বেকারত্ব নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, ছন্দ ও গল্প

0
278

বেকারত্ব নিয়ে অনেক কথাই বলা যায় কারণ একজন উচ্চশিক্ষিত লোক, সে যদি একজন উচ্চ শিক্ষিত হয়েও বেকার হয়ে বসে থাকে তাহলে মনে হয় তার চেয়ে দুঃখের বিষয় আর কোন কিছু হতে পারে না। একজন বেকার লোকের এমন মনে হয় যে এটা হয়তো বা সৃষ্টিকর্তার অভিশাপের মতোই একটি জিনিস।তো যাই হোক অনেকে বেকারত্ব নিয়ে অনেক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন এগুলো খুঁজে থাকেন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস হিসেবে ব্যবহার করার জন্য। আশাকরি পোস্টের মাধ্যমে কিছু নতুন বেকারত্ব নিয়ে উক্তি, স্ট্যাটাস খুঁজে পাবেন।

বেকারত্ব নিয়ে উক্তি

১. এই শহরে অনেক স্বপ্ন ভাঙ্গা বেকারত্ব বিরাজ করে, তাই বলে কি সে সফল হবে না। সফল একদিন  হবেই শুধু ধৈর্যের ব্যাপার।

২. কে হতে চায় বেকারত্ব, ভাগ্যের নির্মম পরিহাস বা সৃষ্টিকর্তার পরীক্ষার কারণে বেকারত্ব হয় আবার সেটা কিন্তু নিজের মেধা এবং পরিশ্রমের উপর নির্ভর করে।

৩. বেকার বলে হাল ছেড়ে দেওয়া যাবে না, নিজের কষ্টগুলো সয়ে যাও কাউকে না জানিয়ে বিজয়ী একদিন হবেই।

৪. সাফল্য কখনো নিজের কাছে আসে না, সাফল্য নিজেকে হতে হয়। এই কথাটা না বুঝলেই সে বেকার হতে বাধ্য হবে।

৫. এই সমাজের কিছু অহংকারী লোকের মগজ ধোলাই এর কারনেও অনেক বেকারত্ব সৃষ্টি হয়।  চাকরির পিছে ছুটতে ছুটতে নিজেকে এমন নিরুপায় করে ফেলে যে বেকারত্ব হতে বাধ্য হয় যেকোনো কিছু করার আর তখন সুযোগ থাকে না।

৬. কিছু বেকারত্ব নিজের উপর সৃষ্টি হয় যেমন নিজের ভেতর যদি অলস থাকে, সে অলস একদিন নিজেকে বেকারত্ব করে ফেলে।

বেকারত্ব নিয়ে স্ট্যাটাস

> জীবনের কঠিন পরিস্থিতির মনে হয় বেকারত্ব থেকেই বোঝা যায় কারণ বেকারত্বরাই জানে তাদের জীবন কতটা অসহায় ভাবে চলে।

> বেকারের অসফল শহরে যেন অনেক প্রেমের লাঞ্ছনা মৃত হয়ে ঘুরে বেড়ায়।

> সকলেই তো চায় পরিবারের বোঝা কাঁধে নিতে, কিন্তু পরিস্থিতির কারনে যেন বেকারত্ব একটি অভিশাপ হয়ে দাঁড়ায়।

> যে ব্যক্তি অলস সে শুধু নিজের ভাগ্যের দোষ দিয়ে বসে থাকবে, ভাগ্য নয় নিজের পরিশ্রম আর মেধার বল দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব।

> একজন খেটে খাওয়া মানুষ কখনো তাকে বলবে না যে সে বেকার কারণ তার ভেতরে কোনো অলসতা নেই, সে যে কর্ম করে খাচ্ছে না কেন সে সুখে আছে।

> একজন উচ্চ শিক্ষিত মানুষ যদি বেকার হয়ে থাকে তাহলে সে হয়তো ভাবে যে এই দুনিয়াতে আমার বেচে থেকে কোন লাভ নেই, দুনিয়াতে আশাটাই মনে হয় ভুল হয়েছে।

> যে ব্যক্তি কাপুরুষ সেই শুধু নিজের ভাগ্যের দিকে তাকিয়ে থাকে শেষ পর্যন্ত তার ফলাফল একজন বেকারের খাতায় নাম জায়। কিন্তু একজন পুরুষ সে কখনো তার ভাগ্যের দিকে তাকায় না, সে তাকায় তার শক্তির দিকে।

বেকার ছেলের কষ্টের গল্প

আসলে বেকার বলতে বোঝায় এমন যে একটি শিক্ষিত ছেলে লেখাপড়া করে গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেও সে কোন চাকরি বা কোন কাজ খুঁজে পাচ্ছে না। এটা মানেই তো বোঝায়, আসলে জীবনে সফলতা অর্জনের জন্য চেষ্টার ত্রুটি রাখতে নেই তাহলে জীবনে বেকার হয়ে থাকতেই হবে। চেষ্টা চালিয়ে যেতে হবে, কখনোই হাল ছাড়া যাবে না সফল হওয়ার জন্য।

জীবনে বেকার থাকাটা অভিশাপ নয়, তবে বেকার হয়ে থাকাটা হল অভিশাপ। নিজেকে লড়তে হবে, যুদ্ধ করতে হবে জীবনকে নিয়ে, নিম্নবিত্ত বেকার বলে যে নিজে কিছু করতে পারবে না তা নয়, তুমি দেখিয়ে দাও যে একটি বেকার ছেলে নিজের ক্ষমতায়, নিজের শক্তি, নিজের মনোবল সৃষ্টি করে কি করতে পারে। কেউ কখনো খুব সহজেই বড় কিছু অর্জন করতে পারিনি এবং কি আজ অব্দি পারবে ও না। তাই বেকারত্ব যদি না থাকতে চাও তাহলে পরিশ্রমকে বেছে নাও দেখবে জীবন একদিন সফল হবে।

বেকারত্ব নিয়ে গল্প 

বর্তমান যুগে বেকারত্বের সমস্যাটা বেড়েই চলেছে কারণ এখন মানুষ অলস বেশি পরিশ্রম করতে তাদের ভালো লাগেনা। মানুষ খুব সহজেই একটি জিনিস পেতে চায় কিন্তু একটি জিনিস অর্জন করা কি এতই সহজ যে অর্জন করে সেই জানে একটি জিনিস অর্জনের পিছে তার কতটা মেধা শ্রম দিতে হয়। বেকার তো তারাই কর্মহীন মানুষগুলো বসে থেকে শুধু নিজের কর্মের দোষ দিয়ে ঘুরে বেড়ায় নিজের ভাগ্যের দোষ দিয়ে ঘুরে বেড়ায়।

একজন বেকারকে মানুষ সবসময় নিচু চোখে দেখে, কিন্তু হয়তোবা একদিন সে এমন হতে পারে যে সমাজের বড় মানুষ গুলোর মধ্যে একজন। তাই কাউকে কখনো ছোট করে দেখা উচিত নয় এই দুনিয়াটা বড়ই আজব কার ভাগ্যে কি লেখা আছে তা কেউ কখনো কল্পনাও করে না। তারপরও এই সমাজে বেকারত্ব মানুষগুলোকে একটু দুর্বল ভাবে সবাই।

সর্বশেষ কথাঃ 

বেকারত্ব নিয়ে যা কিছু লেখা হয়েছে আশা করি সবকিছু নতুন কিছু পাবেন। যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এরকম আরো পোস্ট পেতে এই সাইটে ভিজিট করুন আশা করি আরও ভাল ভাল অনেক নতুন পোস্ট পেয়ে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here