজের করে নিতে পারে কজন।
» হ্যাঁ মেঘলা মেঘলা আকাশ আর ঠান্ডা ঠান্ডা বাতাস, পানিতে ভেজা পা, বৃষ্টি থামেনা চারদিকে জল, উড়ে তোরা পা সামলে চল।
বর্ষা নিয়ে ক্যাপশন
* আকাশের ক্ষমতা নেই বৃষ্টিকে ধরে রাখার আর আমার ক্ষমতা নেই তোমার বৃষ্টিতে ভেজা বারণ করার।
* বৃষ্টির প্রাণে ভরে যায় মনের রঙে, পৃথিবীতে জাগে প্রাকৃতির নতুন সুরঙ্গে। শীতের মাঝে একটু আলাদা রকমের ভরসার সঙ্গে ভালোবাসার উজ্জ্বল।
* বর্ষার এই মৌসুমে যেন ভালোবাসার বৃষ্টি ঝরে পড়ে, বর্ষার রঙিন মেলায় যেন সুখের দুঃখে স্পর্শ করে বর্ষার বাণী মনের পথে।
* বর্ষার ছন্দে ছড়ায় যেন প্রেমের মুগ্ধতা, আর সেই মুগ্ধতায় হারিয়ে যায় যেন তোমার ভেজা চুলের গন্ধে। বর্ষাকাল আসে যেন শুধু তোমার আমার জন্য, বিচারে আসে শুধু আনন্দের প্রেমের গান।
* এই বর্ষায় এলাম নৌকায় একটু ঘুরে মনকে হালকা করতে, কিন্তু হঠাৎ বৃষ্টি এসে সেই ছেলেবেলার স্মৃতি মনে পড়ে আজ যেন বড় একাকী হয়ে গেলাম।
* আমি যদি ওই দূর আকাশের মেঘ হয়ে আসি, তাহলে কি তুমি সেই আকাশের বৃষ্টি হতে পারবে প্রিয়।
বর্ষা নিয়ে ছন্দ
বৃষ্টি মানেই রোদের ছুটি,
বৃষ্টি মানে আকাশ ভরা মেঘ,
বৃষ্টি মানেই বর্ষার সৌন্দর্য,
বৃষ্টি মানেই একলা দুপুর তোমার ওই ভেজা চুল।
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে,
সময় আমার কাটে না,
পাখি কেন গান গায় না;
আমায় কেন কেউ ভালোবাসে না,
আর তুমি কেন কাছে আসো।
কাল রাতেও ছিল আকাশ ভরা তারা,
আজ আকাশ ভরা মেঘ,
নামবে অঝোর ধারায় বৃষ্টি;
তুমি পাশে থাকলে হয়তো,
বর্ষার শুরুটাকে অভিনন্দন জানাতাম।
এই বর্ষার ঘনঘটা মেঘের নিচে,
আজ আমি বসে একা, একা;
তোমার আমার সেই স্মৃতিগুলো,
দিলাম বৃষ্টির মাঝে ঢেলে;
স্মৃতিগুলো হয়তোবা আর”
বৃষ্টির মতো নামবে না এ আকাশে।
এই ঘনঘটা মেঘের অন্ধকারে,
তোমায় খুঁজতে গিয়ে;
আজ আমি বড় ক্লান্ত,
এই বর্ষায় আর আমার কোন”
ইচ্ছা বলতে কোন কিছু রইল না।
বর্ষা নিয়ে কবিতা
বর্ষা তুমি এসো
মোঃ নুরুল্লাহ
গ্রীষ্ম বিদায়, বর্ষার আগমন,
আসি আসি বলে কেবল মন রাঙ্গাইলো।
গ্রীষ্মটাকে কে বাসে ভালো,
অথচ,
আম, জাম, কাঁঠাল, লিচু আরও কত ফল,
এলো বর্ষা নামের প্রতি অবিচার করো না।
বৃষ্টি হয়ে এসেছে স্বনামে আমাদের নীড়ে;
কত না আয়োজন করে রেখেছি,
তোমায় বরণ করে নিব বলে।
চাতক পাখি চেয়ে আছে,
ধান ক্ষেত খাল-বিল অপেক্ষার প্রহর গুনছে;
তোমার আগমনী বার্তা পেয়ে।
সস্থির নিঃশ্বাস ফেলছে প্রকৃতি,
তুমি এসো, তুমি এসো,
বর্ষা তুমি এসো।
সর্বশেষ কথা
প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা যদি এই পোস্টটি সম্পন্ন করে থাকেন তাহলে আশা করি দৃষ্টি নিয়ে অনেক উক্তি স্ট্যাটাস ক্যাপশন ছন্দ গল্প ও কবিতা পেয়েছেন। আপনাদের যদি এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আরো বিভিন্ন ধরনের পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করে দেখে নিতে পারেন।